নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
হে পতিত পাবন পরম আরাধ্য গুরুমহারাজ, আমার সশ্রদ্ধ দন্ডবৎ প্রণতি গ্রহন করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক। আপনার ৭৪ তম (ব্যাস পুজা) আবির্ভাব তিথীর জয় হোক।
হে প্রিয় গুরুমহারাজ
আপনার মহিমা কীর্তন করার ভাষা আমার জানা নেই। আপনি যে কত মহান সেটা আপনার প্রতিটা আচরণের মাদ্ধমেই বুঝা যায়। তার সব থেকে বড় প্রমান হচ্ছে যে , আমি এতটা অধঃপতিত হওয়া সত্ত্বেও আপনি আপনার করুনা প্রদর্শন করে আমাকে হরিনাম দীক্ষা প্রদান করেছেন।
আপনাকে শ্রদ্ধার্ঘ নিবেদনের কোন কিছুই আমার অবশিষ্ট নেই, ছিলনা। শুধু দুহাত ভরে চাই আপনার কৃপা বারির বিন্দু মাত্র কনা যাতে আমার সকল প্রাপ্তির অবশান ঘটে।
নিত্য কালের আরাধ্য গুরুমহারাজ -------
আজ সারা বিশ্বে হরিনামের প্লাবনে ভাসিয়ে দিয়েছেন আপনি। আপনার শ্রীচরন কমলে আত্মসমর্পন করে, শত সহস্র কোটি সঠিক গন্তব্য হারানো জীবের মাঝিহীন নৌকার কূল খুজে পাওয়ার মত । আপনার দিব্য দর্শনে সকলের তাপিত হ্রদয় শীতল হয়েছে।
বিশ্বময় কৃষ্ণভক্তির এই যে বিশাল আয়োজন, তাতে আপনার অবদানের কোনো তুলনা হয়না । আপনি শ্রীল প্রভুপাদের দেওয়া আদেশ প্রতিটা পদে পদে পালন করে যাচ্ছেন।
হে প্রাণ প্রিয় গুরু মহারাজ
অনেক দিন আগে থেকেই আমি মনে মনে ভাবছিলাম যে , যদি আমি আপনার রাতুল চরণ একবার স্পর্শ করে প্রণাম করতে পারতাম। এই রকম কয়েক দিন চিন্তা করার পর একদিন রাতে আমি ঘুমিয়ে ছিলাম, স্বপ্নে দেখলাম আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি আপনাকে দণ্ডবৎ প্রণাম করার সাথে সাথে এমন মনে হলে যে আমার সকল পাপ বিদূরিত হয়ে গেছে এবং আমি এক চিন্ময় আনন্দ অনুভব করলাম।
গুরুমহারাজ আমি জানিনা আমার এই স্বপ্নটা কবে পূর্ণ হবে? কবে হবে সে দিন আমার?
গুরুমহারাজ আমি আপনার কৃপায় চেষ্টা করছি নামহট্ট প্রোগ্রাম চালানোর জন্য। তবে আমার একটা ইচ্ছা গুরুমহারাজ যদি আপনি অন্তত একবার আমার মাথায় আপনার হাত রেখে আশীর্বাদ করেন তাহলে আমি আপনার অহৈতকী কৃপায় আরো ভালো করে প্রচার করতে পারবো।
গুরুমহারাজ আপনি দৈন্যতার মূর্তপ্রকাশ
গুরুমহারাজ আপনার জীবনী থেকে প্রতিটা পদে পদে আমরা শিক্ষা পাই যে, কিভাবে একজন শিষ্য তার গুরুদেবের প্রতি আত্মসমর্পণ করা উচিৎ।
আপনার গুণ মহিমা বলে শেষ করা যাবেনা, তবুও পরিশেষে বলতে হয় ,
তুমি যদি আজ প্রকাশ না হতে অন্ধ তিমির হানি।
দৃপ্ত কণ্ঠে কে শোনাত তবে শ্রীভগবানের বাণী।
সে অধিকার শুধু তোমারই সাজে, দন্ড তোমার হাতে।
কৃপা করি এই অধম জনেরে নিয়ে চল তব সাথে।
দুর্লভতম মানব জীবন তথাপি ভরসাহীন ।
তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন ।।
মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি ।
ত্রাণ কর এই অধম জনেরে , কৃপা বিনা নাহি গতি ।
আপনার নগণ্য দাসানুদাস
শ্যামসেবক সঞ্জয় দাস
কৄষ্ণকথা দেশ (কাতার)