Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Kānāi Prema Dāsa (Bogra - Bangladesh)

“যাহার প্রসাদে পুষ্ট হইল শীর্ণ ভক্তি লতিকা 
জনমে জনমে মোর গুরুদেব রহে যেনো শ্রীল জয়পতাকা !” 

প্রিয় গুরুদেব, 

আপনার ৭৬ তম ব্যাসপূজা মহা মহোৎসব জয়যুক্ত হোক । আপনার ব্যাসপূজার এই পরম মঙ্গলময় তিথিতে আপনার শ্রীচরণকমলে আমার নিবেদিত সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। জয় শ্রীল প্রভুপাদ !!

হে গুরুদেব, আপনি আমার জীবনস্বরূপ। আপনি অহৈতুকী করুণা পরবশ হয়ে আমার জীবনে এসেছেন এবং আমার মতো এক জঞ্জালকে আপনার চরণে স্থান দিয়েছেন। শিষ্য হিসেবে আপনাকে সন্তুষ্ট করার মতো কিছুই করতে পারিনি আমি কখনও । না আছে আমার সাধনা, না আছে আচার-প্রচার,তবুও আপনি কখনও আমাকে ছেড়ে দেননি। একজন পিতা যেমন তার অবাধ্য, দুর্বল সন্তানকে কখনও ফেলে দেন না, বরং সবসময় তারও ভালো চিন্তা করেন, আপনিও তেমন আমার জন্য প্রতিটি মুহূর্তে কষ্ট পাচ্ছেন কিন্তু কখনও আমাকে দূরে ঠেলে দেননি, বরং আমার জন্য সর্বোত্তম ব্যবস্থা ও সঙ্গের আয়োজন করেছেন। গুরুমহারাজ, আপনার সান্নিধ্যে আসার পর হতে আপনি আমার হৃদয়ে শক্তি সঞ্চায় করে মহা সৌভাগ্য প্রদান করেছেন। 

হে প্রভুপাদ প্রিয়পুত্র, শ্রীল প্রভুপাদের প্রতিটি নির্দেশনা পালনে আপনি সদা প্রস্তুত। শ্রীল প্রভুপাদের মনোভিলাষ অনুযায়ী বৈদিক তারামণ্ডল প্রদর্শনী তৈরি, মায়াপুরের উন্নয়ন, সারস্বত পরিবারকে একত্রিত করা, অসীমহারে প্রচার করা ইত্যাদি সবই আপনি চালিয়ে যাচ্ছেন। ব্যাধির তীব্র বেদনা সহ্য করেও আপনি মহাপ্রভুর বাণী প্রচারে সদা ব্যতিব্যস্ত। এমন অবস্থায়ও ভ্রমণ, প্রবচন প্রদান, নিত্য বিগ্রহ দর্শণ, দীক্ষা প্রদান, মিটিং এর পর মিটিং কত পরিশ্রম হয় প্রতিটা দিন। সবকিছু আমাদের জন্য, আমরা যেন এই জড়জগতের দুঃখ-দুর্দশা পূর্ণ জীবন থেকে মু্ক্ত হয়ে কৃষ্ণের কাছে ফিরে যেতে পারি।

হে পতিতপাবন,আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত প্রদান করেছেন ভক্তদের যত্ন নিতে। যত ব্যস্ততম দিনলিপি, যত অসুস্থতা থাকুক না কেন তা কখনও আপনাকে আটকাতে পারে না ভক্তদের পাঠানো চিঠির উত্তর দিতে। আমাদের প্রতি অনুগ্রহ করে আপনি প্রতিদিন “শ্রীচৈতন্য লীলাকথা” বলতে আসেন । কখনও দীর্ঘ ক্লান্তিতে আপনার তন্দ্রা আসে, কথা বলতে গিয়ে বারংবার কাশতে হয়, দীর্ঘ মিটিংয়ের পরেও রাতের প্রসাদ পর্যন্ত না পেয়ে ঘন্টা পর্যন্ত আপনি বর্ণনা করে চলেন মহাপ্রভুর বিশেষ করুণায় কথা, আপনার বিশেষ উপলব্ধির কথা। 

হে আদর্শ শিক্ষক, প্রতিটি ক্ষেত্রে আপনি নিজ আচরণের মধ্য দিয়ে শিক্ষা দিয়ে চলেছেন। এত ব্যস্ততার মাঝেও আপনি ভক্তদের শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের গুরুত্ব বোঝাতে নিজে প্রত্যহ শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করেন। আপনি ইতিমধ্যেই বহুবার এই গ্রন্থাবলি অধ্যয়ন করেছেন কিন্তু তবুও আপনি ইসকন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত সম্মানসূচক ডিগ্রি প্রত্যাখ্যান করে অধ্যয়ন করে পরীক্ষা দিয়ে অর্জন করছেন সকল ডিগ্রী । 

হে নিতাইকৃপাপ্রদায়িনে, নিত্যানন্দ প্রভু যেমন কোন রকম যোগ্যতা বিচার না করে জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করেছেন, শ্রীল প্রভুপাদও ঠিক সেইভাবে দেশে - বিদেশে ঘুরে সমস্ত জগাই মাধাইকে উদ্ধার করেছেন। আর শ্রীল প্রভুপাদের সেই কৃপা আপনি আরও অনেক অনেক বদ্ধজীবেদের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনার কৃপাকটাক্ষ, আপনার মধুময় হাস্য কত জীবেদের উদ্ধার করে দিচ্ছে ! বদ্ধজীবেদের প্রতি আপনার অনুকম্পাবশত আপনি নিজ আবাস মায়াপুর ছেড়ে বারংবার দেশে, বিদেশে, নগরাদি গ্রামে, এমনকি হাসপাতালেও ছুটে বেড়ান। আপনি হাসপাতালেও যান সেখানকার লোকেদের প্রকৃত রোগ ভবরোগের চিকিৎসা করতে। অসংখ্য নির্ঘুম রাত কাটিয়েছেন, ঘুম ও বিশ্রাম আপনার কাছে সময়ের অপচয় । আপনি রাতে ক্লান্ত বোধ করে না, আপনার সেবকেরা আপনাকে মনে না করিয়ে দিলে আপনার ঘুমোতেও মনে থাকে না। 

হে করুণাময় গুরুদেব, আপনি ইতিমধ্যেই না চাইতেই আমাকে শ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করেছেন এবং নির্দেশনাও প্রদান করেছেন। করুণা করুন আপনার সেইসব নির্দেশনা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। আর সময় নষ্ট না করে আমার এই মানব জন্মের দুর্লভ সুযোগকে কাজে লাগিয়ে কৃষ্ণপ্রেম লাভ করতে পারি ও অন্যদেরও সহায়তা করতে পারি। আমাকে কৃপা করুন যেন আমি আপনাকে শ্রীল প্রভুপাদের সেবায় সর্বতোভাবে সহায়তা করতে পারি ও আপনাকে সন্তুষ্ট করতে পারি।

বিনীত নিবেদক

আপনার নিত্যসেবক

কানাই প্রেম দাস (দীক্ষা)

বগুড়া, বাংলাদেশ