ওহে করুণার দূরদর্শী, ঠাকুর বৈষ্ণব,মূর্তিমন্ত বিগ্রহ,রূপানুগ নিজজন শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ-
চমৎকার অপ্রাকৃত ধ্বনি- 'জয়পতাকা' নামটি শুনিতে মধুর মধুর। ইহা শ্রবণে হয় সর্ব বিষয় জ্বালা ত্রিতাপ দূর।।১।।
হরি-গুরু-বৈষ্ণব-সেবন-ক্ষুধা।
দাও আকুল তৃযা পানে শ্রীনাম সুধা।
আজি শুভ ষষ্ঠসপ্ততিঃ (ষটসপ্ততিহি) তম
শুভ আবির্ভাব বাসরে অনন্ত প্রণতি নিবেদন করি তব দূর্লভ চরণারবৃন্দে।।২।।
এ বড় মহা পবিত্র শুভ তিথি আজ, মনে বহু উল্লাস, আনন্দিত ভক্ত সমাজ।
শ্রীকামদা একাদশী মহা পবিত্র তিথি আজ, প্রফুল্ল আকাশ বাতাস, পুলকিত ধরণী মণ্ডল।।৩।।
পাশ্চাত্য দেশের যেথা, অতি পুণ্যভূমি তথা তীর্থ মনোরম,
তব আবির্ভাব প্রকাশ হইল এক চমৎকার ভগবৎ প্রেরিত দিব্য শিশু এ বৈষ্ণব মহাজন।
সম্ভ্রান্ত কুলেতে তব, আবির্ভাব মহোৎসব, করিল পিতৃ মহাজন।।৪।।
শৈশব-কৈশোর কাল হইতে তিঁহ উদার-ভক্তিমান।
সত্যবাদী-নিষ্ঠাবান,দেব-দ্বিজে বড় শ্রদ্ধা পরায়ণ।।৫।।
শিক্ষা-দীক্ষা লভি তথা, শ্রীগুরু সন্ধানে নিশি-দিবা হইয়া থাকিতেন মগন সদা।
অবশেষে অনেক ঘুরে ফিরে অশেষ সুকৃতি বলে-পাইলা শ্রীগুরুচরণ।
শ্রীল অভয় চরণারবৃন্দ শ্রীভক্তিবেদান্ত স্বামী হন তব পরমার্থের শ্রীকৃষ্ণ-তত্ববেত্তা করুণাময় শ্রীগুরুদেব।
যিনি সংকীর্ত্তন পিতা শ্রীকৃষ্ণচৈতন্য মনোভীষ্ট পূরণ মহাবদান্যতার 'নির্বিশেষ শূন্যবাদী' পতিত পাবন।।৬।।
শ্রীসারস্বত ধারায় আসি, মহানন্দে পরবেশি, শ্রীগুরুদেবের সেবায়।
সমর্পিলা আপনাকে, সম্পূর্ণ নিষ্কপটে, শ্রীগৌরগোবিন্দ সেবায় ।।৭।।
একবিংশতি বৎসর বয়সে আপনাকে বৃহৎব্রত পালনে শ্রীগুরুকৃপা প্রসন্নবোধে প্রদত্ত ত্রিদন্ড ন্যাসীবর 'শ্রীজয়পতাকা স্বামী' নাম্না মহোত্তম নিষ্ঠাশীল তব যতি ধর্ম।।৮।।
'সর্ব্বস্ব গুরুবে দদ্যাৎ' উপদেশ সার্থক কৈলা তথায়।
সারা বিশ্ব ভরি, অগাধ পরিশ্রম করি, শ্রীগৌরগোবিন্দের বাণী।।৯।।
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ চমৎকার নামেতে পরিচয়।
ত্রিদন্ডী যতি 'ন্যাসী বেশে' 'গৌরবানী' প্রচারিলা এ ভূবনময়।।১০।।
বিশ্বের নানা দেশে, বহু ভাষায় 'শ্রীগৌর গোবিন্দ কথা' প্রচারিলেন মহানন্দে এ মহাপুরুষ সদা- সর্বথা।
প্রচারিলেন মহাজন, ধনা হইল ভক্তজন, তব অমৃত বাণী শুনি।।১১।।
'কৃষ্ণৈক শরণ' 'শ্রীনামরত' গুরু বৈষ্ণবগত প্রাণ।
বহু-দীনজনে কৈলা 'শ্রীহরিনাম মহামন্ত্র' দীক্ষা প্রদান।।১২।।
কত দীন হীন জনে, নাম-মন্ত্র দীক্ষা দানে, করিলেন ভব পার।
তব সম দয়ালু ভবে, আর কেবা কোথা পাবে? এই বিশ্ব মাঝার ।।১৩।।
দিব্য আপনার শ্রীহরিকথামৃত ,দিব্য নর্ত্তন-গীত।
যা দেখি শুনি হৈত ভক্তবৃন্দ সবাই মহাপুলকিত।।১৪।।
বিশ্বব্যাপী 'গৌরহরির দিব্য প্রেমধন'
প্রচারিলেন শ্রীরুপানুগ জনের এ নিজজন।
দৈণ্যেদয়া, ব্যাৎসল্যে গড়া যাঁর আভূষণ।
সতীর্থে প্রীতি বড়, যিঁনি উদার মহান।।১৫।।
বৈষ্ণব জগৎ গাহে যাঁর সদা গুনগান।
এমন গুরু বৈষ্ণবে প্রীতি না দেখি কখন।
কৃপা করুন হে বৈষ্ণব ঠাকুর অভিন্ন্য গুরুবর্গ সমতূল্য মোরা শিক্ষাগুরু নিষ্ঠাচরণ।
এদাসাধমে না রাখিও দূর, করি এই নিবেদন।।১৬।।
তব কৃপা যদি পাই, তবে যে শ্রীগৌর নিতাই, দিবেন চরণ সেবন।
ফুল-দলঅর্চিত চরণ দু'টি। কৃপাময় প্রভো! ক্ষম সকল ত্রুটি।।১৭।।
এদাসাধম সদা বড় দুঃখী- 'শ্রীভক্তিসুন্দর পর্য্যটক', কিবা তার হবে গতি, হে শ্রীগৌড়ীয় মহাজন!
হে করুণার দূরদর্শী বৈষ্ণব ঠাকুর তব শ্রীচরণ তলে, কেঁদে কেঁদে পামর বলে, প্রতি জন্মে দিও চরণ সেবন।।১৮।।
ষষ্ঠসপ্ততিঃ (ষটসপ্ততিহি)তম ব্যাসপূজা মহিমান্বিত পুষ্পার্ঘ্য নিবেদনে- ত্রিদন্ডী ভিক্ষু শ্রীভক্তিসুন্দর পর্য্যটক স্বামী।
শ্রীকৃষ্ণচৈতন্য মঠ (রেজিঃ)
ঈশোদ্যান, শ্রীমায়াপুর ধাম নদীয়া।