শ্রীগুরু শ্রদ্ধাঞ্জলি 2024
জয় পতিত পাবন জয়পতাকা স্বামী গুরু মহারাজ
হে গুরুদেব আমার জীবন ঊষর মরুভূমির মত শুষ্ক ছিল, মায়াবাদী ও নিরাকারবাদী ছিলাম; অর্থকেই জীবনের এবং সুখের কারণ বলে মনে করতাম। আপনার কৃপায় সেই মরুভূমি ভক্তির দ্বারা সিঞ্চিত হয়েছে।
আপনার শুভ আবির্ভাব দিবসে ভক্তির অর্ঘ্য জ্ঞাপন করছি আপনার পিতামাতা ও প্রভপাদের চরণে তাঁদের দ্বারাই আমরা মহাপ্রভুর এই পারিষদকে প্রাপ্ত হয়েছি।
গুরু মহারাজের কৃপা বহুভাবে বিতর্কিত হয়, যেমন মহাপ্রভু করেছেন, হরি বলে বাহু তুলে প্রেমদৃষ্টে চায় করিয়া কল্মষ নাশ প্রেমেতে ভাসায়। তাঁর দৃষ্টি, স্পর্শ, অঙ্গের বাতাস, চরণধূলি, আলেখ্য, সবই প্রেম ও ভক্তির সঞ্চার করে। তাঁর একবার দর্শনে আমার পরিবর্তন হয়েছিল।
আবির্ভাব দিবসে প্রতিদিনের মতোই অতিরিক্ত 2 মালা জপ 4 বার তুলসী পরিক্রমা তুলসী দান ও প্রার্থনা অব্যাহত রাখতে চাই।যাতে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু হয় এই কামনা ।
বড় লোভ হয় যদি এই অযোগ্য সন্তানকে তিনি তার নিত্য সেবকরুপে অধিকার দেন তাহলেই আমি ধণ্য হবে।
মহেশপুর গোবর্ধন নামহট্ট্র। আপনার দাসানুদাস
ক্ষীরপাই পশ্চিম মেদিনীপুর। শ্যামানন্দ সুজাতা দাস
721232। তাং 28/02/2024