নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামদায় নগরগ্রাম তারিনে।
পরম আরাধ্য গুরুদেব,
আপনার মাধ্যমে আমি প্রভুপাদকে চিনেছি, আর হরেকৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করেছি। গুরু মহারাজ, আমি এক সময় কিছুই জানতাম না। নারায়ণগঞ্জের লক্ষ্মী নারায়ণ মন্দিরে দীনবন্ধু গৌরাঙ্গ প্রভুর দীক্ষা অনুষ্ঠানের সময় আপনার দর্শন পেয়েছিলাম। সেইদিন থেকে ইসকন সম্পর্কে জানতে শুরু করি। দীনবন্ধু প্রভুর মাধ্যমে ১৯৯৬ সালে ওয়ারী মন্দিরে আপনার কৃপা লাভ করি। আপনাকে দেওয়া প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করতে পারি না। আমাকে কৃপা করে ক্ষমা করে দিবেন। গুরু মহারাজ আপনি আমার নাম দিয়েছিলেন শচীদুলাল চরণ দাস। সংসার জীবনে আপনার আশীর্বাদে কৃষ্ণের কৃপায় এক ছেলে নরোত্তম দাসের মুখে প্রসাদ দিয়েছিলেন। গুরু মহারাজ আমার সহধর্মিনী অশোকা রাধা দেবী দাসী রাধা মাধব ও বৈষ্ণবদের সেবা নিয়ে ব্যস্ত থাকে। আর সবসময় চিন্তা করে ছেলে নরোত্তম দাস কবে সাধু, গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় গ্রহণ করবে। গুরু মহারাজ আমাদের পারমার্থিক উন্নতি সাধনে আপনার উপদেশ আদেশ হিসাবে গ্রহণ করবো। পরিশেষে নৃসিংহদেবের নিকট আপনার সুস্বাস্থ্য কামনা করি।
আপনার সেবক,
শচীদুলাল চরণ দাস (দীক্ষা)
নারায়নগঞ্জ, বাংলাদেশ