Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Asim Shil (Guwahati - India)

|| শ্রীশ্রী গুরু-গৌরাঙ্গৌ জয়তুঃ ||

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে |
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে ||
নমো আচার্থপাদায় নিতাইকৃপা প্রদায়িনে |
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে || 

নমো ওঁ বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য অষ্টোতরশত গৌরবাণী-প্রচারকনিতাইপ্রিয়-পার্ষদ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৬ তম ব্যাসপুজার দিনে আমি তাঁর শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি।

জয় শ্রীল প্রভুপাদ!!

 হরে কৃষ্ণ, হে গুরু মহারাজ এই অধমের দণ্ডবৎ প্রনাম গ্ৰহণ করুন। আপনি অত্যন্ত কৃপালু, কিন্তু আমার মতো পতিত মহামুর্খের আপনার কৃপা-উপলব্ধির ক্ষমতা নেই। শুধুমাত্র আধ্যাত্মিক গুরুর কুপার প্রভাবেই একজন তাঁর মহিমা সম্পর্কে অবগত হতে পারে। দয়া করে আমার ওপর আপনার অহৈতুকী করুণাবর্ষণ করুন যেন আমি আপনার মহিমা, মহত্ত্ব সম্পর্কে অবগত হতে পারি এবং আপনার চরণকমলে সর্বতোভাবে নিজেকে সমর্পণ করতে পারি। 

 আমি আপনার অযোগ্য সন্তান। তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ নাম করার যোগ্যতা দান করো। জন্মে জন্মে যেন আপনাকেই আমি আমার গুরুমহারাজ পাই। আপনি নিজের জন্য না ভেবে সারাক্ষন যোগ্য বা আযোগ্য সন্তানদের কথা ভাবছ। তাদেরকে স্বয়ং সম্পূর্ণ ভক্ত হিসাবে গড়ে তোলার জন্য প্রয়াস করছ। আপনি কৃষ্ণকে অনুরোধ করে গোলোকে না গিয়ে আমাদের কাছে ফিরে এলে। বৈদিক তারামণ্ডল নির্মাণ, শ্রীনবদ্বীপ মণ্ডল এবং মায়াপুরে বিকাশ, প্রভৃতি সেভা সম্পন্ন করার পাশাপাশি শিশু শুলভ শিষ্য দের মজবুত করার জন্য আপনার এই বলিদান। আপনি শ্রীল প্রভুপাদের মহান শিষ্য । আমি কিভাবে একজন যোগ্য শিষ্য হতে পারব জানি না। তৃতীয় বছর আগে ২৮ মার্চ আমি আপনার কাছে আমি শ্রীচৈতন্য ভাগবতের পাঠে গিয়েছিলাম।দীর্ঘদিন পর পিতাকে দেখে আমার খুব ভাল লেগেছিল। সন্তান যখন বাবার কাছে গিয়ে বাবাকে সুস্থ দেখলে খুব ভাল লাগে। দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। তোমাকে ছাড়া আর কাকে বলব? আমার মনের দুঃখ তুমি তো আমার মনের মণিকোঠায় থেকেসব জান।তাই ভক্তিবিনোদ ঠাকুরের সেই কথা এখন আমার স্থিতি— “কবে হবে বল সে দিন আমার ,অপরাধ ঘুচি শুদ্ধ নামে রুচি, ক্রিপা বলে হবে হৃদয়ে সঞ্চার। তৃনাধিক হিন কবে নিজে মানি, সহিষ্ণুতাগুন হৃদয়েতে আনি, সকলে মানদ আপনি অমানী, হয়ে আস্বাদিব নাম রস সার।“

গুরু মহারাজ, তুমি আমাকে এই আশীর্বাদ দেওয়া নামগুন হৃদয়ে সঞ্চার করতে পারি।

৭৬ তম শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজের ব্যাস পূজার উপলক্ষ্যে একটি পদ্য লিখেছি!

ও গুরুদেব!

কবে মোর সেই দিন হবে !      

তোমার চরণ সেবা কবে হবে এই দাসের অধিকার
তোমার কৃপা বিহীন মোর 
সাধন-ভজনও ব্যর্থ শুনিয়াছি আমি
সাধু-বৈষবের শ্রীমুখতে ||১

তুমি পারো মোরে কৃষ্ণপ্রেস রস দিতে
কৃষ্ণ যে তোমার, তোমার শকতি আছে। 
তব কৃপা না হৈলে জীবন মোর বিফল 
দয়া কর হে গুরুদেব এই অধমের প্রতি ||২

শুনিয়াছি শাস্ত্রে বাক্যে শ্রীগুরু কৃপা না হৈলে কৃষ্ণ-
প্রেম নহি পায়,কৃষ্ণপ্রেম না হৈলে জন্ম ব্যর্থ
তব পাদপদ্ম করিয়াছি বহুকালে আত্মনিবেদন 
তব কৃপা না হৈলে কাঁদিয়া-কাঁদিয়া ||৩

জনম-মরণ-জরা এই সংসারে আছে ভরা 
অধম তুচ্ছ মুই তব কৃপাই আশায় পরিয়াছি
এই ধরায় কৃপা বর্ষণ কর তুমি এই অধমের প্রতি
 তব আশ্রয় হৈয়া একান্তে বসিয়া গৌরগুন করি ||৪

মোর মন,ভাল নাহি লাগে তব কৃপা বিহীন 
কবে হবে তব কৃপা মোর সেই দিন 
তব কৃপা বাঞ্ছা করি আছি জন্ম-জন্মান্তরে ধরি
কবে সেই দিন হবে এই অধমের প্রতি ||৫

দিন-রাত্রি গেল কর্মে ব্যস্তে তোমাকে ভুলিয়া 
সংসারে আসিয়া গুরু-কৃষ্ণ না ভজিয়া 
কি হবে মোর গতি তব কৃপা বিহীন 
মোর জীবন জ্ঞানহীন ||৬

তব শ্রীচরণ সেবা কবে হবে দাসের অধিকার 
কামে মোহে মস্ত্রে মোরে কর হে উদ্ধার 
হে মোর গুরু-মহাবাজ শ্রীল জয়পতাকা স্বামী 
দেও মোরে সেবা অধিকার ||৭

কি করে পাইব তব ‌ রাতুল শ্রীচরণ-কমল
ব্যর্থ এই জীবন না হইলে তোমার দাস
এই মোর আশা এই মোর অভিলাষ 
পুরাও অসীমের এই প্রার্থনা ||৮

প্রভুপাদের কৃপাধন্য শ্রীনিত্যানন্দ পার্ষদ 
তুমি মোর হৃদয়ের রাজ গুরুমহারাজ 
তব কৃপাতে ধন্য কর এই অধমকে 
তোমার চরণ সেবা মোর এই অভিলাষ ||৯

তোমার অযোগ্য সন্তান 

অসীম শীল (চরণাশ্রিত)

(Guwahati - India)