কত মহান তুমি চিন্ময় লোক থেকে আসলে এই জগতে,
আমাদের উদ্ধার করে ফিরাতে নিজের ঘরেতে, ।।
ভুলে গেছি নিজের পিতা কে? মেতেছে এই সংসারে,
তুমি দিলে দিব্য জ্ঞান, মনে করালে আমি কে ।।
গুরুর প্রতি করেছিলে তুমি নিজেকে পুরো সমর্পণ,
আরামের পরিবেশ ছেড়ে দিয়ে গ্রহণ করেছিলে এক সাধারণ জীবন ।।
একুশ বছরে নিয়েছিলে তুমি আমাদের উদ্ধারের ভার,
শিষ্য বানিয়েছ তাই গুরু আদেশে পঞ্চাশ হাজার ।।
নিত্যানন্দ ভবিষ্যৎবাণী অদ্ভুত মন্দির নিজের হাতে গড়ে তুলে সত্য করেছ যে তুমি,
মায়াপুর চন্দ্রোদয় আজ সারা বিশ্বের শিরোমণি ।।
নিতাইয়ের কৃপা তুমি অকাতরে দিয়ে যাও সব জায়গায়,
জয়ের পতাকা হয়ে প্রচার কর নগর, গ্রাম বাংলায় ।।
গুরুর প্রতি ভালোবাসা তোমার জীবন ধন প্রান,
প্রভুপাদকে রোজ একটি গোলাপ দিয়ে তাই জানাও তুমি সম্মান ।।
কোন পরিস্থিতি যে তোমাকে একটুও থামাতে পারেনা,
তোমার মত দয়ালু যে আমি এই জগতে আর কোথাও খুঁজে পাই না ।।
মুখেতে তোমার সব সময় যে গৌর নাম, গৌরাঙ্গের পার্ষদ তুমি, মো-সম পাপীদের উদ্ধার করিয়া তাই নিয়ে চলো গৌরাধাম ।।
অহংকারী, পতিত, দুঃখী যে মুই, পারি না যে কোন কিছু,
অধম আমারে গ্রহণ করিয়া তব চরণে দাও শুধু ঠাঁই টুকু ।।