গুরুমহারাজ আপনার শ্রী চরণে আমার কোটি কোটি প্রনাম,
কৃপা পূর্বক এই অধমের নিবেদিত শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করুন,
ভুল ত্রুটি কৃপা পূর্বক ক্ষমা করবেন গুরু মহারাজ
জানি না মন কেন যে বলে,
এই চরণ সহিত মোর সম্বন্ধ অনন্ত কালের।
অতি পতিত এই হৃদয় বলে,
চরণ দুখানি ধারণ করি হৃদয়ের অন্তঃ স্থলে।
অতি কলুষিত এই হৃদয় কহে
আপরাধ মুক্ত নাম করিতে মন চাহে।
গুরুদেব মম হৃদয় কাঁদে,
কেন দিয়াছি পা মায়ার ফাঁদে।
কাম ক্রোধে পূর্ণ এই হৃদয় অপবিত্র,
শক্তি দেহ গুরুদেব তাহা করিতে পবিত্র।
জড় এই জীবনে হয়েছি দিশা হারা,
গুরুদেব দেহ মোর নামামৃতের ধারা।
হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ করি যেন চিৎকার,
হে গুরুদেব পাইবো কি এরূপ কৃপা অপার?
সর্ব কর্ম করি যেন তব প্রীতি বিধানে,
অন্যভিলাস নাহি থাকে যেন মনে।
জয়পতাকা নামে তব হয় জয়ধ্বনি,
দাসানুদাস ভাব মাগি তব চরণে আমি।
আপনার আধ্যাত্মিক কন্যা
আনন্দলীলা বিশাখা দেবী দাসী
আগরতলা, ত্রিপুরা