{শ্রীল জয়পাতাকা স্বামী গুরুমহারাজ ব্যাসপূজা মহোত্সব ২০২৪}
গুরুদেব
এই শুভ দিনে প্রকটিলে ধরায়
জীবের নিস্তার হেতু ।
নাম সংকীর্তন গৌর প্রেম ধন
দিয়া যে বাধিলে সেতু ।।১
পতিত জনেরা আসিয়া সকলে
সে সেতু আশ্রয় করে ।
যেবা পাপিজন আপন কল্যাণ
না জানিয়া দূরে সরে ।।২
তাহারো দুর্গতি সহিতে না পেরে
নিজ গুণে কৃপা করি ।
জাহা-তাহা জাও অনুরোধ সবে
লইতে নাম শ্রী-হরি ।।৩
যদি-বা কেহ প্রচার তাথ্য
খুজিবে-কো ইতিহাসে ।
প্রভুপাদ নাম সবার অগ্রেতে
দেখিবে স্ব-প্রকাশে ।।৪
সেঁই ভাবে যদি সাধু-সব করে
সন্ন্যাসীর গণন ।
সর্বাগ্রে সবে জয়পতাকা নাম
করিবে-কো স্মরণ ।।৫
সন্ন্যাসীর গন সবে বিনয়ী হইয়া
সুহৃদ ভাবেতে বরিবে ।
তুমি তো মোদের শিরোমণি বলে
ঘোষনা সে করিবে ।।৬
নৈষ্টিক ব্রত পালনে দিবারে
উপমা যদি ধরাতে ।
জোতি ব্রহ্মচারী সন্ন্যাসী আর
গুরুভক্তি সিমা তোমাতে ।।৭
আচার্যের ইচ্ছা পুরণ আর
মহাপ্রভুর মহিমা ।
সাক্ষাত প্রমান তুমি এ সবার
তোমারই এ গরিমা ।।৮
না জানি কি পুণ্য ফলে হেন গুণ নিধি মিলে,
হতভাগ্য এ-পামর না করে যতনে ।
কিবা হবে গতি এবে সুবল কানাই দাস ভেবে,
বিষন্য মানসে ইহা বলে।।৯
যদি কৃপা কইলে মোরে স্বিকারিলে দাস বলে
রাখো মোরে পদ-ছায়া দিয়া ।
তুমি তো দয়ার মূর্তি পাপীর ইচ্ছা করো পূর্তি
প্রার্থনা করহু তা জানিয়া ।।১০
জয় গুদেব জয় গুদেব গুদেব জয় গুদেব
আপনার অধম সন্তান
সুবল কানাই দাস
শ্রীধাম মায়াপুর (TOVP)