Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

Ānandamayī Kalāvatī Devī Dāsī (Narayanganj - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।

হে পতিতপাবন গুরু মহারাজ,

আপনার ৭৪তম ব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক। জয় শ্রীল প্রভুপাদ! আপনার জয় হোক!

আপনাকে ধন্যবাদ জানানোর কোন ভাষা আমার জানা নেই। আপনার মহিমা বর্ণনের কোন শব্দজ্ঞানও আমার নেই। আপনার কৃপাতেই কেবল আপনার মহিমা বর্ণনের এই দুঃসাধ্য কার্য করার প্রয়াস করছি।

হে অধম জনার বন্ধু,

আপনার এই অধম সন্তান যতই অধঃপতিত হোক না কেন, আপনি কখনোই তাকে ত্যাগ করেন না। আপনি সর্বক্ষণ এত এত সেবায় ব্যস্ত, এত মিটিং, এত ভ্রমণে ব্যস্ত থাকা সত্ত্বেও কখনোই ভুলে যান না আপনার এই অধম সন্তানকে। সর্বক্ষণ কোন না কোনভাবে আমাকে আপনি নির্দেশনা দিয়ে চলেন। আপনার এত সেবাব্যস্ত সময় থেকেও এই অধমের জন্য সময় দিতে আপনি দ্বিধাবোধ করেন না। আগে আমি কেবল ভাবতাম আপনি বুঝি আপনার ঐকান্তিক শিষ্যদের সাথে ভাব-বিনিময় করেন, তাদের সাথে কথা বলেন। কিন্তু আমার এই সংকীর্ণ চিন্তাকে নিমিষেই নস্যাৎ করে আপনি আমাকে দেখিয়ে দিলেন আপনিই একমাত্র প্রকৃত বন্ধু। আপনি সর্বদা আমাদের নিয়েই ভাবেন। কিভাবে আমরা কৃষ্ণের চরণে এই জীবনটাকে সম্পূর্ণ নিবেদন করতে পারি এজন্য আপনি সর্বক্ষণ চিন্তা করে চলেছেন।

হে বাঞ্ছা কল্পতরু,

কল্পবৃক্ষ যেমন কোন ব্যক্তি বিভেদ না করে সকলের মনোবাঞ্ছা পূরণ করে ঠিক তেমনি আপনিও কারো মধ্যে পার্থক্য বিচার না করে সকলের মনোবাসনা পূরণ করেন। বিগত বছরে এর অজস্র প্রমাণ পেয়েছি ও এখনও পাচ্ছি।

হে গুরুনিষ্ঠ সেবক,

আপনি প্রতিটি মুহূর্তে আপনার দৃষ্টান্তের মাধ্যমে দেখিয়ে যাচ্ছেন কিভাবে নিজ গুরুদেবের চরণে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করতে হয়, কিভাবে একজন উত্তম শিষ্য হয়ে গুরুদেবকে তুষ্ট করতে হয়, কিভাবে শত সহস্র প্রতিকূলতার মধ্যেও গুরুসেবাকেই জীবনের একমাত্র লক্ষ্য করতে হয়। আপনি চাইলেই ভক্তিবৈভবের সম্মানসূচক ডিগ্রি লাভ করতে পারতেন। এসব ডিগ্রিগুলি করার আপনার কোন প্রয়োজন নেই। কেবলমাত্র আমার মতো অযোগ্য শিষ্যকে এটি দেখানোর জন্য যে, শত ব্যস্ততার মধ্যেও প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা কতটা গুরুত্বপূর্ণ আর সেটি বাস্তবিকভাবে করা সম্ভব, তা প্রদর্শন করতে আপনি সব ক্লাস করলেন, পরীক্ষা দিলেন ও ডিগ্রি লাভ করলেন।

হে নিতাই কৃপা প্রদায়িনে,

আপনি জীবকে ভবরোগ থেকে উদ্ধার করতে নিজে সহ্য করে চলেছেন শত সহস্র প্রতিকূলতা। তবুও আপনার খানিক বিরতি নেই। আমার মতো পাষাণ জীব বারংবার নিজ প্রকৃত স্বরূপ ভুলে যায়, ভক্তিজীবনে ঐকান্তিক হতে হবে জেনেও বারংবার জড় মায়িক বিষয়ে জড়িয়ে পড়ে। তবুও আপনি কখনোই আমাদের ত্যাগ করেন না।

হে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলামৃত প্রদানকারী,

আপনার শ্রীমুখ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা আস্বাদন করা দিনের মধ্যে শ্রেষ্ঠ সময়। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, কেবল আমাদের পারমার্থিক পুষ্টি সুনিশ্চিত করতে আপনি এমনকি রাত হয়ে গেলেও শ্রীকৃষ্ণচৈতন্য লীলা সংকলন প্রবচন প্রদান করেন। লীলা বর্ণনা করতে করতে আপনি সেই লীলার গভীরে প্রবেশ করে ভাবোন্মত্ত হয়ে পড়েন। মায়াপুরে গেলে প্রতীক্ষায় থাকি কখন সেই বিশেষ সময়টি আসবে যখন আপনার শ্রীমুখ থেকে সরাসরি এই অমৃতময় লীলা আস্বাদন করতে পারব।

হে পিতা,

আপনার এই অধম কন্যা বহু জন্ম ধরে কৃষ্ণ ভুলে জড় জগতে সুখী হবার ব্যর্থ প্রচেষ্টা করছে। আর আপনি তাকে নিজ শক্তিবলে কৃষ্ণের দিকে টেনে ধরে রেখেছেন। আপনি কৃপা করে এভাবেই আমাকে আপনার পদতলে ঠাঁই দিন।

আপনার ব্যাসপূজার এই পুণ্য লগ্নে আপনার শ্রীচরণ কমলে এই প্রার্থনা করি, কৃপা করে আমাকে কখনোই আপনাকে ভুলতে দেবেন না। আমি যেন জন্ম-জন্মান্তরে আপনার শ্রীপাদপদ্ম আঁকড়ে ধরে থাকতে পারি এবং আপনি যেভাবে চান, সেই উপায়ে যেন আপনার সেবা করে আপনাকে সন্তুষ্ট করতে পারি।

আপনার নিত্য চরণ-সেবাকাঙ্ক্ষী দাসী,

আনন্দময়ী কলাবতী দেবী দাসী (দীক্ষা)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ