Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Basanti Banerjee (Kolkata - India)

হরে কৃষ্ণ,

আমার পরম আরাধ্য পতিতপাবন শ্রীল গুরুমহারাজ,

আপনার শ্রী চরণে আমার অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন ।

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তে ।

পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন ।

নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে। গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

একজন প্রবীণ ভক্ত, শ্রীপদ শ্রীনাথ প্রভুর দ্বারা আপনার পরিচিতিতে, তিনি উল্লেখ করেছেন যে শ্রীল প্রভুপাদ একটি অভূতপূর্ব বিবৃতি দিয়েছিলেন যা তিনি এখনও মনে রেখেছেন কারণ তিনি সেখানে দাঁড়িয়ে থাকার সময় এটির একজন সাক্ষী হয়েছিলেন। এবং শ্রীল প্রভুপাদ বলেছিলেন যে আপনি, একজন যুবক হিসাবে সেই সময়ে আপনাকে জয়পতাকা প্রভু বলা হত, ভগবান শ্রী চৈতন্যে মহাপ্রভুর চিরন্তন সহযোগী! আপনি সর্বদা ভারতে থাকবেন, আপনি ভারতে প্রচার করবেন, আপনার হাজার হাজার শিষ্য থাকবে যারা ভারতীয় হবেন। তারা বাংলার হবে, আপনি বাংলা ভাষায় প্রচার করবেন।

আপনার অপার কৃপায় বাক্‌শক্তিহীন ব্যক্তি কথা বলেন, বিকলপদ ব্যক্তি গিরি পর্বত অতিক্রম করেন, সেই অপার করুণাময়, প্রেমময় এবং অধমতারণ শ্রীল আচার্যপদায় গুরুদেবের শ্রী পাদপদ্মে আমার প্রণতি ।

আজ আপনার দিব্য আবির্ভাবের ৭৫ বছর পরে সেই ভবিষ্যতবাণী সম্পূর্ন সত্য হিসেবে প্রতিষ্ঠিত। গুরুমহরাজ, আমি আপনার চরণে আশ্রিত অধম একজন সেবিকা । আমি বর্তমানে পশ্চিমবঙ্গের, হুগলি জেলার, সিঙ্গুরের ডি. ডি. ভারতী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, কিন্তু আপনি আমার চিরন্তন শিক্ষক, পথপ্রদর্ষক এবং পরম আশ্রয়। আপনার প্রিয় শিষ্য, শ্রীপদ পালক পার্থসারথি প্রভুর তত্ত্বাবধানে ইস্কন কলকাতা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ভক্তি বৃক্ষ সঙ্গে যুক্ত। ২০২৩ এ আপনার নিকট চরণ আশ্রয় পেয়েছি । এবং বর্তমানে আপনার নিকট হরিনাম দীক্ষা প্রার্থী ।

হে গুরুদেব, আপনার শুভ আবির্ভাবের এই ৭৫তম ব্যাস পূজা মহোৎসবে আপনার নিকট আমার প্রার্থনা, অনুগ্রহ করে আপনার খারাপ স্বাস্থের লীলা প্রদর্শন করবেন না। আমরা আধ্যাতিক উত্তনত না হওয়ার কারণে ভীত হই।

শ্রীল আচার্যপাদ গুরুমহারাজের জয় হোক।

শ্রীল প্রভুপাদের জয় হোক ।

আপনার শ্রীচরণের আশ্রিতা সেবিকা,

বাসন্তী ব্যানার্জী