নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামদায় নগরগ্রাম তারিনে।
পরম আরাধ্য গুরুদেব,
আমি যে প্রতিশ্রুতি দিয়ে আপনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, তা পালন করতে পারিনি। আমাকে ক্ষমা করে দেবেন। আপনার শ্রীচরণে স্থান দেবেন যেন জন্ম জন্মান্তরে আপনার আদেশ পালন করতে পারি। গুরু মহারাজ, দীনবন্ধু গৌরাঙ্গ প্রভুর কৃপায় আমি ও আমার মা ভক্তবৃন্দের চরণ রেণু লাভ করার সুযোগ পাই। ১৯৯৬ সাল ঢাকা ওয়ারী মন্দিরে আপনার কৃপা পাই। বর্তমানে নারায়ণগঞ্জে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে সেবা দাসী হিসেবে স্থান পেয়েছি। সংসার জীবনে আপনার আশীর্বাদে গোবিন্দ একটি ছেলে সন্তান দিয়েছেন, তার নাম নরোত্তম দাস। আপনি নরোত্তম দাসের মুখে প্রসাদ দিয়েছিলেন। নরোত্তমের বয়স ১৮ বৎসর। তার ভক্তিপথে প্রগতি ধীর গতির। আমি চাই নরোত্তম দাস আপনার ও ভক্তবৃন্দের চরণে যেন সেবা করতে পারে। গুরু মহারাজ, আপনি আমার নাম দিয়েছিলেন অশোকা রাধা দেবী দাসী। আপনি বলেছিলেন আমার কোন শোক থাকবে না। হরে কৃষ্ণ, রাধা মাধবের কাছে, আপনার সু-স্বাস্থ্য কামনা করি।
আপনার পারমার্থিক কন্যা,
অশোকা রাধা দেবী দাসী (দীক্ষা)
নারায়নগঞ্জ, বাংলাদেশ