Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Satyarāja Śyāma dāsa (Hooghly - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমো আচার্য্য পাদায় নিতাইকৃৃৃপা প্রদায়িনে।

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে ।।

জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ ।

জয় পতিতপাবন গুরুমহারাজ ।

গুরুমহারাজ, কৃপাপূর্বক আপনার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম স্বীকার করুন।

আপনার ৭৫ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপুজা মহোৎসব জয়যুক্ত হোক।

ভক্তবৎসল ভগবান শ্রীনৃসিংহদেব ও ভগবান ধন্বন্তরী র কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করছি।

হে গুরুমহারাজ আপনার গুণমহিমা কীর্তন করার মতো কোনো যোগ্যতা এই অধমের নাই। তবুও আপনার ও সকল বৈষ্ণববৃন্দের আশীর্বাদ প্রার্থনা করে ব্যাসপুজার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।

হে পরম আরাধ্য গুরুমহারাজ,
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই। আমার মত অধম, অযোগ্য জনকে আপনার শ্রীচরণে দেওয়ার জন্য, দাসরূপে স্বীকার করার জন্য।
আপনি গৌর ধন জন, পরম করুণাময় নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি। প্রতি মূহুর্তে বদ্ধ জীবের উদ্ধারের উদ্দেশ্যে কৃপা বিতরণে রত আছেন।
" জয় জয় গুরুদেব তব করুণা অপার "
জীবনের সকল পরিস্থিতিতে কিভাবে কৃষ্ণভাবনাময় থাকতে হয়, সেই শিক্ষা আপনি নিজে আচরণ করে আমাদের প্রদর্শন করছেন। তাই তো আপনি 'আচার্য্যপাদ'।
শ্রীল প্রভুপাদের নির্দেশের প্রতি আপনার নিষ্ঠা আমাকে আশ্চর্য করে। জীবনের প্রতিকূল পরিস্থিতিতেও আপনি সদা সর্বদা ওনার নির্দেশ পালনে অনড়। মায়াপুর ধামের এত সুন্দর উন্নয়ন তারই ফলশ্রুতি।
জীবনের বিভিন্ন কঠিন পরিস্থিতি অতিক্রম করতে একমাত্র ভরসা আপনার শ্রীমুখের বাণী। আপনার প্রতিদিনের বাণীসমূহ থেকে বিভিন্ন সমস্যার সঠিক সমাধান খুঁজে পাই।

মায়ার কবলে পড়ে হাবুডুবু খাচ্ছি, গুরু কৃষ্ণ সেবা না করে সদাই মায়ার দাসত্ব করে চলেছি। ভক্তি জীবনে এগিয়ে যেতে পারছি না। আপনার চরণে, বৈষ্ণব চরণে অনেক অপরাধ করছি।
এমতাবস্থায় আপনার কৃপা ব্যাতীত উদ্ধার লাভের কোনো উপায় নেই। "তবে কৃপা বিনা আমি অসহায়।"
কৃপা করে এই অধমকে সঠিক নির্দেশনা প্রদান করে ত্রাণ করে ভগবানের সেবায়, আপনার সেবায় যুক্ত রাখবেন।
কৃপা করবেন যেন শ্রীল প্রভুপাদের নির্দেশ পালনে আপনাকে সহায়তা করতে পারি। আপনার সন্তুষ্টি বিধান করতে পারি।

জীবনের সকল পরিস্থিতিতে কৃষ্ণভাবনায় স্হির থেকে সর্বদা আপনার সেবায় নিয়োজিত থাকতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করি।

জয় শ্রীল গুরুমহারাজ


ইতি - আপনার অধম সন্তান

সত্যরাজ শ্যাম দাস

আরামবাগ, হুগলী