নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।
হরে কৃষ্ণ প্রিয় গুরু মহারাজ,
আপনার শ্রী চরণে শতকোটি বিনম্র প্রণতি নিবেদন করি। ৭৪ তম ব্যাস পূজার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। শ্রীল গুরুমহারাজ আমি আপনার কৃপা ধন্য শিষ্য পৃথু মহারাজ দাস। গুরু মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার মত এক অধমকে শিষ্য রূপে গ্রহণ করার জন্য। আপনাকে খুশি করার মত কিছুই করে উঠতে পারিনি, তাই গুরু মহারাজ আপনার কাছে আমার বিমম্র নিবেদন আপনি আমার উপর কৃপা করুন যাতে ঠিক ভাবে আচার ও প্রচার করতে পারি, এবং আপনাকে খুশি করতে পারি। আমার ইচ্ছা আছে শ্রীল প্রভুপাদের দিব্য গ্রন্থ গুলি যথাযথ ভাবে পাঠ করে নিজের জীবনে প্রয়োগ করার।
আমি ক্লাসে শ্রবণ করেছি যে গুরুর প্রতি আসক্তি বৃদ্ধি করতে হবে, কিন্তু আমার তো আপনার প্রতি লেশ মাত্র আসক্তি নাই গুরুমহারাজ, তাই আপনার কাছে আমার একমাত্র প্রার্থনা যেনো আপনার প্রতি আমার আসক্তি দিনদিন বৃদ্ধি পায়, তার জন্য আমাকে করুনা করবেন গুরুমহারাজ।
ব্যাস পূজার জন্য আমার এই ছোট্ট নিবেদনটি গ্রহণ করুন ---
তুমিতো করুনা মূর্তি, করুনার প্রকাশ ।
অধমে করুনা করো যেনো হয় দাসানুদাস।।
এতো কষ্ট সহ্য করেও করে চলেছ প্রচার।
মন্দ বুদ্ধি না বুঝয়াছি তোমার মহিমা অপার।।তোমার মহিমা নাকি গায় সমস্ত দেব গণ ।লোকনাথ মহারাজের থেকে করেছি আমি শ্রবণ।।
দেহগত প্রতিকূলতা না পেরেছে তোমায় বাঁধতে।
বিশ্বজুড়ে প্রচার তাই বেড়ে চলেছে তোমার পরিকল্পনাতে।।
এতো ব্যস্ততার মাঝেও নিতে যত্ন ভক্তদের।
ই-মেল ও জুম ক্লাসে দাও সমস্ত প্রশ্নের উত্তর।।
তোমার সমস্ত মহিমা বর্ণনা, করার নেই আমার শক্তি।
এটুকু নিবেদন গ্রহণ করুন, ক্ষমি সব ভুল ত্রুটি।।
আপনার পারমার্থিক অধম পুত্র
পৃথু মহারাজ দাস (দীক্ষা)
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত