নমঃওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভুতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিনে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিতি নামিনে।।
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে।
নির্বিশেষ -শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।
জয় গুরুমহারাজ, জয় শ্রীল প্রভুপাদ।
যোগ্যতা বিচারে কিছু নাহি পাই
তোমার করুনা সার।
হে প্রানপ্রিয় বাবা,
আপনার রাতুল চরনে আমার ভক্তি পূর্ণ প্রনাম গ্রহণ করুন। আপনার এই অযোগ্য সন্তানের আপনার কাছে শ্রদ্ধা জানানোর কোনো ভাষা নেই। শুধু বাবার কাছে তার মেয়ের নিবেদন। বাবা আপনার কৃপা অসীম। আপনার
রাতুল চরনে আমাকে ঠাঁই দিয়ে কৃপা বর্ষন করেছেন। আমি আপনার জন্য কিছুই করতে পারিনা। আপনি শুধু আমার জন্য করে যান।
হেআলোর দিশারী,
আপনি আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন।আপনি আলোকবর্তিকা নিয়ে আলোর সন্ধান দিয়েছেন। আপনার তুলনা শুধু আপনি নিজে।
হে পতিতপাবন গুরুদেব,
আপনার করুনায় আমার মতো অধম পতিত উদ্ধারের পথ খুজে পেল।বৃহস্পতিবার আপনার মহিমা শুনে আমার হৃদয় সিক্ত হয়ে যায়।কতজনকে আপনি অকাতরে কৃপা প্রদান করেছেন।
হে নিতাই কৃপা প্রদায়িনে,
আপনি অকাতরে নিতাই কৃপা প্রদান করছেন। আপনি কখনো কারোর দোষ দর্শন করেন নি। আমার গৃহে আপনি জুমের মাধ্যমে যেদিন এসেছিলেন সেদিন যে কি আনন্দ হয়েছিল তা বলে বুঝাতে পারবো না।আজও আমার হৃদয় পুলকিত হয় সেই কথা স্মরণ করে।
বাবা আপনার শ্রীচরণকমলে আমি ক্ষমা ভিক্ষা করছি শতঅপরাধের জন্য। বাবা আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমার পরিবারে সবাই যেন আপনার করুনাপ্রাপ্ত হয়। আমি যেন আমৃত্যু আপনার চরণতলে থেকে আপনার আদেশ নির্দেশ পালন করতে পারি।
জয় গুরুমহারাজ,
জয় শ্রীল প্রভুপাদ ।
মৃগনয়না মহাগোপী দেবী দাসী (দীক্ষা শিষ্য)
খুলনা,বাংলাদেশ।