গুরুমহারাজ আপনার আজ এই শুভ আর্বিভাব তিথিতে আপনি আমার সশ্রদ্ধ প্রনাম গ্রহন করুন । আপনার এই দিব্য আর্বিভাব তিথিতে আমার মত অধমের বলার মত কোন ভাষা নেই তার পরও আমি ক্ষুদ্র প্রয়াস করছি আপনার গুন মহিমা কীর্তন করার ।
গুরুমহারাজ আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, সেদিনের কথা যেদিন প্রথম আপনার একটি ছবি আমার কাছে আসে যেখানে আপনি এবং শ্রীল প্রভুপাদের প্রাতঃভ্রমণ কালীন কোন ছবি সম্ভবত । সেই দৃশ্য এখনও আমার চোখে ভেসে উঠে যদিও তখনও জানতাম না আপনি আমার পরমারাধ্য গুরুদেব হতে চলছেন এবং আমি আপনার জন্ম-জন্মান্তরের দাস হতে চলছি ।
আপনার এই শুভ আর্বিভাব তিথিতে আপনার কৃপা আর্শিবাদ প্রার্থনা করছি
চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেইদিব্যজ্ঞান হৃদে প্রকাশিত ।।
গুরুমহারাজ আমি এতই অধঃপতিত যে আমার হৃদয়ে না কোন সাধারন জ্ঞান ছিল ,না কোন দিব্যজ্ঞান ছিল । কেবলমাত্র আপনার কৃপাদৃষ্টিতেই আমার হৃদয়ে কিছুটা ভক্তির উদয় হয়েছে । আপনি কৃপা করে আপনার শ্রীচরণপদ্মে আমাকে আশ্রয় প্রদান করুন ।
রূপ যৌবন -সম্পন্ন ব্যক্তি এবং উচ্চ কুল জাত ব্যক্তিও যদি বিদ্যাহীন হন , তাহলে তার কোন শোভা নেই, ঠিক যেমন কিংশুক ফুল অত্যন্ত সুন্দর দেখালেও গন্ধহীন বলে তার কোন চমৎকারিত্ব বা মূল্য নেই । ঠিক তেমনি গুরুমহারাজ আপনার উপস্থিতি ব্যতীত আমার জীবনের কোন গুরুত্ব নেই ।
যথা কাঞ্চনতাং যাতি কাংস্যং রসবিধানতঃ ।
পারদের সংস্পর্শে রাসায়নিক ক্রিয়ার প্রভাবে কাসা যেমন সোনায় পরিনিত হয়, ঠিক তেমনি আপনার দিব্য সান্নিধ্য লাভের মাধ্যমে আমার এই ক্ষুদ্র মানব জীবন ধন্য। আমি রোমাঞ্চিত ও পুলকিত আপনার এই দিব্য সান্নিধ্যে। এভাবেই সর্বদা আপনার শ্রীচরণপদ্মের আশ্রয়ে থাকতে চাই । আপনি কৃপা করে আপনার এই অধম সন্তানকে আপনার শ্রীচরণের ধুলি কনাসদৃশ চিন্তা করে আপনার শ্রীচরণ পদ্মে আশ্রয় প্রদান করুন ।
আপনার এই শুভ আবির্ভাব তিথিতে
আপনার আশীর্বাদ প্রার্থনা করি ।
গুরুমহারাজ আমি যেন সর্বদা আপনার এবং শ্রীল প্রভুপাদের সেবায় যুক্ত থাকতে পারি আপনার নিকট এই আর্শীবাদ প্রার্থনা করছি ।
আপনার পারমার্থিক পুত্র,
অতুল অচ্যুত দাস (ব্রাহ্মন দীক্ষিত)
মায়াপুর , ভারত