বছরের সবচেয়ে প্রিয় দিনটা হলো আমার কাছে 'কামদা একাদশী' তিথী কেননা এই তিথীতে আমার গুরুদেব, পিতার শুব আবির্ভাব তিথী।
হে গুরুদেব,
তুমি আমার একমাত্র আশ্রয়। তোমার কৃপা কণা থেকে আমাকে কখনও বঞ্চিত কর না। আমি অতি ক্ষুদ্র, ভক্তিশূন্য।
আমার কৃষ্ণসেবায় বিশেষ কোন যথার্থ যোগ্যতা না থাকলেও যার পিতা 'জয়পতাকা স্বামী' তার কন্যার কোন অপূর্ণতা থাকতেই পারে না।
নিতাই কৃপা স্বরূপ, মহাপ্রভুর নিজজন, সমগ্র জগতের পাপভার লঘু করে 'কৃষ্ণ প্রেম' দ্বারে দ্বারে পৌঁছে দিতে তুমি সর্বদা অগ্রপথিক।
কত না কষ্ট সহ্য করে, ব্যধির তীব্র প্রকোপকে তুচ্ছ জ্ঞান করে জগত জীবকে উদ্ধারের নিমিত্তে তোমার দীপ্ত পদক্ষেপ অবিরাম চলমান 'Never give up'.
হে গুরু মহারাজ,
আপনার পাদপদ্মে আমি এই মিনতি করি যেন আমি আপনার আদেশ যথার্থভাবে পালন করতে পারি এবং প্রভুপাদের প্রচার কার্যে নিজেকে সতত নিয়োজিত রাখতে পারি।
আমার পরম প্রিয়, হে পিতা এই ব্যাসপূজা মহোৎসবে আপনার কন্যার এই ক্ষুদ্র প্রয়াস আপনি কৃপাপূর্বক গ্রহণ করিবেন ।
নিবেদীকা
আপনার নিত্যসেবক
অর্চিতা রুক্মীণি দেবী দাসী
মায়াপুর, ভারত।