নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।
হরে কৃষ্ণ গুরু মহারাজ, পতিত পাবন শ্রীল গুরু মহারাজ কৃপা পূর্বক আমার বিনম্র দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন। মহারাজ আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা করছি, কারণ আপনি আমাকে অনেক কৃপা আশীর্বাদ করেছেন তবুও আমি সেই আশীর্বাদের মর্যাদা করিনি। আমি অনেক অবহেলা করেছি ভক্তি জীবনে। কিন্তু আমি এখন আর অবহেলা করতে চাই না। তাই আমি আমার আত্মাত্তিক জীবনের অগ্রগতি এবং কিছু হলেও আপনার প্রীতি সাধনের জন্য, 16 মালা ভালো করে জপ, গ্রন্থ অধ্যায়ন, ভগবত কথা শ্রবণ করার চেষ্টা করছি। আমি আপনার কৃপাই ভক্তিশাস্ত্রী করেছি, কৃপা করবেন যেনো ভক্তিবৈভব করতে পারি। জানিনা আমি প্রচারে আপনাকে কতটা সাহায্য করতে পারছি, কিন্তু আমি মনি গোপাল প্রভুর কাছে শুনেছি যদি আমি ভালো করে সাধনা করি তাহলেও প্রচারে সাহায্য করা হবে। গুরুমহারাজ আমি জানিনা কিভাবে শ্রদ্ধাঞ্জলি লিখতে হয়, ভুল ত্রুটি মার্জনা করবেন। ব্যাস পূজার জন্য আমার এই ছোট্ট নিবেদনটি গ্রহণ করুন ---
সকল জীবের কর্ম করতে গ্রহণ এই ধরাধামে আপনার আগমন । আপনার আগমনের হেতু কেউ বুঝতে পারে না মিলওয়াকি থেকে মায়াপুর আসার পরিকল্পনা।। গুরু আজ্ঞা সদা সর্বদা করে শিরোধার্য করে চলেছেন অদ্ভুত মন্দির নির্মাণ কার্য। প্রভুপাদের শিষ্য, যিনি ভক্তি সিদ্ধান্তের কৃপাধন্য অক্লান্ত প্রচারে আচার্য্যদের মনোবাঞ্ছা করছেন পূর্ণ।
আপনার পারমার্থিক অধম পুত্র পৃথু মহারাজ দাস (দীক্ষা) মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত