Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Mukunda-priya Sudāma dāsa (Bardhaman, West Bengal - India)

(তুমি মোর গুরুদেব) তুমি মোর গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী, আসিয়া ধন্য করিলা তুমি এই অবনী || জয় পতাকা নাম ধরি তব গৌরে আগমন, গৌরাঙ্গের প্রিয়জন তুমি গৌড় ধনজন ।। গৌর অঙ্গকান্তি তোমার নিত্যানন্দ ভাব, বৈষ্ণব গুনে বিভুষিত তুমি শান্ত কোমল স্বভাব।। কলির বদ্ধ জীব সব কাম ক্রোধ মোহে মত্ত, প্রেমের বন্যা আনিয়া তুমি করিলা তাদের সিক্ত।।মায়ার জগতে কৃষ্ণ প্রেম করিলা তুমি প্রচার, জীব উদ্ধারীতে এমন দয়াল কেহ নাহি হবে আর।।গুরুদেব তুমি মোর আধ্যাত্মিক পিতা, জনমে জনমে গাহি যেন মুই তব গুণগাঁথা।। কত শত জীব উদ্ধারিল তব পদাশ্রয় পেয়ে, মুকুন্দ প্রিয় পড়িয়া রহিল সংসার সুখ চেয়ে।।

মুকুন্দ প্রিয় সুদামা দাস