Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Vaijayanti Lalitā Devī Dāsī ( - Canada)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে

নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।। 

 

হরে কৃষ্ণ পতিত-পাবন শ্রীল গুরু মহারাজ, 

কৃপাপূর্বক আপনার শ্রীচরণকমলের ধূলিকণায় আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। 

শ্রীল প্রভুপাদের জয়! 

আপনার জয় হোক!

আপনার ৭৫-তম আবির্ভাব তিথি শ্রী শ্রী ব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক!

 

হে পরমারাধ্য শ্রীল গুরু মহারাজ, 

আজকের এই পরম শুভ দিনে এই পৃথিবীতে আবির্ভূত হয়ে আমার মতো কোটি কোটি বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছেন। আমাদের প্রতি অহৈতুকী করুণায় শত শত শারীরিক প্রতিবন্ধকতা সহ্য করে নিয়ে আমাদের আপনার স্নেহের বোঝারূপে গ্রহণ করেছেন। অথচ আমি এতটাই পাষাণ হৃদয়সম্পন্ন অযোগ্যা শিষ্যা যে, তবুও ভক্তিজীবনে ঐকান্তিক হচ্ছি না। ভক্তিজীবনে আসার পরও আপনার উপর বোঝা বাড়িয়ে চলেছি দিনের পর দিন। কিন্তু হে করুণাসিন্ধু গুরু মহারাজ, আপনি ঠিক স্নেহময় পিতারূপে এই নিকৃষ্টতমা কন্যাকে পরিত্যাগ করেননি, বরং আমাকে ঐকান্তিক ও নিষ্ঠাপরায়ণ ভক্তদের সঙ্গ প্রদান করার মাধ্যমে দিনে দিনে হৃদয়ঙ্গম করাচ্ছেন যে, এই কৃষ্ণভাবনামৃত যে কতটা সুদুর্লভ এবং পরম আস্বাদনীয়! যদিও আমার হৃদয়ে অনন্তকাল ধরে পুঞ্জীভূত অনর্থরূপ দুর্দৈবের জন্য আমি কৃষ্ণভাবনার এই অমৃতের পূর্ণ সদুপযোগ করতে পারছি না, তবুও আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাকে সর্বতোভাবে কৃতজ্ঞতা নিবেদন করতে চাই, আমাকে আপনার অহৈতুকী করুণায় বর্ষিত করে ঐকান্তিক ভক্তদের সুরক্ষাবেষ্টনী প্রদান করেছেন এবং আমার অনর্থময় কামনা-বাসনা থেকে আমাকে ক্রমে বের করে নিয়ে আসছেন। হে গুরুদেব, জানিনা কোন্ সৌভাগ্যে কোন্ ক্ষণে কোন্ সুকৃতিতে কীভাবে আপনার অহৈতুকী করুণাদৃষ্টি এই অধঃপতিত দাসীর উপর পড়েছে। আমার নিঃসন্দেহে কোন সুকৃতি নেই, আপনি আমাকে সেই সৌভাগ্য প্রদান করেছেন কেবলই অহৈতুকী করুণাবশে। দয়া করে আপনার এই সুরক্ষাবেষ্টনী থেকে আমাকে বের করে দেবেন না!

 

শ্রীল প্রভুপাদের সুপ্রিয় পুত্র হে গুরুদেব, আপনি করুণা করে আমার জীবনে কয়েকজন চমৎকার বৈষ্ণবের সঙ্গ প্রদান করেছেন, যারা শ্রীল প্রভুপাদের ঐকান্তিক অনুসারী। যারা আমাকে শ্রীল প্রভুপাদকে ভালোবাসতে শেখাচ্ছেন আর ক্রমশঃ অত্যন্ত অপূর্ব একটি বিষয় লক্ষ্য করছি যে, যতই শ্রীল প্রভুপাদের অতুলনীয় মহিমাকথা শ্রবণ ও অধ্যয়ন করি, ততই আবিষ্কার করি যে, আপনি ঠিক একই মনোভাব ও জীবনাদর্শ হৃদয়ে ধারণ করে আমাদের নিরন্তর শিক্ষা প্রদান করছেন। এমনকি নিত্যদিনের আচরণের প্রতিটি ছোট ছোট ক্ষেত্রেও পূঙ্খানুপুঙ্খভাবে আপনি অনুসরণ করে চলেছেন শ্রীল প্রভুপাদকে। এর মাধ্যমে আপনার প্রতি আমাদের ভালোবাসা আরও গভীরতর হয়। পূর্বতন আচার্যবর্গ ও শ্রীল প্রভুপাদের সন্তুষ্টিবিধানে আপনি নিজ জীবনের সর্বস্ব সমর্পণ করেছেন; হে গুরুদেব, দয়া করে আপনার এই কপট দাসীকেও একবিন্দু করুণা প্রদান করুন যেন আপনার সন্তুষ্টিবিধানের জন্য কায়মনোবাক্যে নিজেকে পূর্ণরূপে সমর্পণ করতে পারি। 

 

হে অধম জনার বন্ধু শ্রীল গুরু মহারাজ, 

যেহেতু আমাদের মধ্যে হৃদয়ের সাথে হৃদয়ের সংযোগ রয়েছে, আপনি তো জানেন আমি কতটা কপটতায় পূর্ণ। সকলের সামনে নিজেকে ভালো ভক্ত পরিচয়ে সাজিয়ে রাখি, অথচ আমার হৃদয়ভর্তি কপটতা ও অনর্থ। ভক্তিজীবনের শুরু থেকে এই পর্যন্ত আপনাকে শুধু কষ্টই দিয়েছি। আজকের এই শুভ দিনে আপনার শ্রীচরণকমলে ঐকান্তিকভাবে প্রার্থনা জানাই, দয়া করে আমার এই কপটতা ও অনর্থময় আচরণের অপরাধ ক্ষমা করে আমাকে স্বীকার করে নিন। আমি আপনার শ্রীচরণকমল আঁকড়ে ধরে থাকতে চাই এবং আপনাকে, শ্রীল প্রভুপাদকে ও কৃষ্ণকে ভালোবাসতে শিখতে চাই। হে গুরুদেব, আমার হৃদয়ে জমে থাকা অনর্থসমূহের সাথে লড়াইয়ে আমি পেরে উঠছি না, দয়া করে আমায় সহায়তা করুন। আমি এই জন্মেই ভগবানের কাছে ফিরে যেতে চাই আপনার অহৈতুকী করুণায়। কিন্তু আমার নিজ ঠুনকো চেষ্টায় যে কখনোই তা সম্ভব নয়! তাই আপনার করুণাকটাক্ষই আমার একমাত্র ভরসা। 

 

হে স্নেহময় পিতা, 

আজকের দিনে আপনার কাছে বিশেষভাবে এই প্রার্থনা নিবেদন করি, আজ থেকে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে কৃষ্ণভাবনামৃতে নিষ্ঠাপরায়ণ হতে চেষ্টা করতে চাই। আপনার সন্তুষ্টিবিধানে বাকি জীবনের সমগ্র প্রয়াস নিবেদন করতে চাই এবং নিত্যকাল আপনার শ্রীচরণকমলের প্রেমময়ী সেবায় নিয়োজিত হতে চাই। যদিও আমি একেবারেই যোগ্য নই, তবুও আপনার করুণাবলে অসম্ভব সম্ভব হতে পারে এই আশায় প্রার্থনা নিবেদন করছি। এই বছরে আপনার শ্রীচরণকমলে বিশেষভাবে সেবা সংকল্প করতে চাই - প্রথমত, মনোযোগ সহকারে প্রতিদিন হরিনাম জপ করতে চাই এবং যত বেশি সম্ভব হরিনামের আশ্রয়ে থাকতে চাই, যদি আপনি দয়া করে হরিনামে রুচি প্রদান করেন। 

 

কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো

তোমার শকতি আছে।

আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি

ধাই তব পাছে পাছে।। 

 

দ্বিতীয়ত, প্রতিদিন মনোযোগ সহকারে শ্রীল প্রভুপাদের দিব্য গ্রন্থাবলি অধ্যয়ন করতে চাই আপনার সন্তুষ্টিবিধানের জন্য, যেন আমার এই নগণ্য প্রচেষ্টায় যদি আপনি বিন্দুমাত্রও প্রসন্ন হন, তাহলে আপনার কৃপাবলে কৃষ্ণভাবনামৃতের একটু হলেও আস্বাদন লাভ করতে পারব।

 

হে পরম দয়ালু গুরুদেব, দয়া করে আমাকে এই আশীর্বাদ করে চিরকৃতার্থ করুন যেন জীবনের প্রতিটি মুহূর্তে আমার জীবনে আপনার যে সীমাহীন করুণা নিরন্তর বর্ষিত হয়ে আমাকে আপনার কাছে প্রতিনিয়ত ঋণী করে চলেছে, যে ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়, সেই কথা যেন সর্বক্ষণ মনে পড়ে; যে পরম শুভ, মঙ্গলময় ও অনুপম উপহার আপনি আমাকে দিয়েছেন তা যে আপনা-আপনি আসেনি, আপনারই অহৈতুকী করুণায় এসেছে তা যেন কখনোই না ভুলি এবং যেসকল ঐকান্তিক ভক্তেরা আমাকে প্রতিনিয়ত আপনাকে ও শ্রীল প্রভুপাদকে ভালোবাসতে শেখাচ্ছেন, নিরন্তর যেন তাদের সঙ্গ লাভ করে আপনার শ্রীচরণকমলে পূর্ণরূপে সমর্পিত হতে পারি। সর্বোপরি আপনার অহৈতুকী করুণায় যেন সমস্ত অনর্থ আর কলুষতা থেকে মুক্ত হয়ে এই জন্মেই শ্রী শ্রী নিতাই গৌর এবং শ্রী শ্রী রাধামাধবের প্রেমময়ী সেবায় নিয়োজিত হতে পারি এই অভিলাষ নিবেদন করি আপনার শ্রীচরণকমলে। মায়াকে ভীষণ ভয় হয়, গুরুদেব। দয়া করে আশ্রয় দিন যেন মায়া আমাকে গ্রাস করে আপনার কাছ থেকে দূরে না নিয়ে যায়। আমি অতি দুর্বল ও ক্ষীণশক্তি, আমার কোন পারমার্থিক বল নেই; আপনার অহৈতুকী করুণা, দয়া আর চিন্ময় জগতে সকলকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আপনার অদম্য ইচ্ছাই আমার একমাত্র আশা।

 

আপনার নিত্য সেবা অভিলাষী, 

আপনার সবচাইতে অযোগ্যা শিষ্যা,

বৈজয়ন্তী ললিতা দেবী দাসী