নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্যপাদায় নিতাই-কৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগর-গ্রাম তারিণে।।
হে আমার পরমারাধ্য পরম প্রিয়তম জয় ওঁ পরমহংস পরিব্রাজক আচার্য অষ্টোত্তরশত শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ আপনার এই ৭৬তম শুভ আবির্ভাব তিথিতে শ্রীচরণকমলে আমি শতকোটি দণ্ডবৎ প্রণতি নিবেদন করি।
আজ শ্রীল গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথিতে, আমি আপনার অশেষ কৃপা ও প্রেমের জন্য গভীর শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করছি। আপনার জীবনে শ্রীল প্রভুপাদের নির্দেশ অক্ষরে অক্ষরে পালনের উজ্জ্বল দৃষ্টান্ত ও শ্রীমদ্ভগবদ্গীতা এবং শ্রীমন্মহাপ্রভুর শিক্ষা ও উপদেশের মাধ্যমে আপনি আমাদের সকলকে আলোকিত করেছেন।
আপনার নির্দেশ ও কৃপায়, আমাদের জীবন আরো সুন্দর ও পূর্ণতা লাভ করেছে। আমরা আপনার শরণে এসে নিজেকে ভাগ্যবান মনে করি। আপনার আর্শীবাদে আমরা একযোগে সেবা করতে এবং শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করতে সক্ষম হব, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। হে গুরুদেব, আমার জীবনে আপনার কৃপা বিনা কিছুই সম্ভব নয়,
“শ্রীগুরু চরণে রতি এই সেই উত্তম গতি”
আপনার শ্রীচরণে যেন আমার মতি ও রতি থাকে। আমার মতো তুচ্ছ জীবকেও আপনি অহৈতুকী কৃপাপূর্বক উদ্ধার করার নিমিত্ত সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে চলেছেন এবং অনবরত প্রচারকার্যে নিযুক্ত রয়েছেন।আমি যেন আপনার আজ্ঞাসমূহ অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করতে পারি।
হে শ্রীল গুরু মহারাজ, আপনার মহিমা অপার এবং অসীম দয়া আমার জীবনে চিরকাল প্রেরণা হবে। আপনার প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল অটুট থাকবে। আমরা আপনার কৃপায় সর্বদা শ্রী কৃষ্ণের সেবা ও শিক্ষা প্রচার করার চেষ্টা করব।
হে গুরুদেব, আপনার এই শুভ আবির্ভাব ব্যাসপূজা তিথিতে আপনার শ্রীচরণ কমলে এই মায়ামুগ্ধ বদ্ধজীবকৃত অপরাধসমূহ আপনার কিঙ্কর জেনে নিজগুণে ক্ষমা করবেন এবং কৃপাশীর্বাদ করবেন যেন জন্মে জন্মে আপনার দাসত্ব করতে পারি।
ইতি –
আপনার অযোগ্য শিষ্য
ব্রজেন্দ্র নন্দন শচীসূত দাস
সংকীর্তন বিভাগ,
ইসকন, মায়াপুর।