নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।
আমার পরামারাধ্য শ্রীল গুরুমহারাজ,
আপনার শ্রীরাতুল চরণে এই অধমের সহস্র কোটি ভূলন্ঠিত দন্ডবৎ প্রণতি নিবেদন করি৷ আজকের এই মহিমান্বিত দিবসে আপনার ব্যাসপূজার আবির্ভাব তিথি নিত্য জয়যুক্ত হোক।
পতিতপাবন গুরুমহারাজ,
আপনার অনন্ত গুণ-মহিমা বর্ণনা করার সাধ্য আমি নরাধমের নেই। আপনার সহস্র সুযোগ্য পুত্র-কন্যাদির মধ্যে আমিই কেবল অতি নগণ্য, মূর্খ একজন পুত্র, সাধন-ভজন কিছুই সম্পাদন করার যোগ্যতা আমার নেই তথাপি আপনি আমাকে শ্রীচরণে আশ্রয় প্রদান করে “পতিতপাবন” নামকে সার্থক করেছেন।
আমার হৃদয়ের রাজা গুরুমহারাজ,
আপনাকে কখনও সাক্ষাৎ দর্শন করিনি। কিন্তু আমি সর্বদা আপনাকে আমার হৃদয়াভ্যন্তরে অনুভব করি এবং এভাবেই সদা হৃদয়ে বিরাজমান থাকুন এই প্রার্থনা করি । আপনার উপদেশ-বাণী আমাকে পারমার্থিক অগ্রযাত্রায় নিরন্তর সঠিক মার্গ প্রদর্শন করাই। আমি সর্বদা আপনার শ্রীচরণকমলে কৃপাশির্বাদ প্রার্থনা করি যেনো নিষ্ঠা ও ঐকান্তিকতার সহিত শ্রীল প্রভুপাদ ও আপনার প্রচারকার্যে নিরন্তর সহয়তা করতে পারি।
আপনার নিত্যসেবক
বিজয় শীল (আশ্রয়)
কৃষ্ণকথা দেশ (কাতার)