প্রিয় গুরুমহারাজ
আজকের দীন পতিত পাবন গুরু মহারাজ হইলেন অধিষ্ঠান. .
আমরা সকলেই কৃতজ্ঞ, গুরু মহারাজের চরনে আমাদের কোটি কোটি প্রণাম।।
গুরু মহারাজ আপনি কতো বেশি বৈরাগ্য পরায়ন. .
পুরীতে নরম বিছানা ছেড়ে কম্বল বিছিয়ে করলেন শয়ন ।।
বাংলা দেশে প্রথম দিকে গেলেন গুরুদেব প্রচারে
সেইখানে এক বাচ্চা কে হরে কৃষ্ণ বলতে বলেন |।
বাচ্চা টি বলে হরে কৃষ্ণ বলব না তখনি তার ভাই বলে দাড়া!!
চাচা চাচি কে বলছি তুই হিন্দু ঠাকুরের নাম করলি.
এইভাবে তার সমস্ত পরিবার হরি নাম করেন ।।
দয়ার মূর্তি গুরু মহারাজের চরনেই সমস্ত ধাম |
গুরু মহারাজ কে আমাদের অসংখ্য কোটি প্রণাম ||
যখন আপনি ছিলেন আইসিইউতে নাহি কহতে পারছিলেন কোনো কথা |
সেই সময় পাতায় লিখে কহিলেন শিষ্যদের সকল কর্মচারীদের
বিতরণ করো, জপ মালা, গ্রন্থ দিয়ে দূরে কর সকলের ব্যাথা ||
বহু বার গুরুদেব করেছিলেন প্রভুপাদের গ্রন্থ অধ্যায়ন|
তবুও আপনি শেখানোর জন্য এখনো করেন আচরন||
ফুড ফর লাইফ প্রভুপাদের
ভাবনাকে করলেন অস্তিত্বপ্রদান ।
মায়াপুরে সবদিন গুরুদেব করেন অন্নদান ||
এমন গুরু মহারাজের চরন রজে পরিত্রাণ
গুরু মহারাজ কে আমাদের অসংখ্য প্রণাম ||
প্রভুপাদ গুরুদেব কে মায়াপুর অর্পন করলেন |
সেই মায়াপুর কে গুরু মহারাজ সুন্দর করে তুললেন ||
চৈতন্য চারিতামৃত আপনার হৃদয় সেই হৃদয়ের বাণী করেন প্রচার |
বড়ো বড়ো পতিত দের আপনি করলেন উদ্ধার ||
যোগ্যতা বিচারে আমরা পার নাহি পাই |
আসানসোল ইয়ুথ টিম আপনাই প্রণাম জানাই ||