Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Āhlādinī Rāi devī dāsī (Asansol - India)

// নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামী ইতি নামিনে

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপাপ্রদায়িনে

গৌরকথা ধামদায় নগরগ্ৰামতারিনে //

হে গুরুদেব আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ বিনম্র প্রণতি নিবেদন করছি।

সমস্ত প্রশংসা ছিল প্রভুপাদের,

সমস্ত প্রশংসা পরমআরাধ্য গুরু মহারাজের,

হে হৃদয়ের রাজ গুরুদেব মহারাজ আপনার "৭৫ তম শুভ ব্যাসপূজা তিথি মহোৎসব" উপলক্ষে আপনার কৃপায় আপনার দিব্য অসীম গুণমহিমা বর্ণনা করার ক্ষুদ্রপ্রয়াস করছি, যদিও আমি আপনার এক অধম কন্যা আমার কোন যোগ্যতাই নেই গুন মহিমা লিখার।

গুরুদেব ও তার কন্যার সম্পর্ক অত্যন্ত সুগভীর। যেটা আমরা জড় চক্ষুর দ্বারা দেখতে পারবো না। হে পতিতপাবন গুরুদেব আপনার কৃপাতে এটুকু বুঝতে পেরেছি যে আপনিই এমন একজন যে সব সময় আমাকে আমার সাথে শ্রী শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব, নৃসিংহ দেবের যে দিব্য সম্পর্ক রয়েছে সেটা মনে করিয়ে দেয়। আর এর মাধ্যমেই আমি কৃষ্ণভাবনাময় ও গুরুচেতনাময় হয়ে থাকার সৌভাগ্য লাভ করি।

আপনি যে আমার মত পতিত, অধম, মায়াবদ্ধ, ক্ষুদ্র একটি জীবাত্মার প্রতি শুধুমাত্র আপনার অহৈতুকি করুণাবশত কত কৃপা করেছেন সেই কৃতজ্ঞতাবোধ! আমি অত্যন্ত অকৃতজ্ঞ, অধম। যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি আমাকে কত সুযোগ দেন, বারংবার ভুল শুধরানোর সুযোগ দেন, বারংবার নিজে স্বয়ং ব্যক্তিগত আশীর্বাদ দান করেন, আপনার দিব্য সেবা করার সুযোগ করে দেন, যে কৃপা আপনার অগণিত দৃঢ সুশিষ্যরাও অনেক সময় লাভ করতে পারি না তা আপনি আমাকে শুধুমাত্র ভালোবাসাবশত দান করেন, তবুও গুরুদেব আমি বারংবার ভুল করি। না জানি কি সুকৃতি আমি পূর্বজীবনে করেছিলাম যার ফলে আমি আপনাকে এই জন্মে গুরুরূপে আমার জীবনে পেয়েছি।

// " অজ্ঞাতসারে হারানো ধন পেয়েছি যখন আবার ফিরে

তব শ্রীচরণে দিতে চাই বলিদান হৃদয় উজার করে" //

// "চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ রূপে

হরিনাম বিলাইলে প্রতি নগর গ্রামে" //

// " তুমিই আমার কল্পবৃক্ষ, তুমিই আমার একমাত্র সম্বল"

"তব কৃপা বিনা নাহি অন্য বল" //

// " ওহে মোর গুরুদেব তব শ্রীচরণ

সেবি যেন আমি জনম জনম" //

আপনার অধম পারমার্থিক কন্যা,

আহ্লাদিনী রাই দেবী দাসী(দীক্ষা)

আসানসোল, পশ্চিম বর্ধমান।