Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Dron Das (Chittagong - Sri Sri Radha Madava Mandir - Bangladesh)

হরে কৃষ্ণ, , , গুরুমহারাজ

আপনার শ্রী চরণে সহস্র কোটি দন্ডবদ প্রণাম ।

আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন তাই আপনি আমার মত পতিত বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য এই জড় জগতে এসেছেন। এই ব্যাস পূজায় আপনার নিকট বিশেষ কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যাতে আমি কৃষ্ণভাবনার সমস্ত বাধা বিপত্তি দূর করতে পারি আর আপনার শ্রী চরণ কমলে আত্মসমর্পণ আরো দৃঢ় হয় এবং আদেশ নির্দেশ কঠোরভাবে পালন করতে পারি।

ইতি আপনার পুত্র

দ্রোন দাশ

ইসকন, নন্দনকানন

চট্টগ্রাম, বাংলাদেশ।