হরে কৃষ্ণ, গুরু মহারাজ,
আপনার শ্রী চরণে স্বশ্রদ্ব প্রনাম করি।
পতীত পাবন গুরু মহারাজ, আপনি পরম দয়ালু, অত্যন্ত করুনাময়, আপনি আমার হৃদয় জানেন। আপনি আপনার অহেতুকি কৃপা দিয়ে আপনার শ্রী চরণে আত্মসমর্পণ করার সুযোগ দিয়ে ছেন এবং কোনো যোগ্যতা ই নেই আমার।আপনার অহেতুকি কৃপা দিয়ে আমার মতো অধম কে শ্রী কৃষ্ণের সাথে যুক্ত করেছেন। সেবা করার সুযোগ করে দিয়েছেন । আমি নাচাইতেই আপনি অনেক অনেক কিছু দিয়েই যচ্ছেন যার তুলনা কোনো কিছুর সাথে করা যায় না।
এই গত কার্তীক মাসে আপনি নিজে এসে আমার উপর আপনার কৃপা করেছেন। এবং আমাকে আধ্যাত্মিক নাম দিয়েছেন দামোদর প্রিয়া তুলসী দেবী দাসী । গুরু মহারাজ আপনি নাম দিয়ে ই দামোদর এর প্রিয় তুলসী আর আমার ভক্তি জীবন শুরু হয়েছে শীলচার ইসকন মন্দির থেকে আর ঐখানে ভগবান দিমোদর নামে বিরাজমান। আমি উনার প্রতি আলাদা একটা ভাবনা খুব ভালোবাসী, গুরু মহারাজ আমি মনে করতাম আমি ভালোবাসি । কিন্তু গুরু মহারাজ আপনি আপনার কৃপা দ্বারা এটা বুঝিয়ে দিয়েছেন যে দামোদর আমাকে কতো ভালোবাসেন।
গুরু মহারাজ আমার মধ্যে অনেক অবগুন আছে তবুও আপনি কৃপা করে ই যাচ্ছেন আপনার প্রতি জীবের প্রতি যা কিছু প্রেম আছে তা কোনো কিছু সাথে তুলনা বর্ণনা করার শক্তি নেই। গুরু মহারাজ আপনার শ্রী চরণে এই প্রথনা করি আপনার আদেশ যেন পালন করতে পারি। গুরু এবং শ্রীষ্ণের খুশির জন্য সেবা করতে পারি। আমার মধ্যে সেই ভাবনা জাগতে পারে গুরু, শ্রী কৃষ্ণ, পরিবারের সব বৈষ্ণব দের সেবা ভাবে সেবা করতে পারি, কোনো প্রকার আশা যেন না রাখি কেবল সেবা ভাবে সেবা করতে পারি।
আপনি নিজো গুণে আমাকে কৃপা করে ছেন শ্রী ধাম বৃন্দাবনে বাস করার সুযোগ দিয়েছেন ।
আপনার করুনা তে আমার জীবন ভক্তীময় হয়েছে, গুরু মহারাজ আপনি যে পরম করুণাময় আপনার কাছে যা প্রথনা করছি আপনি নিরবে সব পূর্ণ করেদিয়েছেন আমি যা ইচ্ছা ছিল ভক্ত সঙ্গ তে বাস করবো। ভক্তি করবো, আর গুরু মহারাজ আপনার কৃপা তে এমন ভক্ত সঙ্গ পেয়েছি যিনি আমাকে শ্রীধাম বৃন্দাবনে নিয়ে এসেছেন। যে পরিবারে বিয়ে হয়েছে সবাই আপনার সন্তান, সবাই কে নিয়ে আমি অনেক আনন্দে ভক্তি করার চেষ্টা করতে পারছি। গৃহস্থ ধর্ম পালন করার চেষ্টা করছি আমাদের ঘরে নিতাই, গৌর সন্দুর
বিগ্রহ আছেন আমি প্রভু দুজন মিলে ভগবানের সেবা করার চেষ্টা করছি। বিয়ের পর গুরু মহারাজা আপনি আমাদের আশীর্বাদ করছেন জুমের মাধ্যমে আপনার দর্শন দিয়েছেন। গুরু মহারাজা আমি অনেক ইচ্ছা করছিলাম কিন্তু আপনার অহেতুকি কৃপা তে আমি যা ভাবতেও পারি নি আমার জীবনে অসম্ভব টাও সম্ভব হয়ে গেলো আপনি এতো দয়ালু আপনি আমার এই ছোট ছোট ইচ্ছা গুলো পূর্ণ করে দিয়েছেন। আমাকে শক্তি প্রধান করবেন গুরু মহারাজা দয়া করে আপনার অহেতুকি কৃপা তে যা যা পেয়েছি তা যেন সুন্দর করে পালন করতে পারি। ২৪ ঘন্টা যেন গুরু, কৃষ্ণের খুশির কথা চিন্তন করতে পারি। উনার খুশির জন্য ই সেই ভাবনা নিয়ে সেবা করতে পারি। এটাই আমার জীবনের উদ্দেশ্যে গুরু মহারাজ। আমার একটা কষ্টের কথা বলছি গুরু মহারাজা আমি যতো তীব্র ভাবে ভক্তি করতে চাই তোতো ই সমস্যা এসে যায়, যখন ক্লাস শ্রবণ করি তখন খুব ঘুম আসে কিছু শুনতে পারি না। শ্রীল প্রভুপাদের গ্ৰন্থ অধ্যয়ন করার সময় ও ঘুম পায়। ভক্তির সর্বোচ্চ শ্রবণ, কীর্তন করার সময় ঘুম এসে যায় । আপনি এই দুই বিপদ থেকে দয়া করে আমাকে রক্ষা করুন গুরু মহারাজ। আপনাকে অশেষ ধন্যবাদ গুরু মহারাজ আপনি সকল ভক্ত দের লিখার সুযোগ দিয়েছেন। আমি একবার মেইল পাঠিয়ে আবার অপেক্ষা করতে শুরু করি যে আবার এই দিন কবে আসবে আমি আপনার কাছে কিছু লিখে পাঠাবো। গুরু মহারাজ আমি যদি কিছু ভুল বলে থাকি আমার অপরাধ ক্ষমা করে দেবেন।
আপনার সন্তান দামোদর প্রিয়া তুলসী দেবী দাসী। Thank you গুরু মহারাজ।
হরে কৃষ্ণ,
আপনার শ্রী চরণে স্বশ্রদ্ব প্রনাম করি।