নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে৷৷
হে পরমারাধ্য গুরুদেব,
আপনার পদ্ম চরনে আমার শতকোটি প্রনাম গ্রহণ করুন। এই জগতে আপনার ৭৪তম শুভ আবির্ভাব সর্বজয়যুক্ত হোক।
হে গুরুদেব,
আপনার সম্বন্ধে কিছু লিখার মতো উপযুক্ত ভাষার ব্যবহার আমি জানিনা।আপনি এমন অসুস্থ শরীর নিয়েও যেভাবে বিরতিহীনভাবে প্রচার করে চলেছেন আপনার সুযোগ্য কন্যা হওয়ার একটি যোগ্যতাও আমার নেই। আমি জীবনের এমন একটি অবস্থাতে আছি যেখানে এক একটি সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।কোনো একটি সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে সেটি সারাজীবনের জন্য ভালো অথবা খারাপ।আমি সত্যি কিংকর্তব্যবিমূড় হয়ে পড়ছি।আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত বা কি করা না।আমি জানি আপনার আশীর্বাদ সবসময় আমার মস্তকে থাকে।তবু আমি অনুরোধ করছি আপনি আমাকে সাহায্য করুন গুরুদেব যেনো আমি কোনো সিদ্ধান্ত নিতে ভুল না করি।
হে পিতা,
আপনি এমন একজন পিতা যিনি সন্তান এর ব্যথা তে নিজে ব্যথা অনুভব করেন।আপনি যেদিন প্রথম আমাকে দন্ড দ্বারা আশীর্বাদ করছিলেন কাচেঁর ভিতর থেকে, আমি বুঝতে না পেরে মাথাটা একটু জোরে লেগে যাওয়াতে আপনি এমন করলেন যেনো আমি না ব্যথাটা আপনার লেগেছে।সারাক্ষণ আমাদের যত্ন করতে থাকেন।
হে বার্ষভানবী-মুরারী প্রিয়,
আপনি এতটাই দয়ালু পিতা যে আমার মতো রাস্তার অবহেলিত কুকুর কে নিজের শিষ্যা হিসেবে আপনার শ্রীচরণে আশ্রয় দিয়েছেন।জড় জাগতিক ক্লেশগুলি তুচ্ছ বাহানা মাত্র।আমি এতটাই অযোগ্য আপনার চাওয়া অনুযায়ী কিছু করিনা।সবসময় এটাই ভুল করতে থাকি যে নিজের চাওয়া গুলিই আপনার উপর চাপিয়ে দেই,যেখানে জীবনের প্রতি মুহূর্তে আপনার আদেশগুলি পালন করাই আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত।এইসব কিছু জেনেও আপনি আমাকে দীক্ষা প্রদান করেছেন।তা-ও কোনো কঠোর পরীক্ষা ছাড়া।আপনি হচ্ছেন দয়ার শিরোমণি।সেজন্যেই আমার মতো পতিত কে আপনার চরণকমলে ঠাঁই দিয়েছেন।আপনার আশীর্বাদস্বরুপ মহাপ্রভুর প্রতি প্রেমময়ী সম্পর্ক অনুভব করার মতো সৌভাগ্য প্রদান করেছেন।দীক্ষার পর আমরা অনেকটা সময় জুড়ে সরাসরি আপনার সান্নিধ্য পেয়েছি।যা ছিলো আমাদের জীবনের সবচেয়ে আলোকিত সময়।
হে পরমারাধ্য গুরুদেব,
আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি প্রত্যেক দীক্ষা শিষ্য, শিক্ষা শিষ্য,আশ্রিত এবং আকাঙ্ক্ষী সবার জন্য প্রার্থনা করেন।আপনি এমন একজন পিতা যিনি সবসময় শুধু সন্তানদের কৃষ্ণের কাছে পৌঁছানোর জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন।আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না।
হে পরম পিতা,
আপনি শুধু আমার জন্য সবকিছু করেই যাচ্ছেন।মাঝে মাঝে মনে হয় আপনি এমনভাবে ইচ্ছাগুলি পূরণ করেন যেমন আমার পছন্দের কোনো পুষ্প এনে দেওয়ার জন্য আপনি ঠিক-ই গলা পর্যন্ত জলে নেমে নিয়ে আসবেন কিন্তু আমি ডাঙ্গায় থেকে শুধু হাত টাও আপনার দিকে বাড়িয়ে দেইনা।যেমন এখন আমি আপনার আদেশগুলি ঠিকমতো পালন না করে সময়গুলি নষ্ট করছি।আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই জড়মায়া তে থেকেও আপনার আদেশগুলি নিষ্ঠা সহকারে পালন করতে পারি এবং আপনাকে প্রচারে সাহায্য করতে পারি।
হে গুরুদেব,
আপনাকে হৃদয়ের গভীর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনার পাদপদ্মে আশ্রয় এর মাধ্যমে আগলে রাখার জন্যে।আমার পুরো পরিবারের জন্য আশীর্বাদ করবেন যেনো আমরা সবাই একত্রিতভাবে ভক্তিজীবনে টিকে থাকতে পারি।আমাদের আশীর্বাদ করুন গুরুদেব,কেননা আপনার বিশেষ আশীর্বাদ এর মাধ্যমেই কেবল মহাপ্রভু আমাদের গ্রহন করবেন।
আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।
শ্রীল প্রভুপাদ এর জয় হোক।
আপনার সুযোগ্য কন্যা হওয়ার অভিলাষী ও ঋণবদ্ধ,,
কান্তা হরিপ্রিয়া দেবী দাসী(দীক্ষিত)
নারায়ণগঞ্জ, বাংলাদেশ