Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Sumadhura Nandasuta Dāsa (Durgapur - India)

হরে কৃষ্ণ দণ্ডবৎ প্রণাম গুরুদেব।

আপনার ৭৬ তম ব্যাস পূজা উপলক্ষে আমার প্রণাম গ্রহণ করুন।

নমো ওঁ বিষ্ণুপাদায় পেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।

শ্রীল প্রভুপাদের জয়।

সর্বপ্রথম আপনাকে অনেক শুভেচ্ছা আপনার ৭৬ তম জন্মতিথি উপলক্ষে। কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যাতে এই অধম ব্যক্তি আপনার মত মহান আচার্যের গুণ মহিমা করতে সক্ষম হয় । কারণ আপনার মত মহান আচার্যের গুরু মহিমা করার যোগ্যতা আমার নেই কিছু ভুল ত্রুটি হলে নিজের অযোগ্য সন্তান হিসেবে ক্ষমা করবেন। 

"ব্যাসপূজা" যে দিনটি জন্য সকল শিষ্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকে। কখন গুরু মহারাজ নিজের ব্যাসাসনে পদার্পণ হবেন। দিনটি হচ্ছে সেই দিন যেদিন গুরুদেব এই ধরাধামে আবির্ভূত হন আমার মত অধমকে উদ্ধার করার জন্য এবং শ্রীল প্রভুপাদ তথা ভগবানের শ্রী চরণে ফিরে নিয়ে যাওয়ার জন্য । এই দিনটি প্রত্যেকটা শিষ্য এক আলাদা অনুভূতিতে আচ্ছন্ন হয়ে থাকে। আমি মাঝে মাঝে শ্রীল প্রভুপাদকে অনেক ধন্যবাদ জানাই যিনি আমাকে আপনার মত একজন গুরুদেব প্রদান করেছেন। আপনার এই সীমাহীন কৃপা ছাড়া আমি কোনদিনই এই ভক্তি জীবনে আসতাম না বা টিকে থাকতে পারতাম না। দয়া করে এই ভাবেই সারা জীবন আমাকে কৃপা করবেন গুরুদেব। যদিও আমি সেই কৃপার যোগ্য নয় দীক্ষার পরেও অনেক পাপ আচরণ করে চলেছি সঠিকভাবে ১৬ মালা করতে পারছিনা। তবুও এই অধমকে আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। আপনার এই বিরামহীন কৃপা ফলে আমি শ্রীল প্রভুপাদ তথা ভক্তি সিদ্ধান্ত ঠাকুর প্রভুপাদের মতো মহান মহান আশ্চর্যকে জানতে পেরেছি। জেনেও যে আমি তাদের সকল নিয়ম সঠিকভাবে পালন করছি তা নয় কিন্তু আপনার এই কৃপা ছাড়া আমি কোনদিনই তাদেরকে চিনতে পারতাম না। আপনার কৃপা না থাকলে আমি জানতে পারতাম না যে প্রভুপাদ কে বা তিনি এই ধরাধামে এসেছেন কি করতে। সর্বোপরি আমি চিনতে পারতাম না শ্রীচৈতন্য চরিতামৃত তথা মহাপ্রভু , নিত্যানন্দ প্রভুকে যে তারা কতটা কৃপাময়। আপনি আমার জীবনের সেই আগুন যে আগুন ছাড়া একটা প্রদীপ অচল। আমার জীবন যদি নৌকা হয় আপনি সেই নৌকার পাল যেটা ছাড়া নৌকা কোনভাবেই এগোতে পারবে না। আপনি আমার জীবনের সেই ব্যক্তি যে ব্যক্তিকে আমি স্বপ্নেও হারাতে চাই না। যেভাবে আপনি আমার প্রত্যেকটি পদক্ষেপ ক্ষমা করে নিজের সীমাহীন কৃপা করে চলেছেন। আমি দিনে দিনে কালে কালে অনেক পাপ আচরণ করে ফেলছি। কিন্তু আপনি সেগুলি লক্ষ্য না করে আমাকে নিজের বিরামহীন কৃপার মাধ্যমে আঁকড়ে ধরে রেখেছেন যাতে মায়া আমাকে গ্রাস করতে না পারে। আপনার মতন মহান আচার্যের গুণ মহিমা করার যোগ্যতা আমার মধ্যে নেই। আমি জানিনা আপনাকে কি ভাবে বলে বোঝাবো আপনি আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সর্বোপরি সকলেই আপনার শুভ আবির্ভাব দিনে আপনাকে কিছু দিয়ে যায় কিন্তু এই অধম দাস আপনার এই ৭৬ তম শুভ আবির্ভাব তিথির দিনে এই কামনা করি যে আমার জীবনে সংসার ও মায়ার ফলে যেই ওঠা পড়া আসুক না কেন আমি যেন সারা জীবন আপনার শ্রীচরণ কমল আকড়ে ধরে থাকতে পারি। কোনভাবেই সেই চরণ কোমল থেকে আমি যেন বঞ্চিত না হই। তাছাড়াও এটি আমার আপনার কাছে অনুরোধ যে জীবনে যা কিছু হয়ে যাক দয়া করে আমাকে আপনি আপনার চরণ কোমল থেকে সরিয়ে দিবেন না। আর দয়া করে আমাকে কৃপা করুন যাতে আমি সঠিকভাবে আমার মালা শেষ করতে পারি। এবং সর্বোপরি শ্রীল প্রভুপাদের সকল গ্রন্থ অধ্যায়ন করার সময় আমার যেন মনোযোগ সেই গ্রন্থের উপর থাকে। কারন আপনার কৃপা ছাড়া এই সকল কিছুই সম্ভব না। একমাত্র আপনি পারেন আমাকে শ্রীল প্রভুপাদ কাছে নিয়ে যেতে এছাড়া আমার কাছে আর কোন উপায় নেই। আর আপনার এই শুভ আবির্ভাব তিথির দিনে আমি আপনাকে প্রতিজ্ঞা করছি জীবনেই যায় আসুক আমি আমার ১৬ মালা শেষ করবোই এবং প্রত্যেকদিন শ্রীল প্রভুপাদ গ্রন্থ অধ্যায়ন করব। এবং আপনি শ্রীল প্রভুপাদের কাছে প্রার্থনা করবেন যাতে আমি একজন ভালো ভক্ত তথা একজন ভালো প্রচারক হতে পারি। 

ইতি 

আপনার অকাজের ও অযোগ্য সন্তান 

সুমধুর নন্দসুতো দাস