Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Tapa Advaita Dāsa (Mayapur - India)

শ্রীগুরু বন্দনা ও শ্রদ্ধাঞ্জলি

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে॥
নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে॥

“আমরা শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী আচার্যপাদের শ্রীচরণ কমলে আমাদের দণ্ডবৎ প্রণাম নিবেদন করি, যিনি শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে আশ্রয় গ্রহণ করে তাঁর অত্যন্ত প্রেষ্ঠ হয়েছেন। আমরা সেই শ্রীল জয়পতাকা স্বামী আচার্যপাদের শ্রীচরণ কমলে আমাদের দণ্ডবৎ প্রণতি নিবেদন করি, যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এবং পূর্বতন আচার্যবর্গের আকাঙ্ক্ষা, নির্দেশ এবং শ্রীপাদসরোজের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তিনি মুক্তহস্তে শ্রীমন্ নিত্যানন্দ প্রভুর কৃপা বর্ষণ করছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ধাম, উপদেশ ও দিব্য লীলার মহিমা প্রচার করছেন। তিনি সমস্ত গ্রাম এবং নগরবাসীর মধ্যে কৃষ্ণভাবনামৃত প্রচার করে তাদেরকে জড় বন্ধন থেকে মুক্ত করছেন।”

হে গুরুমহারাজ! আমরা আপনার অযোগ্য সন্তানদ্বয় ও দাসানুদাস/দাসী তপ অদ্বৈত দাস ও সীমন্তিনী ভক্তি দেবী দাসী। আপনি আমাদের পারমার্থিক দীক্ষাগুরু। আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশে এই কলিযুগে কৃষ্ণভাবনামৃত আন্দোলনকে সর্বত্র বিস্তার করতে অগ্রসর হয়েছেন। আপনার কৃপায় সহস্র সহস্র জীবাত্মা কৃষ্ণভাবনামৃত শিক্ষা গ্রহণ করে শ্রীভগবানের ভক্ত হয়ে উঠেছে, তার সাথে আমরাও গত ২০০৫ খ্রিস্টাব্দে আপনার নিকট হতে হরিনাম দীক্ষাপ্রাপ্ত হয়েছি। এই জগতে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর আদেশ এবং শ্রীল প্রভুপাদের ইচ্ছা পূর্ণ করতে আপনি আপনার জীবন নিরলস প্রচেষ্টা ও আধ্যাত্মিক সেবার দ্বারা অলংকৃত করেছেন।

হে গুরুমহারাজ! আপনার অপ্রাকৃত মহিমা বর্ণনা করা আমাদের মতো নরাধমের পক্ষে অসম্ভব। হে গুরুমহারাজ, শ্রীমায়াপুর ধামের উন্নয়ন সাধন করার মাধ্যমে আপনি শ্রীধামকে আজ বিশ্ব তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠা করেছেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমধর্মকে সকলের হৃদয়ে স্থাপন করবার জন্য আপনি বিভিন্ন দেশে কৃষ্ণভাবনামৃতের প্রচার কার্য পরিচালনা করেছেন। আপনার প্রজ্ঞা ও পরিশ্রমে শ্রীল প্রভুপাদের বাসনা আজ বাস্তব রূপ লাভ করেছে।

হে গুরুমহারাজ! আপনি সর্বদা জগৎবাসীকে এই শিক্ষা প্রদান করেন যে, “এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য কৃষ্ণপ্রেমই একমাত্র পন্থা।” আপনার কথামালা অন্তরে এক নবজীবনের বীজ বপন করে। আপনি নিরন্তর বলে থাকেন যে, “কৃষ্ণের নামগুণকীর্তন হল সমগ্র জগতের একমাত্র মুক্তি।”

আপনার প্রেরণায় সমগ্র পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ কৃষ্ণভাবনামৃত আন্দোলনের অংশীভূত হয়েছেন। বিভিন্ন ভাষায় আপনি বৈষ্ণবীয় ধর্ম প্রচার কার্য করেছেন। আপনার প্রচেষ্টায় সকল ভক্তগণ শ্রীকৃষ্ণের নামগুণকীর্তনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমগ্র জগতে শান্তি প্রতিষ্ঠা করছেন।

হে গুরুমহারাজ! আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আমি তাঁহার শ্রীচরণযুগলে করজোড়ে এই প্রার্থনা করি, আপনি যেন আমাদের হৃদয়ে ভক্তির উদয় ঘটিয়ে, শ্রীকৃষ্ণের চরণধুলির অধিকারী হতে কৃপা করেন। আজীবন যেন আপনার অহৈতুকি করুণার মর্জাদা আমরা রক্ষা করতে পারি। শ্রীকৃষ্ণ ও তাঁর প্রেমলাভের আশা তো অনেক দূরের কথা, আমাদের একমাত্র আশা আপনার শ্রীচরণধূলি, যা আমাদের একমাত্র আশ্রয়। যদি আমাদের দ্বারা কোনও উৎকৃষ্ট কার্য কখনো সম্পাদিত হয়ে থাকে বা হয়, তা কেবল আপনার শ্রীচরণে নিবেদন করেই পরম সুখ।

ভগবান শ্রীশ্রীনৃসিংহদেব, শ্রীশ্রীরাধামাধব, তথা শ্রীশ্রীপঞ্চতত্ত্বের নিকট আমাদের সকরুণ প্রার্থনা, তাঁরা যেন আপনাকে সর্বতোভাবে রক্ষা করেন এবং আমরা যেন আপনাকে আরও সুস্থ ও প্রাণবন্ত রূপে লীলাবিলাস করতে দর্শন করতে পারি।

আপনার শ্রীচরণযুগলে আমাদের শতকোটি প্রণাম জানাই। আপনার দৃষ্টান্তমূলক করুণাই আমাদের একমাত্র পাথেয়।

জয় পতিতপাবন শ্রীল গুরুমহারাজ কি জয়! জয় শ্রীল প্রভুপাদ কি জয়!

বিনীত নিবেদক,

তপ অদ্বৈত দাস (জে.পি.এস আর্কাইভস্‌ কার্যালয়ের সেবারত)

সীমন্তিনী ভক্তি দেবী দাসী (গৃহবধু)

শ্রীমায়াপুর ধাম, সরস্বতীনগর, নদীয়া, ভারতবর্ষ