সমস্ত গৌরব শ্রীল প্রভুপাদের!
সমস্ত গৌরব আপনার!
হে আমার প্ৰিয় আধ্যাত্মিক পিতা,
আপনার শ্রীচরনে আমার শতকোটি প্রণাম। আমি আপনার সবথেকে অযোগ্য শিষ্য, যার হৃদয় সর্বদা কাম, ক্রোধ আর মোহে মত্ত থাকে। যার ব্যাবহার বারংবার বৈষ্ণবদের হৃদয়ে আঘাত দেয়। যার হৃদয়, চেতনা আর কার্য অপরাধে পূর্ণ। কিন্তু গুরুদেব আপনি তো নিতাই কৃপা প্রদান করেন, তাইতো আমার মতো পাষন্ডকে আপনি নিজের আশ্রিত শিষ্য হিসেবে গ্রহন করেছেন। গুরুমহারাজ আপনি তো জানেন যে, আমার চেতনা সবথেকে নিকৃষ্ট, কিন্তু আমি আমার চেতনায় আপনার প্রতি, প্রভুপাদের প্রতি আর গিরিরাজের প্রতি ভালোবাসা জাগ্রত করতে চাই। সকল মিথ্যা কাম, মোহ থেকে বের হয়ে আমি শুদ্ধভক্ত হতে চাই। কিন্তু আমি একা লক্ষ জনম সাধনা করেও শুদ্ধতার বিন্ধুমাত্র লেশ আমার মধ্যে সঞ্চার করতে পারবো না। তাই আপনি যদি আমাকে গ্রহন না করেন তাহলে জন্ম জন্ম ধরে আমাকে মায়ার দাসত্ব করতে হবে আর মায়ার প্রভাবে অনেক কষ্ট ভোগ করে যেতে হবে।
আমি এই জগতের প্রতি বিতৃষ্ণ হয়ে গেছি গুরুদেব। বারংবার মোহ আর কামের প্রভাব আমাকে প্রচন্ড কষ্ট আর আঘাত দিচ্ছে, যা অসহনীয় মনে হচ্ছে। গুরুমহারাজ আপনি তো কতো অধঃপতিত আত্মাকে নিজের করে নিয়েছেন, আমার মতো পাষন্ডের দিকে কি আপনার কৃপা দৃষ্টি পরবে না? আমি জানি গুরুদেব আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারবেন না। গুরুদেব, কৃপা করে আমাকে আপনার চরণের এক টুকরো ধুলো হিসেবে গ্রহন করে এই যন্ত্রনাময় জগত থেকে মুক্তি দিন। আমি যাতে আপনার একজন যোগ্য শিষ্যরূপে প্রভুপাদের এই প্রচারকে হাজার হাজার মানুষের হৃদয়ে স্থান দিতে পারি, আমার প্রতিটি কার্য যাতে কেবলমাত্র আপনার এবং প্রভুপাদের সন্তুষ্টি বিধান করতে পারে। আমি জানি আপনার আশীর্বাদ হলে আমি আপনার এবং প্রভুপাদের যশ পৃথিবীর প্রতি কোনায় ছড়িয়ে দিতে সক্ষম হব।
আপনার চরণে নিবেদন করার মতো কোন অলংকার আমার কাছে নেই গুরুদেব, যা দিয়ে আমি আপনার শ্রীচরণ সজ্জিত করতে পারি… কিন্তু আমি দুটো লাইন আপনার চরণে নিবেদন করার ধৃষ্টতা করেছি গুরুদেব। আমার সকল অপরাধ এবং ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমার এই ক্ষুদ্র নিবেদন আপনি গ্রহন করুন গুরুমহারাজ,
অযোগ্যতায় পূর্ণ মোরে দিলে তুমি ছোঁয়া
অধম হলেও ভালোবাসো হয়েছে মোর জানা ।।
আর কি কখনো এই পতিতে দিবে তুমি সেবা?
দুচোখ জুড়ে আবার কবে পাবো তোমার দেখা?
স্পর্শ তোমার হবে কি জীবনে, কখনো কি আর?
তমগুনে পূর্ণ মোর মনের মাঝার
তবুও কৃপায় পূর্ণ করেছো কৃপার আঁধার ।।
অনর্থে মন ছেয়ে গেছে পদাঘাত দাও..
বাসনা যত ছিলো মনে হয়েছে তা পূর্ণ
কখনো ভাবিনি স্বপ্ন পূরিবে হলাম আমি ধন্য ।।
নিয়ে চলো সাথে তোমার এই ভিক্ষা চাই..
আপনার অযোগ্য আশ্রিত শিষ্য,
অরূপ সাহা