(দীনপাবন সনাতন দাস, কাকরাজিত, দাঁতন, পশ্চিম মেদিনীপুর)
হে পতিত পাবন নিতাই কৃপা শ্রীমূর্তি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজ, সকাম কর্মপ্রসূত ফলের
অঙ্কুরিত বীজ পঞ্চভৌতিক রূপ লাভের পর নিত্য আবর্তিত জন্ম মৃত্যুর চক্রে স্থান প্রাপ্তদের জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির অত্যাচার থেকে পরিত্রাণ করে চিন্ময় জগতে উন্নীত করার দৃঢ় বাসনা নিয়ে আপনার পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ অভয় চরণারিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃষ্ণ ভাবনাময় আন্দোলনকে যেভাবে আপনি সারা বিশ্বমাঝে প্রসারিত করছেন তার প্রতিদান মানুষ কোনদিনই অর্পণ করতে পারবে না। আমার ন্যায় অতি নগণ্য, কৃমিতুল্য পাপীকে আপনি যেভাবে আপনার শ্রীচরণে আশ্রয় প্রদান করে জীবনের চলার পথ দর্শন করিয়েছেন তার ক্ষুদ্রতম প্রতিদান অর্পণ করার অভিলাষে আমি কোটি জন্ম আপনার দাসত্ব স্বীকার করার বাসনা করি। তাই মুক্ত কন্ঠে আমি ঘোষণা করছি ---
মানব দেহ পেয়েও আমি পেলাম পশুর আচার,
জড় বিদ্যার অহংকার লুঠলো সকল বিচার।
কাম, ক্রোধ আর লোভের জালে জীবন ছিল দীন
, যৌন কামে মত্ত হয়ে হলাম আমি হীন।
পরমদয়াল প্রভু দিলেন তোমার কৃপার মালা,
তোমার কৃপার পরশ পেয়ে ঘুচলো সকল জ্বালা।
তুমি আমার পরম পিতা সুখ দুঃখের সাথী,
তোমায় স্মরণ করে আমি হারাই সকল ভীতি।
গ্ৰামে গ্ৰামে প্রচার করি তোমার আদেশ মেনে,
তোমার কৃপা বলে আমি বিলাই কৃষ্ণ ধনে।
দিব্য জ্ঞানের লেশ মাত্র গুরু কৃপা মানি,
গুরু কৃপা বিনা আমি শূন্য জ্ঞানের খনি।
পুণ্য দিনের শুভক্ষণে এইটুকু মোর আশ,
যুগে যুগে আমি যেন হইগো তোমার দাস ।।
(দীনপাবন সনাতন দাস, কাকরাজিত, দাঁতন, পশ্চিম মেদিনীপুর ।)