হরে কৃষ্ণ গুরু মহারাজ,
৭৪ তম ব্যাস পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।
সর্বপ্রথম আপনার শ্রীচরণ কমলে এই নরাধমের সশ্রদ্ধ সহস্র কোটি প্রণাম গ্রহণ করবেন। আমার কোন যোগ্যতা নেই আপনার সম্পর্কে কিছু লিখি বা বলি। কিন্তু আপনার কৃপাদৃষ্টি এই অতি তুচ্ছ শিষ্যার প্রতি অবলোকন করেছেন বলে পাপ পঙ্কিলময় জীবন থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছি এই জন্মে। সূর্যের তেজরাশি রূপ আপনার কৃপা দৃষ্টি এই নরাধমের প্রতি পড়েছে বলে অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখতে পেয়েছি। আপনাকে আধ্যাত্মিক পিতা হিসেবে পেয়ে আমার এই জন্ম সার্থক হয়েছে বলে আমি মনে করি। সরাসরি আপনার সামনে এসে কিছু বলব, সত্যি বলতে, সেই সাহস আমার নেই। আমি প্রতিমুহূর্তেই ভুল ত্রুটি করে চলেছি। কিন্তু আপনার অপার করুণা, তাই যখন ভুল করেছি জেনেও, কোন না কোন ভাবে বুঝিয়ে দিয়েছেন এবং সংশোধন হবার, ভক্তি প্রতিকূলতাকে কাটিয়ে পুনরায় এগিয়ে যাবার সংকেত এবং সুযোগ দিয়েছেন। এটা বলে বোঝাতে পারবো না, কিভাবে আপনি প্রতিমুহূর্তেই একজন পিতার মতো সঠিক মার্গ প্রদর্শন করেছেন। তাই প্রভুপাদকে ধন্যবাদ জানাই, কৃষ্ণকে ধন্যবাদ জানাই, এমন একজন পিতা কে প্রদান করার জন্য। এই বলে আমার ক্ষুদ্র চিঠিটা শেষ করলাম। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন।
আপনার অধম শিষ্যা
গীতিকা সত্যা দেবী দাসী (দীক্ষা)
উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত