শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তুঃ
হে পরমআরাধ্য গুরুমহারাজ, প্রর্থমেই আপনার শ্রীচরণপদ্মকমলে অনন্তকোটি সশ্রদ্ধ দন্ডব্য প্রণতি নিবেদন করছি।
সমস্ত প্রশংসা শ্রীল প্রভুপাদের,
সমস্ত প্রশংসা পরমআরাধ্য গুরুমহারাজের,
আপনার "৭৪ তম শুভ ব্যাসপূজা তিথি মহোৎসব" আজ আমার চিত্তে যেভাবে আনন্দের উল্লাস বইছে, আবার ততটুকু হৃদয়ে চিন্তায় ব্যথাতুর হচ্ছে, কেননা আমিই হচ্ছি আপনার সবচেয়ে অযোগ্য শিষ্য।
সারা বিশ্বে যুদ্ধ অশান্তির ডামাঢোলের ভিতর, আপনি অহৈতুকী নিত্যানন্দের করুণা দ্বারা কলিহত জগৎ কে উদ্ধার করে চলেছেন, তদ্রুপ আমার এই বিশ্বাস আপনি আপনার অধম শিষ্যকে অভূতপূর্ব মায়ার সংসার থেকে রক্ষা করবেন।
২০২২ - কার্তিকে - বৃন্দাবনে রমা একাদশীতে আমাদের পঞ্চরাত্রিক দীক্ষানুষ্ঠানের দিনটিকে আপনি "আত্মনিবেদনের দিন" বলে ঘোষনা করেছিলেন। এভাবেই আপনার দৃঢ় কন্ঠের দ্বারাই আপনার অহৈতুকী করুনা প্রকাশিত হয়, কেননা আমি যর্থাথ উপলব্দি করেছি আজ, আমার মতো শুদ্র অধমকে কিভাবে আপনি শ্রী নিতাই গৌর বিগ্রহের সেবায় যুক্ত করেছেন।
কেবল আপনার করুণাবলই আমাকে এখন পর্যন্ত শ্রীল প্রভুপাদের এই কৃষ্ণভাবনামৃত আন্দোলনে আমাকে যুক্ত রেখেছে।
যেহেতু আপনি করুনাময় শুদ্ধভক্ত, তাই আপনার শ্রীচরনে আমার একমাত্র প্রার্থনা, আমার ভৌতিক জীবনের অন্তে কেবল আপনার জীবন দর্শন যেন "অন্তে নারায়ণ স্মৃতি" থেকে বিস্মৃত না হই। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর রচিত গুর্ব্বষ্টকে গেয়েছেন, যস্য প্রসাদাদ্ ভগবৎ- প্রসাদঃ— শুদ্ধ বৈষ্ণব শ্রীগুরুদেবের প্রসন্নতা বিধানের ফলে ভগবান প্রসন্ন হন,
কিন্তু কেউ যদি শ্রীগুরুদেবকে অপ্রসন্ন করেন, তা হলে তার যে কি গতি হবে তা কেউ বলতে পারে না। তদ্রুপ আপনার নিকট আমার বার বার প্রার্থনা,
শ্রীল প্রভুপাদ আপনার জীবনস্বরূপ। শ্রীল প্রভুপাদের প্রতিটি আদেশই আপনার জীবন। আপনি এই শরীরে এখন পর্যন্ত জড়জগতে অবস্থান করছেন কেবল শ্রীল প্রভুপাদের সেবার জন্য। গুরুমহারাজ, আপনি আমাকে করুণা প্রদর্শন করুন আমি যেন আপনাকে হৃদয়াঙ্গম করতে পারি। আপনার শ্রীচরণকমল দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখতে পারি। সবিশেষ আপনার প্রতিটি আদেশ পালনে দৃঢ় হতে পারি......
আপনার দাসানুদাস
তন্ময় কৃষ্ণ দাস (দীক্ষা)
জয়পুর, রাজস্থান, ভারত