Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Suvīra Mukunda Dāsa (Balarāma Deśa - Middle East)

হরে কৃষ্ণ

ওঁ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ গ্রীগুরুবে নমঃ ।।

নমোঃওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে। 

নমঃ আচার্য্য পাদায় নিতাইকৃপা প্রদায়িনে গৌড় কথা ধাম ধায় নগরগ্রাম তারিনে ।।

হরেকৃষ্ণ, 

হে আমার পরম আরাধ্য, পূজনীয়, জন্মজন্মান্তরের পারমার্থিক পিতা, পতিত পাবন, ঔদার্যের সাক্ষাত অবতার, প্রভুপাদের প্রিয়,হে অকিঞ্চন, পরম দয়াল, আপনি আমার অনন্তকোটি সশ্রদ্ধ দণ্ডবৎ প্রনাম গ্রহন করবেন।

 

হে নিতাইকৃপা প্রদায়িনী, আপনার অকৃত্রিম কৃপায়, আপনার বদন্যায় ভালবাসায় আমি গত ১৫-১২-২০২৪ইং তারিখে বলরামদেশ (বাহরাইনে) অনলাইনে আপনার কৃপা আশীর্বাদ (দীক্ষা) পেয়েছি। আপনি কৃপা করে ভগবান শ্রীকৃষ্ণের পরম্পরাব সাথে যুক্ত করে আপনার চরণ পদ্মে আশ্রয় দিয়েছেন সেজন্য আমি জন্ম জন্মান্তরে চিরকৃতজ্ঞ,ঋনী, এবং গর্বিত যে এমন একজন পারমার্থিক পিতা লাভ করেছি।

 

আপনার গুনকীর্তন করার যোগ্যতা, জ্ঞান, দুরদর্শিতা আমার নেই। আপনি শ্রীল প্রভুপাদের অতিশয় প্রিয় শিষ্য, বিশেষ কৃপা প্রাপ্ত অত্যন্ত স্নেহশীল, আস্তা ভাজন । সেজন্য তিনি আপনাকে মায়াপুরকে সনাতনী রাজধানী বানানোর জন্য প্রদান করেছিলেন। সেটা আপনি আপনার, মেধা অক্লান্ত পরিশ্রম, গুরুর আজ্ঞার পালন, যথার্থ শিষ্যরূপে তা করে দেখিয়েছেন।

হে সর্ব উপকারী গুরুমহারাজ, আপনি নাম হট্টসংঘ প্রচার করে সারা ভারতে তথা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন যা এখন পৃথিবীর সকল রাষ্ট্রে প্রচারিত হয়ে ভগবত গীতা,ভাগবতমের শিক্ষা ছড়িয়ে পড়েছে। আজ আমি যে আপনার করুনা (দীক্ষা) পেয়েছি শুধু নাম হট্টে যোগদান করার মাধ্যমে।

আমাদের পূর্বতন আচার্য্য শ্রীশ্রীমদভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের ইচ্ছায় যেমন শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে হরিনাম 

প্রচার এবং প্রসার করেছেন, ঠিক আপনিও আপনার গুরুদেবের নির্দেশ পালন করে নবদ্বীপ মন্ডল পরিক্রমা চালু করেছেন, যার ফল সকলের সামনেই সূর্য্যালোকের মতো দৃশ্যমান।

তাছাড়াও আপনি বৈদিক নাটক রচনা ভগবানের অপ্রাকৃত নীলাকথা, প্যান্ডেল প্রোগ্রামের মাধ্যমে অভিনয় করিয়ে সনাতনী সংস্কৃতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন। এছাড়া ও বৈদিক ভজনকীর্তন কে ভক্তদের মাঝে বিলিয়ে অনেক অনেক জনপ্রিয় করেছেন। যা শ্রবন করে সকলে দিব্য আনন্দ উপভোগ করেন।

 

হে সত্যসার, শুচি গুরুমহারাজ জগত জীবের কল্যানের জন্য মহাপ্রভুর বাণী ও শিক্ষাকে প্রচার করে কলি হতজীব যেন ভগবত ধামে যেতে পারে, সেখানে ভগবানের নিত্য সেবা করতে পারে সেজন্য আপনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

হে "নির্দোষ, ""সম" গুরুমহারাজ আপনার সহস্র প্রতিকুলতা, প্রতিবন্ধকতা সত্ত্বেও কৃষ্ণনাম প্রচার করে যাচ্ছেন যারা কৃষ্ণকে ভুলে জড় জগতে কষ্ট পাচ্ছে তাদের উদ্ধার করার জন্য সকলের পাপ স্বয়ং বহন করছেন যাতে তারা কৃষ্ণ ধাম প্রাপ্ত হয়।

হে মৃদু, পরমহংস গুরুমহারাজ আমি অতীব নগণ্য, অথর্ব, দীন, মূঢ়, হীন, নিকৃষ্ট তা জেনেও আপনি আমাকে আপনার পদ কমলে ঠাঁই দিয়েছেন, তাতে আমাকে আরোও কৃপা আশীর্বাদ দিয়ে আপনার সেবাতে সর্বদা রত রাখবেন যেন মনটা স্থির রাখতে পারি। যেন আপনার নির্দেশ, সেবাসমূহ পুংখানুপুংখ ভাবে করতে পারি।

হে পতিত পাবন, পরম পুজনীয় পরম আরাধ্য গুরুমহারাজ ঔদার্যের অবতার, পরম দয়াল আপনার গুণকীর্তন করার জ্ঞান টুকুও আমার নেই। তাই আপনার কৃপা বারি বর্ষন করে আমার শীর্ণ ভক্তি লতিকা পৃষ্ট করবেন। সেই সাথে আমার পরিবারের জন্যও আপনার কাছে কৃপা ভিক্ষা কামনা করছি, তারাও যেন আপনার সেবা করতে পারে। এই কথা বলেই আজকে শেষ করছি:-

"যাঁহার প্রসাদে পুষ্ট হইল শীর্ণ ভক্তি লতিকা। জনমে জনমে মোর গুরুদেব, রহে যেন শ্রীল জয়পতাকা ।।"

ইতি 

আপনার পারমার্থিক সন্তান সুবীর মুকুন্দ দাস। বলরামদেশ (বাহরাইন)।