Hare Kṛṣṇa Dear Guru Mahārāja. I am Devapriya Govinda Dāsa, now serving under Bhaktivedanta Gītā Academy Śrī Śrī Puṇḍarīka Dhāma. I offer my respectful obeisances unto your lutus feet on our auspicious appearence day. I am offering a poetry for you, written by myself as a homage.
গুরুদেব কৃপা কর এ অধম জনে
মায়ার প্রভাবে সদা পাপে রত ভকতি নাই এ মনে
পতিত দেখিয়া শোধিলে তুমি দিয়া স্থান চরণে
তবু এ পামর মদমত্ত হয়া,থাকে সেবাহীন অকারণে
গৌরপ্রেমের বিজয়ধ্বজা স্থাপিয়া সর্বস্থানে
মোহিত করিছ এ ভুবন মধুর হরিনাম সংকীর্তনে
সহন করিছ সব যাতনা, শরীর ভীষম ব্যাথা
তবু থেমে নেই তব শ্রীমুখে অবিরাম গৌরকথা
জানি এসবি আমদেরি লাগি,ভাবিয়া মোদের কথা
তবু এ মন কৃষ্ণবিমুখ বিচরিছে যথা তথা।
আজি এ দাসে কর তুমি দয়া, দাও মোরে শকতি
তোমারি আদেশ পালিয়া যেন প্রচারিতে পারি ভক্তি
ব্যাসপূজায় প্রণমি তোমায়, চাহিয়া তোমার সুস্থতা
দেবপ্রিয় দাস করে প্রার্থনা প্রভু চরণে সদা