Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Tonima Sarkar (Bangladesh - Bangladesh)

" যাহার প্রসাদে পুষ্ট হইল শীরনো ভক্তি লতিকা

জনমে জনমে মোর গুরুদেব রহে যেনো শ্রীল জয়পতাকা! "

হরে কৃষ্ণ, প্রনাম গুরুমহারাজ আপনার চরনে।শুভ আবির্ভাব দিবস গুরুমহারাজ । এই অধম মুখ দিয়ে আপনার মহিমা কীর্তন করার যোগ্যতা আমার নেই।কিন্তু আপনি কৃপাময়। আপনি আপনার এই অধম মেয়ে কে ভালোবাসেন এটা আমি বুজি।

আপনার সরাসরি দর্শন লাভ হয় নি। কিন্তু আপনি আমার হৃদয় এর কথা যে দূর থেকে বুজেছিলেন সেটা বুজেছিলাম যখন আপনি বাংলাদেশে ২০২৩ সালে এসেছিলেন।

আমার ভক্তিপথে নানা প্রতিকূলতা থাকায় দর্শন করতে যেতে পারি নি। রোজ রাতে আমি খুব কান্না করতাম আপনার আর প্রভুপাদের চিত্রপটের সামনে।

হাজারো ভক্তের কাছে শুনতাম যে তারা কাছ থেকে আপনার দর্শন এর কৃপালাভ এর কথা।মনে মনে খুব দুঃখ হয়েছিল তখন।

যখন আপনি এয়ারপোর্টে আসেন চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে। আপনার এক শিষ্য তন্ময় প্রভু ভিডিও কল দেন। আর তখন আমি আপনাকে দর্শন করি এবং আবেগ আপ্লুত হয়ে পরি।

তখন আপনি আমাকে একটা ভরসা বানী দিয়েছেন, "দুঃখ পেয়ো না। আমি আসি।কৃষ্ণে মতি রসতু!"

এর মাঝে আমি আপনার কৃপা লাভ করেছিলাম।আপনার এই একটা বানী আমাকে ভক্তিপথে আরও অনুপ্রাণিত করেছে।

এখনো মনে ইচ্ছে যে সরাসরি দর্শন এর কৃপা। আর বেশি বেশি গ্রন্থ প্রচার এর।আমাকে আশীর্বাদ করবেন এটাই যেনো আমার শেষ জন্ম হয়।এই জন্ম টা যেনো আপনার, শ্রীল প্রভুপাদের, সকল বৈষ্ণব এবং কৃষ্ণের সেবায় যেনো নিজেকে নিয়োজিত করতে পারি।

"যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুনা সার

করুনা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রান না রাখিব আর"

আমার যোগ্যতা নেই তবুও আপনি আপনার এই অধম মেয়ে কে করুনা করবেন।

আপনার চরনে প্রনাম পরম আরাধ্য গুরুদেব

ইতি

আপনার চরন আশ্রিত মেয়ে

তনিমা সরকার