হরে কৃষ্ণ। অনন্তকোটি প্রনাম গুরুদেব আপনার শ্রীচরণে। আমি আপনার অযোগ্য এক শিষ্যা যাকে শুধুমাত্র আপনি গ্রহণ করেছেন।
আজ আপনার আবির্ভাব তিথি। অনেকে আপনার মহিমা কীর্তন করবেন কিন্তু আমার আপনার মতো মহান কৃষ্ণের অত্যন্ত প্রিয় একজনের মহিমা তো দূর কিছুই বলার যোগ্যতা নেই আমার মতো নিকৃষ্টের । শুধুমাত্র এইটুকুই বলবো...
আমাদের মতো নিকৃষ্টদের উদ্ধারের জন্য এত অসুস্থ আপনি তবুও সকল প্রচারে আপনি সর্বদা সচেষ্ট। ক্লান্তি বা বিশ্রাম কি তা আপনি জানেনই না। সর্বদা কৃষ্ণচিন্তায় আর আমাদের উন্নতি চিন্তায় মগ্ন আপনি ।আর আপনার সন্তান হয়ে এতটাই নিকৃষ্ট যে কোনও সেবা করতে পারি না কৃষ্ণের বা আপনার বা শ্রীল প্রভুপাদকে খুশি করা তো দুর আপনাদের আমার উপর করা কৃপার মূল্য ধরে রাখতে আমি ব্যর্থ।
এমন নিকৃষ্ট কেউ আপনি নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আপনি যদি না হতেন তবে আমাদের কি হত ভাবতেই পারি না। আর আজকের তিথিতে আপনি আমাদের উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছিলেন। এই বিশেষ তিথিতে কৃষ্ণের কাছে একটাই প্রার্থনা, ,
আপনাকে সুস্থ হয়ে আগের মতো কীর্তন করতে দেখার আর আপনার সাথে কীর্তন করার অভিলাষ যেন কৃষ্ণ সত্য করেন।
মহান মহান আপনার এই শুভ আবির্ভাব তিথির জয় হোক।
আপনার পারমার্থিক এই অযোগ্য কন্যাকে কৃপা করবেন একটু করুনা করবেন আমার প্রতি যেন আমি আগে মানুষ হতে পারি আর আপনার সেবায় নিযুক্ত থাকতে পারি।
আমি গৃহস্থ জীবনে ১ বছর হচ্ছে পা দিয়েছি যেন স্বামীকে কৃষ্ণভাবনায় থাকতে সাহায্য করতে পারি। একজন কৃষ্ণভক্ত সন্তানের মা হতে পারি । আমি একজন মেডিকেল স্টুডেন্ট তাই কোনও সেবা চাইলেও করতে পারি না, আপনি আশীর্বাদ করবেন যেন আপনার চরন ছাড়া কখনও না হই ।যেন শ্রীল প্রভুপাদের প্রচারে সাহায্য করতে পারি। প্রনাম বাবা।