Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Devapati Mukunda Dāsa (Bardhaman, West Bengal - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে

নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে ।

হরে কৃষ্ণ

শ্রীল গুরুমহারাজের জয় হোক

শ্রীল প্রভুপাদের জয় হোক

হে পরমারাধ্য গুরুদেব,

আপনার শ্রীপাদপদ্মে সহস্রকোটি দণ্ডবৎ প্রণাম নিবেদন করি

আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার মত দীনহীন পতিত জীবের জানা নেই। আপনি করুণার সাগর। আপনার করুণার কথা লিখে এক জন্মে শেষ করি এমন সাধ্য আমার নেই। তবুও হে কৃপাসিন্ধুআপনার কৃপায় আপনার নিকৃষ্ট ভক্তেরও বাক্যের স্ফুরণ ঘটে। সহস্র জন্মে পাতকী হয়েও একজন ভক্তিলাভ করতে সমর্থ হয়। আপনার সেই কৃপা লাভ করে- গঙ্গাজলে গঙ্গামাতার পুজার ন্যায় কিছু লিখছি। আমি জানি অধমের লেখায় কোনও ভুল হলে আপনি আবার ক্ষমা করবেন যেমন এতদিন ধরে করেছেন

হে পতিতপাবন গুরুদেব, আমার মত অধম কীট যখন আধ্যাত্মিকভাবে দিশাহীন হয়, পাপকর্মের ভারে জর্জরিত হয়ে নরকের দিকে নিক্ষিপ্ত হয়, তখনই আপনি উদ্ধারকর্তা হয়ে আপনার পবিত্র হস্ত প্রসারিত করে নরকযাত্রা রোধ করেন এবং পতিতকে উদ্ধার করেন। আপনাকে সহস্রকোটি দণ্ডবৎ প্রণাম।  

হে কৃপাময় গুরুদেব, কলিহত জীবকে মুক্ত করে চিন্ময়জগতে ফিরিয়ে নিয়ে যেতে আপনি বদ্ধপরিকর। আপনি কৃপাপূর্বক আমায় কৃষ্ণভক্তিলাভের সুযোগ ও সৌভাগ্য প্রদান করেছেন। আপনার শ্রীচরণকমলে সহস্রকোটি দণ্ডবৎ প্রণাম

হে গৌরধনজন গুরুদেব, আপনার চিন্ময় চরণদর্শনে ভক্তহৃদয় সদা আনন্দে উল্লসিত হয়। আপনার চিন্ময় মুখনিঃসৃত “গৌরাঙ্গ নিত্যানন্দ’ ধ্বনি আকাশ বাতাস আমোদিত করে যখন ভক্তকর্ণে প্রবেশ করে তখন ভক্তহৃদয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এবং শ্রীমৎ নিত্যানন্দ ঠাকুর যেন দুইবাহু তুলে নৃত্য করে ওঠেন। আপনার শ্রীচরণকমলে সহস্রকোটি দণ্ডবৎ প্রণাম।  

হে প্রভুপাদের জয়পতাকাধারী শ্রীল গুরুদেব, আপনি নিত্যই আমাদের আশীর্বাদ করে থাকেন, কল্যাণকামনা করে থাকেন। আপনার শ্রীপাদপদ্মে সহস্রকোটি দণ্ডবৎ প্রণাম।  আমরা যেন আপনার বাণীবহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা লাভ করি। আপনার আজ্ঞায় শ্রীল প্রভুপাদের কৃষ্ণভাবনামৃত প্রসারের কাজে সক্রিয় অংশগ্রহণ করতে সক্ষম হই

সমস্তই গুরুমহারাজ এবং শ্রীল প্রভুপাদের মহিমা

ইতি,

আপনার অধমতম সন্তান,

দেবপতি মুকুন্দ দাস (হরিনাম দীক্ষিত)

বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত