Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Tanmaya Kṛṣṇa dāsa (Jaipur - India)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ

নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে॥
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়ীনে।
গৌর কথা ধামদায় নগর-গ্রাম তারিনে ॥

হে পরমারাধ্য গুরুদেব,

আজ আপনার এই শুভ ব‌্যাসপূজা দিবসে আপনাকে ও শ্রীল প্রভুপাদকে জানাই আমার সহস্রকোটি দন্ডবৎ প্রনাম। আপ‌নি এই ব্রহ্মান্ডের সব‌চে‌য়ে শ‌ক্তিশালী ব্যক্তিত্বের একজন। আপনার চিন্ময় কার্য বিজ্ঞজন উপলব্ধি তো দূর, ধারনা লাভ কর‌তেই অক্ষম। তারপরও আমার ম‌তো অজ্ঞ, শুধুমাত্র আপনার অহৈতুকী কৃপাব‌লে গঙ্গাজ‌লে গঙ্গাপূজার ন‌্যায় আপনার ম‌হিমা বলার ক্ষুদ্র প্রয়াস করছি মাত্র।

হে শ্রীলপ্রভুপাদের প্রিয় শিষ্য - গৌরধনজন শ্রীল গুরু মহারাজ, শ্রী‌নিত‌্যানন্দ প্রভুর ম‌নো‌ভিলাষ - “অদ্ভুত ম‌ন্দির এক হই‌বে প্রকাশ” যে মহান দ্বা‌য়িত্ব আপনার পরমআরাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদ আপনাকে অ‌র্পিত ক‌রে‌ছেন, সেই কা‌র্যের বিজয় পতাকা ই‌তিম‌ধ্যেই উ‌ত্তোলন ক‌রে‌ আমাদের ম‌তো প‌তিত জী‌বদের চর্মচ‌ক্ষের দর্শন দ্বারা কৃপা ক‌রি‌য়েছেন।

এহ কা‌র্যের জন‌্যই আপনি শ্রীল প্রভুপা‌দের জয়পতাকা… 

হে গৌরপার্ষদ শ্রীল গুরুমহারাজ,

আপ‌নার ম‌তো শাস্ত্রজ্ঞ পন্ডিত, যখন শুক‌দেব গোস্বামী যেভা‌বে বিরামহীন ভা‌বে প‌রীক্ষিৎ মহারাজ‌কে ভাগবত শ্রবন ক‌রি‌য়ে‌ছেন। ঠিক সেই ভা‌বে আপ‌নি প্রত‌্যহ গৌরা‌ঙ্গের নিত‌্যলীলা বর্নন ক‌রে, মৃত্যু পথযাত্রীদের “নিত‌্য অমৃতময় রসসুধা” আস্বাদনের সা‌থে সা‌থে “গৌরাঙ্গ লীলা প্রকাশ ক‌রে‌ চ‌লেছেন, আমরা সেই গ্রন্থের প্রকা‌শের অ‌পেক্ষায়...

এহ কা‌র্যের জন‌্যই শ্রীল প্রভুপা‌দ আপনা‌কে “শ্রীগৌরা‌ঙ্গের নিত‌্যপার্ষদ” ব‌লে অব‌হিত ক‌রে‌ছেন

হে করুনাময় গুরুদেব,

অধম প‌তিত জীব উদ্ধা‌রে, সারা পৃ‌থিবী ভ্রমনের স‌হিত, শ্রী‌গৌরাঙ্গ লীলাস্থলী‌তে মহাপ্রভুর পাদুকা স্থাপ‌নে‌র মাধ‌্যমে যে ঐ‌তিহা‌সিক দ্বায় পূরণ ক‌রে চ‌লে‌ছেন, পরবর্তী প্রজন্ম আপনার এহ কা‌র্যের জন‌্যই শ্রী‌গৌরাঙ্গ নিত‌্য সেবাই যুক্ত হবার অপ‌রি‌মেয় করুনা লাভ কর‌বেন, তা‌তে কোন স‌ন্দেহ নেই।

হে নিতাইকৃপা প্রদায়িনে,

নদীতে ভেসে যাওয়া খড়-কুটো যেরূপ, সেই রূপ আপ‌নি আমার ম‌তো অ‌যোগ‌্য প‌তিত জীব‌কে আপ‌নি উদ্বার ক‌রে‌ছেন কি জন‌্য? কেননা আপ‌নি হ‌চ্ছেন “নিতাইকৃপা প্রদায়িনে” তাই আজ প্রমা‌নিত এই যে, এ‌তো শা‌রীরিক প্রতিকূলতা স‌ত্ত্বে, কোন বাধা আপনার গ‌তি রোধ কর‌তে পা‌রে নি ।

তাই আপনার শ্রীপাদপদ্মে আমার নিবেদন শুধু এই, জন্মে নয় জন্ম-জন্মান্তরে যেন আপানার সেবা দাস হয়ে, রাধামদন‌মোহনের শ্রীচরন যুগলের সেবা করতে পারি এবং আজীবন আপনার আদেশ নির্দেশ মোতাবেক কৃষ্ণভক্তি প্রচার করতে পারি। পরিশেষে আপনার শ্রীচরনে পুনরায় দন্ডবৎ প্রনতি নিবেদন করছি।

জয় শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ কি? জয়! জয় শ্রীল প্রভুপাদ কি? জয়!

আপনার দাসানুদাস,

তন্ময় কৃষ্ণ দাস (দীক্ষা)

জয়পুর, ভারত।