Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Vrajeśa Govinda dāsa (Philadelphia - United States of America)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে ।

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

পতীতপাবন শ্রীল গুরুমহারাজের জয় হোক

জগদগুরু শ্রীল প্রভুপাদের জয় হোক

হরে কৃষ্ণ, প্রিয় পরমারাধ্য শ্রীল হু রুদেব,

আপনার শ্রীপাদপদ্মে অনন্তকোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করছি

আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞত এবং অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এজন্য যে আমার মত দীনহীনকে আপনার শ্রীচরনে ঠাঁই দিয়েছেন । আপনি করুণার সাগর। আপনার করুণার কথা লিখে কখনও শেষ করা যাবে না । তবুও একমাত্র আপনার কৃপায়ই ভক্তরা আপনার শ্রীচরন বন্দনা করতে পারে এবং আপনার অহৈতুকী করুনার বর্ননা করতে সক্ষম হন । আমার লেখায় কোন ভুল ত্রুটি হলে আপনি কৃপাপুর্বক ক্ষমা করে দিবেন ।

হে পতিতপাবন গুরুদেব, আমার মত অধম-পতিতজন যখন পাপকর্মের দ্বারা অন্ধকুপে পতিত হয়, তখন একমাত্র আপনিই উদ্ধারকর্তা হয়ে আপনার পবিত্র হস্ত প্রসারিত করে এই পতিতকে উদ্ধার করেন। আপনাকে কোটি কোটি দণ্ডবৎ প্রণাম।

হে কৃপাময় গুরুদেব, কলিহত-পাপাহত জীবকে মুক্ত করে বৈকুন্ঠলোকে ফিরিয়ে নিয়ে যেতে আপনি বদ্ধপরিকর। আপনি কৃপাপূর্বক আমায় কৃষ্ণভক্তিলাভের সুযোগ ও সৌভাগ্য প্রদান করেছেন। আপনার শ্রীচরণকমলে শত সহস্রকোটি দণ্ডবৎ প্রণাম।

হে শাশ্বত পিতা শ্রীল গুরুদেব, আপনার চিন্ময় শ্রীচরণদর্শনে ভক্তহৃদয় সদা আনন্দে উল্লসিত হয়। আপনার শ্রীমুখনিঃসৃত “গৌরাঙ্গ-নিত্যানন্দ’ ধ্বনি যখন আকাশ বাতাস উল্লসিত করে তখন ভক্তহৃদয়ে গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু যেন স্বয়ং নৃত্য করতে থাকেন ।আপনার শ্রীচরণকমলে আবারও অনন্তকোটি দণ্ডবৎ প্রণাম রহিল।

হে প্রভুপাদের প্রিয় সন্তান, আপনি সবসময় আমাদের জ্ন্য আশীর্বাদ করে থাকেন, কল্যাণকামনা করে থাকেন। আপনার শ্রীপাদপদ্মে অনন্তকোটি দণ্ডবৎ প্রণাম। আমরা যেন আপনার বাণীবহন করে নিয়ে যেতে পারি এবং আপনার আজ্ঞায় শ্রীল প্রভুপাদের কৃষ্ণভাবনামৃত প্রচারকার্যকে সম্প্রসারিত করতে সক্ষম হই।

সবশেষে নিয়মিতভবে শ্রী শ্রী নৃসিংহদেব ভগবানের চরনে আপনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করি যাতে আপনি অধিক হরে আমার মত পতীত জীবদের উদ্ধার করতে পারেন ।

সমস্ত প্রশংসা শ্রীল গুরুমহারাজ এবং শ্রীল প্রভুপাদের

ইতি,

আপনার অধমতম সন্তান,

ব্রজেশ গোবিন্দ দাস (হরিনাম দীক্ষিত)

মুক্তিদাত্রী রাধিকা দেবী দাসী

আমার সন্তানগণ

বারসানা আচার্য্য

মিথিলা আচার্য্য

কৃষ্ণ আচার্য্য

লক্ষ্মীপতি আচার্য্য

আমার মাতা-পিতা

জ্যোৎস্না রানী আচার্য্য এ

পরলোকগত বারিন্দ্র আচার্য্য