নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।
হে পতিতপাবন গুরু মহারাজ,
আপনার ৭৫তম ব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক। জয় শ্রীল প্রভুপাদ! আপনার জয় হোক!
হে পরমারাধ্য গুরু মহারাজ, আপনার অগাধ গুণমহিমা, নিয়ত কায়, মন ও বাক্যের মাধ্যমে পাপকর্মে নিয়োজিত আমার মত এক অতি পাপিষ্ঠার প্রতি আপনার অপার কৃপা ব্যক্ত করার মতো ভাষা আমার জানা নেই! আপনাকে কোন্ শব্দ সমষ্টির মাধ্যমে যে ধন্যবাদ জানাবো তাও জানিনা। আজ আপনার ব্যাসপূজা তিথির শুভ দিনে আপনার সকল যোগ্য সন্তানেরা আপনার অগাধ গুণমহিমা বর্ণনা করবেন, তাই আমার মতো আপনার এক অতি ক্ষুদ্র নগন্য শিষ্যাও আপনার কৃপাতে আপনার মহিমা বর্ণনের মাধ্যমে নিজেকে শুদ্ধ করার প্রচেষ্টায় এই শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ক্ষুদ্র প্রয়াস করছি।
দেবদূত-সম গুরু মহারাজ,
ছোটোবেলা থেকে ভক্তিজীবনে আসার আগে পর্যন্ত, প্রকৃত আনন্দ কি তা কোনও দিন অনুভব করতে পারিনি, জীবন যুদ্ধে সংগ্রাম করে চলার মত উপস্থিত বুদ্ধি কম থাকায় জীবনের প্রতিটি পদক্ষেপেই আমি বারংবার অনেক বেশি সংগ্রামের সন্মুখীন হচ্ছিলাম। দুর্লভতম মানব জীবন লাভ করেও জড় ইন্দ্রিয় তৃপ্তির যত খারাপ পন্থা আছে তাতে মগ্ন ছিলাম ‘ইক্ষুদণ্ড ভেবে কাঠ চুষছিলাম এবং কোনও সুখ না পেয়ে হতাশায় ভুগছিলাম, আমার পাপ-পঙ্কিল জীবনের সবচেয়ে অন্ধকারতম সেই মূহুর্তে কৃষ্ণকে উপলব্ধির কোনও ঐকান্তিক প্রয়াস না থাকা সত্ত্বেও দেবদূতের মত আপনি আমার জীবনে এসেছিলেন আলোকবর্তিকা নিয়ে এবং আমার কোনও যোগ্যতা বিচার না করেই প্রথম থেকেই আমার প্রতি আপনার অহৈতুকী কৃপা বর্ষণ করে আমাকে আপনার দূর্লভতম সেবায় নিযুক্ত করেছেন। কারণ আপনি জানতেন আপনার সেবার সুযোগ না পেলে আমি কৃষ্ণভাবনামৃত সংঘের এই দূর্লভ প্ল্যাটফর্ম পেয়েও, পুনরায় সেই বিষয় বিষেই নিমজ্জিত হবো এবং নিজ-স্বভাবদোষে আবারও এই দূর্লভ জীবনের দূর্ব্যবহার করবো।
হে বাঞ্ছাকল্পতরু গুরুদেব,
কল্পতরু কোনও দিন দেখিনি কিন্তু সেটি সম্বন্ধে শুনেছি যে সেই বৃক্ষটি মনের সকল ইচ্ছে পূরণ করে। যখন কৃষ্ণকে ভুলে অজ্ঞানতাময় তমসাচ্ছন্ন জাগতিক জীবনে প্রতি মুহূর্তে সংগ্রাম করছিলাম তখন সদাই ভাবতাম স্বপ্ন সত্যি আবার হয় নাকি! সে শখ তো আমার মত সাধারণ বালিকার করতে নেই! কেই বা আছে এই ব্যস্ততম জগতে যে আমাকেও ভালোবাসবে, আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকেও পূরণ করবে! জন্মদাতা পিতার কাছে সে ভালোবাসা কোনোদিনই সেভাবে অনুভব করিনি, তাই শখ করতে, আব্দার করতে, বাসনা করতে কোনওদিন পারিনি। গ্রন্থে পড়েছি, মুখস্থও করেছি যে বৈষ্ণবগণ নাকি বাঞ্ছাকল্পতরু! কিন্তু উপলব্ধিই আসেনি কোনোদিন। আপনার কাছে যে কিছু বাসনা করবো, তাতেও ছিলো ভয়! অবহেলিত হওয়ার! সারা জীবনে তো এটিই দেখে এসেছি! কিন্তু হে গুরুদেব, আমি আজ দীপ্তকণ্ঠে বলছি যে, আপনি আমার কাছে সেই বাঞ্ছাকল্পতরু, যিনি আমার সকল মনোঅভিলাষ যা কৃষ্ণভাবনামৃতের অনুকূল ছিলো তা পূরণ করেছেন। বিগত বছরে অজস্রবার আমি তার প্রমাণ পেয়েছি।
হে বন্ধুবর গুরুদেব,
ভগবান এই জগতকে বলেছেন ‘দুঃখালয়ম’ অর্থাৎ এখানে প্রতি পদে পদে বিপদ থাকবে, দুঃখ এখানে পেতেই হবে সেটাই স্বাভাবিক। আপনি একটি প্রবচনে বলেছিলেন ‘পাণ্ডবেরা অকল্পনীয় প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলো, কিন্তু তাঁরা এতটাই দক্ষ ছিলো যে প্রতিটি পরিস্থিতিকেই তাঁরা কৃষ্ণের আরও নিকটে আসার সুযোগ হিসেবে গ্রহণ করেছিলো। একইভাবে আমাদের জীবনে যাই ঘটুক না কেন আমাদের প্রতিটি পরিস্থিতিকে গুরু-গৌরাঙ্গের আরও নিকটে আসার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে।” হে গুরুদেব আপনার শ্রীপাদপদ্মে আমার শুধুমাত্র এই ভিক্ষা যে, আমার কর্ম অনুসারে আমার জীবনে পরিস্থিতি যাই আসুক না কেন প্রতিটি মুহূর্ত আমি যেন আমার সর্বশ্রেষ্ঠ সুহৃদরূপে আপনার শ্রীমুখের বাণী ও নির্দেশনাকেই আমার জীবনের পাথেয় করে শ্রীকৃষ্ণ ও গুরু-গৌরাঙ্গের নিকটে আসতে পারি।
“শক্তি-বুদ্ধিহীন আমি অতি দীন কর মোরে আত্মসাথ।”
হে শ্রীল প্রভুপাদের জয়পতাকা,
শ্রীল প্রভুপাদ তব প্রাণধন
তুমি তার কৃপাবর্তিকা,
হে গুরুদেব শ্রীল প্রভুপাদের গুণমহিমা কীর্তনের সময় একবার আপনি বলেছিলেন, “প্রভুপাদ বলতেন ভক্ত যদি তার গুরুদেবের জন্য একটা প্রাসাদ গড়ে দিতেও চায়, কেউ থামাতে পারেনা। গুরুদেবের জন্য ভক্ত যে কত কী করতে পারে তার ইয়ত্তা নেই!” এই কথাটির সাক্ষাৎ প্রমাণ আপনি স্বয়ং শ্রীল গুরুদেব, দীর্ঘ প্রায় ৫০ বছরেরও অধিক সময় ধরে আপনি নিষ্ঠার সাথে প্রভুপাদের দেওয়া সকল নির্দেশাবলী পালন করে আসছেন। এই সুদীর্ঘ সময়ে আপনি কত শারীরিক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। সাম্প্রতিক কালে শচীনন্দন স্বামী মহারাজের প্রশ্নের উত্তরে আপনি বলেছেন, “শ্রীল প্রভুপাদের কৃপায় আমি কৃষ্ণভাবনামৃতে অনেক আনন্দে আছি! শারীরিকভাবে আমি কিছুটা অক্ষম। আমি হুইলচেয়ারে আবদ্ধ হয়ে আছি, সঠিকভাবে কথা বলতে পারি না, লিভার এবং কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, স্ট্রোকের দ্বারা আক্রান্ত হয়েছি! এখন আমি ত্বকের ক্যান্সারের জন্য কিছু থেরাপি নিচ্ছি, কিন্তু আমি অত্যন্ত আনন্দিত! এটিই আপনার কৃষ্ণভাবনাময় অনন্য স্থিতি। আপনার শরীর ক্লান্ত কিন্তু আপনি ক্লান্ত নন! চেন্নাইতে ২০১৯ সালে একটি প্রবচনে আপনি বলেন “ শ্রীল প্রভুপাদ এবং ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে সেবা করার আমার ইচ্ছে সর্বদাই বর্ধিত হচ্ছে” আপনার আরেকটি প্রবচনেও শুনেছি আপনি বলেছেন যে আপনি কৃষ্ণভাবনামৃতে, শ্রীল প্রভুপাদের আশ্রয়ে সেবা করতে পেরে কতটা দিব্যানন্দ অনুভব করেন, আপনি বলেছেন, প্রতিকূলতা রয়েছে কিন্তু কীভাবে প্রত্যেকটি প্রতিকূলতাকে আপনি কৃষ্ণ ও গুরুদেবের কাছে আরও বেশি করে শরণাগত হওয়ার সুযোগ হিসেবে নেন। বর্তমানে আপনি বলেছেন, বৈদিক তারামণ্ডল প্রর্দশনীর ব্যয়ভার বহনের জন্য আপনি প্রয়োজন হলে দ্বারে দ্বারে ভিক্ষা করবেন কিন্তু তবুও শ্রীল প্রভুপাদের ইচ্ছা পূরণ করতে আপনি দৃঢ় সংকল্পবদ্ধ। সত্যিই গুরুর সেবায় ঐকান্তিক শিষ্য যে কত কি করতে পারে তার সীমা নেই! শ্রীল প্রভুপাদ আপনার প্রতি সন্তুষ্ট আপনি তাঁর আন্দোলনের বিজয় পতাকা! হে গুরু মহারাজ আপনি আপনার শিষ্যদেরও চান যাতে তারা আপনাকে সহায়তা করে কৃষ্ণভাবনামৃত আন্দোলনের প্রসারে তাদের নিজ নিজ যোগ্যতা দিয়ে। আমি আপনার করুণা ভিক্ষা করছি গুরুদেব, যাতে আমাকে আপনি যে যে সেবা, যোগ্যতা না থাকা সত্ত্বেও অহৈতুকী কৃপাবশত প্রদান করেছেন; সেই প্রতিটি সেবা, প্রতিটি কার্যক্রম, প্রতিটি চিন্তাভাবনা কেবলমাত্র আপনার ও শ্রীল প্রভুপাদের সন্তুষ্টিবিধানের জন্যই যেন করতে পারি, মিথ্যা অহংকারবশত যেন না করি। হে গুরুদেব কৃপা করে আমাকে আপনি আপনার হাতের এক বিনম্র কাঠপুতুলে পরিণত করুন। শ্রীল প্রভুপাদের প্রীতিবিধানার্থে আমাকে আপনি যে ভাবে ব্যবহার করতে চান সেভাবে ব্যবহার করুন।
“আনিয়াছ যদি তুমি আমারে নাচাতে।
নাচাও নাচাও প্রভু নাচাও সেমতে।”
হে নিতাই কৃপা প্রদায়িনে,
‘জয় প্রেমভক্তিদাতা পতাকা তোমার।
অধম উত্তম কিছু না কৈলা বিচার।’
হে নিতাই কৃপা প্রদায়িনে, আপনার শ্রীমুখের প্রবচনে শুনেছি যে নিত্যানন্দ প্রভু জগাই মাধাই, ডাকাত সর্দারের মত অতি অধম পাপীদেরও উদ্ধার করে তাদের কৃষ্ণপ্রেম দান করেছিলেন। হে গুরুদেব অধম নিকৃষ্টতম জীবেদের তালিকা যদি আপনি গণনা করতে যান, আমার নাম সবার আগে পাবেন! তাই সে বিচারে আমার আপনার কৃপা সর্বাধিক প্রয়োজন।
‘তব কৃপাকণা আমার সম্বল
তব কৃপা বিনা নাহি অন্য বল
কৃপা কর প্রভু দিয়া চিদ-বল
দাস তোমা প্রনময়’
হে পিতা,
শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ভাগবতের দ্বিতীয় স্কন্ধ, দ্বিতীয় অধ্যায়ের ছয় নং শ্লোকের তাৎপর্যে বলেছেন, “মাতৃক্রোড়ে স্থিত শিশু স্বাভাবিকভাবেই মায়ের প্রতি আসক্ত। কিন্তু শিশু যখন বড় হয় এবং পারিপার্শ্বিক অবস্থার দ্বারা বিভ্রান্ত হয়ে পড়ে, তখন সে ধীরে ধীরে তার মায়ের থেকে দূরে সরে যায়, কিন্তু মা সর্বদাই প্রত্যাশা করেন যে, তাঁর উপযুক্ত সন্তান কোন না কোন ভাবে তাঁর সেবা করবে, আর তাঁর সন্তান তাঁকে ভুলে গেলেও তিনি সর্বদাই তার প্রতি সমভাবে স্নেহশীল।” আমি ভেবে সত্যিই চমৎকৃত হই যে কীভাবে আমি জীবনের ২৫টা বছর কৃষ্ণকে ভুলে পাপ-পঙ্কিল জীবনে সুখ খোঁজার ব্যর্থ প্রচেষ্টায় বারবার মায়ার লাথি খাচ্ছিলাম তবুও এতটাই অন্ধকারে ছিলাম যে কৃষ্ণের কাছে শরণাগত হওয়ার বিন্দুমাত্র প্রয়াসও কখনো করিনি! এইরকম নারকীয় জীবন থেকে উদ্ধারের নিজস্ব কোনও প্রচেষ্টা ও তৎপরতা আমার না থাকা সত্ত্বেও আপনি আপনার অহৈতুকী করুণাবশত আমাকে উদ্ধার করে পারমার্থিক কন্যারূপে গ্রহণ করেছেন। আর আপনার কন্যারূপে স্বীকৃত হয়েও যখন কৃষ্ণভাবনার অমৃত ছেড়ে বিষয় বিষের, লাভ, পূজা, প্রতিষ্ঠা, কনক, কামিনীর মতো শুকরের বিষ্ঠা খেতেই মজে রইলাম, তখনও আপনি হাল ছেড়ে না দিয়ে আমাকে আপনার অত্যন্ত প্রিয় সন্তান শ্রীমতী আহ্লাদিনী রাধা দেবী দাসী মাতাজী, শ্রীমতী সুবর্ণা বিষ্ণুপ্রিয়া মাতাজী, শ্রীমতী বৈজয়ন্তি ললিতা মাতাজী, আমার পথপ্রদর্শক গুরু শ্রীমতী আনন্দময়ী কলাবতী মাতাজীর মতো ঐকান্তিক ভক্তদের সঙ্গ প্রদান ও সেবা করার সুযোগ প্রদানের মাধ্যমে বারংবার জীবনের প্রকৃত লক্ষ্যের কথা মনে করিয়ে দিচ্ছেন। তবুও আমি এমনই দুর্মতি যে, এই সুবর্ণ সুযোগকেও যথাযথভাবে গ্রহণ করে এই জীবনটিকে সার্থক করার জন্য মনোযোগী হচ্ছি না। দয়া করে আমাকে সর্বদা কৃষ্ণপ্রেম লাভের পরম লক্ষ্যে দৃঢ় হওয়ার ও দৃঢ়তা বজায় রাখার শক্তি প্রদান করুন।
শ্রীল গুরু মহারাজ, আপনি আমার উদ্ধারের জন্য, আমাকে সঠিকপথে রাখার জন্য কি কি করেছেন আর এখনও যা যা করে চলেছেন তা পরিস্ফুটিত করে লেখার মতো ভাষা আমার নেই, আপনার এই অধম কন্যা এতটাই মূর্খ ও বোকা যে আপনি বারবার বোঝানোর পরও নিজের ভালো কিসে হয় তা বুঝতে পারছিনা। গুরুদেব আপনি ছাড়া এতটা আপন ও সুহৃদ আর কেউ নেই আমার! আপনার কাছে তাই বারংবার এই ভিক্ষা চাইছি যে, আপনার চরণকমলের যে ঠাঁই না চাইতেও পেয়েছি, জীবনে যত খারাপ পরিস্থিতিই আসুক না কেন এই বোকা মেয়েটি যেন সেই চরণকমলের সুশীতল আশ্রয় কোনোদিন না ছাড়তে পারে। পিতার স্নেহ কি তা আপনি বুঝিয়েছেন, এখন একজন যোগ্য কন্যার দায়িত্ব হিসেবে যেন আপনাকে আপনার মনোঅভিলাষ অনুসারে সেবা করতে পারি সেই আশীর্বাদ আপনার কাছে চাইছি। আপনার মার্গদর্শনে আমি যেন অতীতে যে যে পাপকর্ম, ভুল, ভক্তিপথে অসাবধানতা, অলসতা করেছি তা থেকে বেরিয়ে এসে সুদৃঢ় নিষ্ঠা, ঐকান্তিকতার সাথে নিষ্কপটভাবে, সকল বৈষ্ণবদের দাসানুদাস হয়ে কৃষ্ণসেবায় নিয়োজিত থাকার শক্তি লাভ করি এবং এই জীবনটা যেন আমার বৈষ্ণবগণের কুকুর হয়ে অতিবাহিত হতে পারে গুরুদেব এই করুণা আমাকে করবেন।
দেবদূত-সম গুরুমহারাজ আলোকে প্লাবিত কর।
জীবন-যুদ্ধে পরাজিত মোর ভয়-সন্ত্রাস হর।।
দুর্লভতম মানব জীবন, তথাপি ভরসাহীন।
তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন।
আপনার চরণকমলের আশ্রয় আকাঙ্ক্ষি আপনার যোগ্যতহীন কন্যা,
প্রিয়ংবদা গৌরাঙ্গী দেবী দাসী(দীক্ষা)
নদীয়া, ভারত