নিবেদন করি হে গুরু মহারাজ আমার নিবেদন রাখ,
অভাগার নামটি তোমার চরণেতে রাখ।
দিবা নিশি পাপের সঙ্গ করে হয়েছি নিকৃষ্ট,
আমার মত অভাজনেরে করেছ দয়া হে নিতাই
কলিজীবে উদ্ধারিতে গুরু নাম নিলে,
আপন করুণায় সর্বজীবে উদ্ধারিলে।
নরতনু করে গ্রহণ জীবে করলে দয়া,
গুরু হয়ে নাম বিলাইলে ঘরে ঘরে গিয়া।
পাপিজন রে জড়াইলে বুকে মুর্খেরে দিলে জ্ঞান,
আপন হাতে করলে সকল জীবের পরিত্রাণ।
তোমার শ্রীচরণ পেয়ে আমার ধন্য হল জীবন,
রত্নময়ের রইল এই মিনতি করে রেখ মোরে আপন।
- রত্নময় চৈতন্য দাস,
- বাইখোড়া, জগন্নাথ বাড়ী, ত্রিপুরা