Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Subala Kānāi Dāsa (Mayapur - India)

গুরুদেব

শুভ এ লগনে তব যুগল চরণ।
করিয়া বন্দনা মুই হইমু পাবন॥১

তোমার করুনা ধারার এইতো প্রমাণ।
মো-হেন অধমে-হো তুমি করিলে গ্রহণ॥২

অধম ও পামর প্রতি করুণা নিধান।
তোমার প্রকট মুখ্য এইতো কারণ॥৩

চতুরঙ্গিনী চতুরতা করিয়া প্রয়োগ।
কৃষ্ণ সেবানন্দে সবে করাহ নিয়োগ॥৪

গুরু ভ্রাতার প্রতি তোমার যে মতো ভাবনা।
কনা মাত্র হোক আমায় এ মরো কামনা॥৫

বিষ্ণু-বৈষ্ণব সেবার মহিমা জানাইতে।
আমন্ত্রণ কইলা সবে ভোজন করাইতে॥৬

মিলনের ছলে তাদের কর নিমন্ত্রণ।
স্ববিনয়ে একত্রেতে করাহ ভোজন॥৭

চৈতন্য-চন্দ্রের করহ লীলা কথা গান।
শাস্ত্রের প্রমাণ ইহা ইষ্ঠগোষ্ঠী নাম॥৮

সূক্ষ্ম রূপে ইঙ্গিত করি নিজ আচরণে।
ব্যক্ত করি নিজ ভাব শিখাও জনে জনে॥৯

আপনাকে ধন্য করি মান সাধু সঙ্গে।
বৈষ্ণব সেবার মহিমা প্রচারহ রঙ্গে॥১0

দীনহীন জানি মোরে করহ করুণা।
বিনিত বনয়ে সুবল করয়ে প্রার্থনা॥১১

আপনার অধম সন্তান

 সুবল কানাই দাস

 শ্রীধাম মায়াপুর (TOVP)