Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā
2022

Asia
Bangladesh

হে মহান তব গুনগানে

মোর আঁখিদ্বয় হয় সিক্ত,

তুমিই তো সেই পতিতপাবন

বিষয় ভোগেতে রিক্ত।

যাঁহার বদান্যতা তপ্ত রবিকরে ছায়াদায়ি বট বৃক্ষকেও বক্রোক্তি করে,যাহার শ্রীকন্ঠ নিঃসৃত চৈতন্য চরিত বৈষ্ণবগনের চিত্তে রসায়ন স্বরূপ। যিনি তাপক্লিষ্ট জনগণের পরিত্রানে তিতিক্ষামুর্তি

তথা রূপানুগ সম্প্রদায়ের প্রবাহিত আদর্শের দীপ্তিমান ধ্রুবতারা।ভুমিতে লুটিয়ে দন্ডবৎ প্রনতি

অর্পন করছি সেই পরমহংস পরিব্রাজকাচার্য ওঁবিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুমহারাজের শ্রীপাদপদ্মে।নিত্যকাল মহিমান্বিত হোক আপনার মহিমান্বিত ব্যাসপুজা।

গুন মহিমা রচনায়,

শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শ্রীচরনাশ্রিত
শ্রীমান অভয় রাজ তুফান

তাড়িনি কুমার সড়ক,কাউনিয়া,বরিশাল,বাংলাদেশ।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।

শ্রদ্ধেয় শ্রীল গুরু মহারাজ,

কৃপাপূর্বক আপনার শ্রীপাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। আপনার ৭৩ তম ব্যাসপূজা মহা মহোৎসব জয়যুক্ত হোক। জয় শ্রীল প্রভুপাদ! জয় শ্রীল গুরু মহারাজ!

হে পতিতপাবন শ্রীল গুরুদেব,

আপনার মহিমা বর্ণনা করার মতো কোন যোগ্যতা ও উপলব্ধি কোনোটিই আমার নেই। তবুও আপনার আবির্ভাব তিথির এই মহান ক্ষণে আপনাকে আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি আমাকে শ্রীল প্রভুপাদ, সম্পূর্ণ গুরু পরম্পরা ধারা আর সর্বোপরি শ্রীকৃষ্ণের সাথে যুক্ত করেছেন। কী যে অমূল্য ধন আমি পেয়েছি, তা হয়তো সবসময় উপলব্ধি করতে পারি না, কিন্তু যখন আশেপাশের কৃষ্ণবিমুখ লোকেদের কৃষ্ণ থেকে অনেক অনেক দূরে সরে গিয়ে কেবলমাত্র এই জড়জগত আঁকড়ে ধরে সুখী হওয়ার অলীক স্বপ্ন দেখতে দেখি, তখন সত্যিই কতটা কৃতজ্ঞ বোধ করি জানা নেই। বলতে ইচ্ছে করে বারবার, “ধন্যবাদ গুরু মহারাজ, ধন্যবাদ শ্রীল প্রভুপাদ।”

হে হৃদয়ের রাজ গুরু মহারাজ,

আপনি সর্বদা আমাকে দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। কোন সমস্যা, সংশয় বা প্রশ্ন যাই মনে মনে চিন্তা করি না কেন, হয়তো কখনও সাহস করে জিজ্ঞেসও করে উঠতে পারি না, কিন্তু আপনি আপনার উদ্ধৃতি, প্রবচন, গ্রন্থ বা কোন ভক্তের মাধ্যমে সেই সময়েই আমাকে সব আশঙ্কা থেকে মুক্ত করেন। বিগত দিনগুলিতে এটিই কেবলমাত্র আমার ধারণা ছিল। সম্প্রতি কিছু অভিজ্ঞতা থেকে বুঝলাম আপনি আসন্ন প্রতিকূলতা বা সমস্যার সমাধানও প্রদান করে দেন আগে থেকেই। আপনি সর্বদাই আমাদের নিয়ে চিন্তিত।

আপনি নিজে শারীরিকভাবে সুস্থ অনুভব না করা সত্ত্বেও কেবলমাত্র আমাদের খুশি রাখতে, আমাদের আপনার সাথে যুক্ত রাখতে গভীর রাত হয়ে যাওয়ার পরও প্রবচন, প্রশ্নোত্তর পর্ব, জুমে দর্শন চালিয়ে যান। এত করুণা আর কে প্রদান করবে? আপনি নিজেকে সর্বতোভাবে আমাদের নিকট প্রদান করে চলেছেন।

হে নিতাই কৃপাপ্রদায়িনে,

আপনি আপনার নিজ দৃষ্টান্তের মাধ্যমে বারংবার প্রদর্শন করছেন, কিভাবে গুরু-কৃষ্ণের সেবায় নিজেকে সর্বতোভাবে নিবেদন করতে হয়, কিভাবে দেহগত চিন্তার ঊর্ধ্বে উঠতে হয়, কিভাবে সর্বক্ষণ শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর লীলারসে ডুবে থাকতে হয়, কিভাবে সবকিছুর মধ্যেই কৃষ্ণকে দর্শন করতে হয়, কিভাবে নিজের সাধনায় অবিচল থাকতে হয়, কিভাবে গুরুদেবের নির্দেশ ঐকান্তিকতা সহকারে পালন করতে হয়, কিভাবে সর্বক্ষণ প্রচার করতে হয়, কিভাবে বদ্ধ জীবদের কৃপা করতে হয়, কিভাবে কর্তব্যকর্ম অব্যাহত রাখতে হয়। আপনি নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিচ্ছেন প্রতিনিয়ত।

কোনরকম যোগ্যতা, শুদ্ধতা, মনোভাব না থাকার পরেও আপনি আমাকে আপনার সেবায় যুক্ত থাকার সুযোগ প্রদান করেছেন। আপনি ভালোভাবেই জানেন, আপনার এই নগণ্য, অযোগ্য সন্তানকে আপনার হাতছাড়া করলে মায়ার সমুদ্রে হাবুডুবু করা ছাড়া তার আর কোন উপায় থাকবে না। পিতা যেমন তার অযোগ্য সন্তানের প্রতি অধিক স্নেহশীল, আপনিও তেমনই আপনার এই অযোগ্য কন্যার প্রতি অধিক কৃপাময়, একইসাথে চিন্তিতও।

“শ্রীবিগ্রহারাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দিরমার্জনাদৌ
যুক্তস্য ভক্তাংশ্চ নিযুঞ্জতোহপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দ।।”

আপনি অত্যন্ত কৃপাপরবশ হয়ে আমাকে শ্রীবিগ্রহসেবা করার সুযোগ দিয়েছেন। একটি প্রবচনে শুনছিলাম, আমাদের নিজেদের ইচ্ছার কারণে আমরা বিগ্রহ গৃহে আনয়ন বা সেবা করতে পারি না। কেবলমাত্র গুরুদেব সেই ইচ্ছার সঞ্চার করেন বলেই তা সম্ভব হয়। আমার কোন আগ্রহ বা যোগ্যতা না থাকার পরেও আপনি আমাকে সেই মহামূল্য সুযোগ প্রদান করেছেন।

গুরুদেব,

এত করুণা, এত কৃপা পাওয়া সত্ত্বেও আমার বৈষ্ণব দোষ দর্শনরূপ দুর্দৈব এতই প্রবল যে, তা আমাকে ভক্তিতে স্থির হতে দিচ্ছে না। যখন আপনার বরিষ্ঠ ভক্তদের কাছ থেকে তাদের উপলব্ধি শ্রবণ করি, তখন সত্যিই নিজের অধঃপতিত স্থিতি ও আমি যে আপনার উপর একটি বোঝা তা বুঝতে পারি। সত্যিই আমি আপনার উপর থেকে সেই বোঝা কমাতে চাই। আপনি শারীরিক অসুস্থতার মধ্যেও আপনার প্রবচন, প্রতি মাসের শুরুতে বিশেষ বার্তা পাঠানো, জেপিএস ই-কেয়ার মাধ্যমে ভক্তদের যত্ন নেওয়া, ইমেইলে ভক্তদের ব্যক্তিগত সমস্যার সমাধান করা- সব অব্যাহত রেখেছেন। আর আমি এতই হতভাগা যে, আপনার সকল প্রবচনে আমি অংশগ্রহণ করি না, মনোযোগ দিয়ে শ্রবণ করি না। আমি যে এখনও ভক্তিজীবনে টিকে আছি, তা কেবলমাত্র আপনার প্রার্থনার জন্যই। আমার কোন ভক্তিবল নেই। প্রতিষ্ঠাশা, নাম, যশ, উপাধি, লোকদেখানো ভক্তি - এই সবেতে ভর দিয়ে আমি দাঁড়িয়ে আছি।

গুরু মহারাজ,

আমাকে কৃপা করুন যেন আপনার দেওয়া সমস্ত নির্দেশনা উপলব্ধি করে তা পালন করতে পারি। আপনার মনোভাব যেন হৃদয়ে ধারণ করে ভক্তিতে ঐকান্তিক হতে পারি আর অন্যদেরও সাহায্য করতে পারি। আমি কেবলমাত্র আপনাকে আশ্রয় করতে চাই। আমার এই সম্পূর্ণ জীবন যেন কেবলমাত্র আপনার সেবায় নিয়োজিত করতে পারি আর একসময় কৃষ্ণকে ভালোবাসতে পারি। যদি আমি কখনও কিছু ভালো করতে পারি, তার কৃতিত্ব যেন আপনার শ্রীপাদপদ্মে নিবেদন করতে পারি। সব উপাধির বাসনা থেকে মুক্ত হয়ে সর্বক্ষণ কৃষ্ণচিন্তা করতে পারি। মায়ার বিরুদ্ধে এই লড়াইয়ে এই অধমের আপনি ছাড়া কোন আশা নেই।

আপনার নিত্য সেবিকা হওয়ার আকাঙ্ক্ষী

আপনার অধম, অযোগ্য পারমার্থিক কন্যা,

আনন্দময়ী কলাবতী দেবী দাসী (দীক্ষা)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

প্রিয় পারমার্থিক পিতা,

আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন!

আপনার ব্যাসপূজায় আমি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে প্রয়াস করছি

আপনি আমাকে কৃপাসিক্ত করেছেন, আমাকে জড়জাগতিক বদ্ধজীবন- জন্মমৃত্যুর চক্রের অন্ধকূপ থেকে উদ্ধার করেছেন এবং অগণিত আশীর্বাদ প্রদান করেছেন আপনি শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রতি নগরাদি গ্রামে প্রচার করার জন্যে অশেষ ঝুঁকি এবং সীমাহীন কষ্টস্বীকার করেছেনআমি এই ভেবে অন্ধ ছিলাম যে, ইন্দ্রিয়তৃপ্তিই জীবনের মূল লক্ষ্য কিন্তু আপনি আমাদের প্রদর্শন করেছেন যে কীভাবে শ্রীশ্রী রাধামাধব, শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করাই জীবনের প্রকৃত লক্ষ্য, এবং পরমেশ্বর ভগবানই একমাত্র আশ্রয় তাই এভাবেই আপনি আমাদের জীবনের প্রকৃত অর্থ আনন্দ প্রদান করেছেন

গত ১৪ বছরে আপনি অনেক স্বাস্থ্য সংক্রান্ত প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন এবং তা স্বত্বেও আপনি আপনার গুরুদেব প্রদও নির্দেশনাসমূহ পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন

আপনার পরিভ্রমণ দিনগুলো বেশ কঠিন হয়ে পড়েছে কিন্তুু আপনি মায়ার কবল থেকে বদ্ধ জীবদের উদ্ধার করার জন্য সর্বদা প্রস্তুত, সেটি ভেবে আমি চির কৃতজ্ঞ

আমি রাধামাধব অষ্টসখী, মায়াপুর চন্দ্র, পঞ্চতত্ত্ব এবং প্রহ্লাদ নরসিংহদেবের নিকট এই প্রার্থনা করি আপনি যেন সুস্থ থাকেন আর আমরা যেন আপনাকে আরো দীর্ঘদিন আমাদের মাঝে পাই আপনাকে হে গুরুদেব

আপনি বৈদিক তারামণ্ডলের বৃদ্ধি, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা গৌরমণ্ডল ভূমির উন্নয়ন এবং কোন না কোন পন্থায় সারস্বত শিষ্যপরম্পরাকে একত্রিতকরণ, কৃষ্ণভাবনার প্রসারকে অসীম বিবর্ধন এবং শ্রীল প্রভুপাদ প্রদও আরো অনেক নির্দেশনা বাস্তবায়ন করছেন আপনি চিন্ময় সাহিত্যসমূহ জনগণের মাঝে বিতরণ,সকল শিষ্য-শিষ্যা,শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের প্রযত্ন এবং নির্দেশনা প্রদান করছেন যেন শ্রীল প্রভুপাদের মনোভিলাষ পূরনার্থে তাঁরা আপনাকে সহায়তা করতে পারে এবং আরো অন্যান্য সেবায় যত্নবান হয় বাণী প্রচারে উপযোগী হয়

নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু তিনি কারও যোগ্যতা বিচার করে দেখেন না তদ্রুপ আপনিও কৃপাবারি বিতরণে অত্যন্ত উদার অকাতরে সবাইকে কৃষ্ণপ্রেম প্রদান করছেনআমি আপনার শ্রীচরণ লাভের আকাঙ্খী হয়ে আপনার কৃপা প্রাপ্ত হতে অভিলাষ করি

আমাকে এই গভীর অন্ধকারাচ্ছন্ন বদ্ধ জীবদ্দশা থেকে আপনার সেই অমৃতরূপ কৃপাবলে ভক্তিমূলক সেবাকার্যে অবিরতভাবে যুক্ত থাকতে আমাকে আশীর্বাদ প্রদান করুন ওহে গুরুদেব” - আমাকে কৃপাবিন্দু দান করুন

আপনি প্রতি নগরাদি গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছেন আপনার আবির্ভাবের এই পূণ্য তিথিতে আমি আপনার কৃপাভিক্ষা করি

আপনার অযোগ্য সন্তান

গোপবন্ধু গোবিন্দ দাস (dīkṣā)
নারায়ণগঞ্জ, বাংলাদেশ

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

প্রিয় গুরুদেব,

আপনার শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম গ্রহন করুন শ্রীল প্রভুপাদের জয় হোক। আপনার শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।

হে গুরুদের,আমি নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করি কারন আপনি আমার পিতা।এর পরেও তার পূর্ণ সদ্ব্যব্যবহার আমি করতে পারি না।তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী।আমি যখনই কোনো দ্বিধা-দ্বন্দ্বের বা সমস্যার সম্মুখীন হই তখনই আপনি আমাকে তা থেকে উত্তোলন করেন জাদুকর এর মতো। আপনি সত্যিই আমাদের ম্যাজিকম্যান।

আপনি আমাকে মন্দির নির্মাণের মতো বড় সেবার জন্য পড়াশোনা করতে বলেছেন।আমি প্রায় সময়ই অসুস্থ থাকি এবং পারিবারিক সমস্যার কারণে পড়াশোনাতে কিছুটা সমস্যা হচ্ছে। তবুও আমি চেষ্টা করছি আপনার আদেশ পালন করতে।

আপনি সব প্রায় সময়ই বড়দির স্বপ্নে আসতেন, তখন আমি ভাবতাম কবে আপনি আমার স্বপ্নে আসবেন।তারপর আপনি বেশ কয়েকবার এসেছিলেন আমার স্বপ্নে।

একটি স্বপ্নে আমি কোনো কারনে অনেক কান্না করছিলাম আর আপনি তখন বললেন, “I am always with you”. গুরুদেব আপনি সর্বদাই আমার সাথে থাকেন তা আমি সবসময়ই অনুভব করি।

আপনি আবারো স্বপ্নে এসেছিলেন, আমাকে আর বড়দিকে একসাথে দীক্ষা প্রদান করছেন।আপনি স্বপ্নে এসে আমাকে আর বড়দিকে জপ মালা দিয়েছিলেন। কিন্তু নাম নাম দেননি।আমি চাই আপনি বাস্তবে আমাদের দীক্ষা প্রদান করুন একসাথে।

হে গুরুদেব,আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেনো আপনাকে কখনো ভুলে না যাই এবং আপনাকে শ্রীল প্রভুপাদ এর সেবায় সাহায্য করতে পারি। আপনি দয়া করে কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না।আপনি সর্বশ্রেষ্ঠ পিতা।নিজের যত্ন নিবেন।আপনাকে আমাদের প্রয়োজন।

আপনার জয় হোক।

শ্রীল প্রভুপাদ এর জয় হোক।

আপনার শ্রীপাদপদ্মের নিত্য সেবা অভিলাষী

কানন দাসী (চরণাশ্রিত)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

প্রিয় গুরুদেব,

আপনার শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম গ্রহন করুন শ্রীল প্রভুপাদের জয় হোক। আপনার শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।

হে গুরুদের,আমি নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করি কারন আপনি আমার পিতা।এর পরেও তার পূর্ণ সদ্ব্যব্যবহার আমি করতে পারি না।তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী।আমি যখনই কোনো দ্বিধা-দ্বন্দ্বের বা সমস্যার সম্মুখীন হই তখনই আপনি আমাকে তা থেকে উত্তোলন করেন জাদুকর এর মতো। আপনি সত্যিই আমাদের ম্যাজিকম্যান।

আপনি আমাকে মন্দির নির্মাণের মতো বড় সেবার জন্য পড়াশোনা করতে বলেছেন।আমি প্রায় সময়ই অসুস্থ থাকি এবং পারিবারিক সমস্যার কারণে পড়াশোনাতে কিছুটা সমস্যা হচ্ছে। তবুও আমি চেষ্টা করছি আপনার আদেশ পালন করতে।

আপনি সব প্রায় সময়ই বড়দির স্বপ্নে আসতেন, তখন আমি ভাবতাম কবে আপনি আমার স্বপ্নে আসবেন।তারপর আপনি বেশ কয়েকবার এসেছিলেন আমার স্বপ্নে।

একটি স্বপ্নে আমি কোনো কারনে অনেক কান্না করছিলাম আর আপনি তখন বললেন, “I am always with you”. গুরুদেব আপনি সর্বদাই আমার সাথে থাকেন তা আমি সবসময়ই অনুভব করি।

আপনি আবারো স্বপ্নে এসেছিলেন, আমাকে আর বড়দিকে একসাথে দীক্ষা প্রদান করছেন।আপনি স্বপ্নে এসে আমাকে আর বড়দিকে জপ মালা দিয়েছিলেন। কিন্তু নাম নাম দেননি।আমি চাই আপনি বাস্তবে আমাদের দীক্ষা প্রদান করুন একসাথে।

হে গুরুদেব,আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেনো আপনাকে কখনো ভুলে না যাই এবং আপনাকে শ্রীল প্রভুপাদ এর সেবায় সাহায্য করতে পারি। আপনি দয়া করে কখনো আমাদের ছেড়ে চলে যাবেন না।আপনি সর্বশ্রেষ্ঠ পিতা।নিজের যত্ন নিবেন।আপনাকে আমাদের প্রয়োজন।

আপনার জয় হোক।

শ্রীল প্রভুপাদ এর জয় হোক।

আপনার শ্রীপাদপদ্মের নিত্য সেবা অভিলাষী

কানন দাসী(চরণাশ্রিত)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

হে পরমারাধ্য গুরু মহারাজ,

আপনার পদ্ম চরনে আমার শতকোটি প্রনাম গ্রহণ করুন। এই জগতে আপনার শুভ আবির্ভাব সর্বজয়যুক্ত হোক।

হে গুরুদেব,

আপনার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এই জড়জগত ক্লেশপূর্ণ। আপনি জানেন একটি ঘটনা আমাকে কতটা ভেঙ্গে দিতে পারতো। কিন্তু আপনি আমাকে এমনভাবে আগলে রেখেছেন যেন আমি কোনো অবস্থাতেই কষ্ট অনুভব না করি। ঘটনাটি আমাকে বারবার ভাবিয়েছে আপনি আমার পাশে সবসময় আছেন। আমার জীবনে আপনার গুরুত্ব আমাকে বুঝিয়েছেন।আমার হৃদয়টাকে আপনি এমনভাবে জোড়া লাগিয়েছেন যেন সেটি কোনোভাবেই ব্যথা অনুভব না করে। আপনি আমাকে একটি মেসেজের উত্তরে বলেছিলেন (আমার প্রিয় কান্তা দাস) আমি এই ঘটনার পর প্রতি মূহূর্তে অনুভব করতে পেরেছি, সত্যিই আপনার সন্তানরা কতটা প্রিয় আপনার কাছে।

হে বার্ষভানবী-মুরারীর প্রাণধন,

আপনার আশীর্বাদে আমরা কয়েকজন ভক্ত একত্রে গত ডিসেম্বর ২০২১ আপনার আরাধ্য প্রাণধন শ্রীশ্রী বার্ষভানবী মুরারী - গৌরসুন্দরের কাছে যাওয়ার সৌভাগ্য লাভ করি হ্যাঁ এর আগেও বেশ কয়েকবার আমি শ্রীশ্রী পুন্ডরীকধামে গিয়েছি,তবে ধামের মাহাত্ম্য কোনোদিন এত বিস্তারিতভাবে অনুভব করার সৌভাগ্য আমার কখনো হয়নি। কিন্তু ডিসেম্বরে আমি যখন যাই তখন প্রতিটা মুহূর্তে এটাই অনুভব করেছি আপনি বার্ষভানবীর কাছে আমার জন্য কীভাবে প্রার্থনা করেন।বার্ষভানবী-মুরারী গৌরসুন্দর এবং তাদের সেবক-সেবিকাদের থেকে পাওয়া এত ভালোবাসা কখনোই আমার পাওয়ার যোগ্যতা নেই। এই সবকিছু আমি অনুভব করেছি বা বার্ষভানবী-মুরারী গৌরসুন্দরের এতটা ভালবাসা পেয়েছি শুধুমাত্র আপনার আশীর্বাদের মাধ্যমে। প্রতিটা মূহুর্ত আমাকে এটাই বুঝিয়েছে আপনি আপনার এত ব্যস্ততার মধ্যেও আমার জন্য কখনো প্রার্থনা করতে ভুলে যাননা।

হে গুরুমহারাজ,

আমি শ্রদ্ধার্ঘ্য লিখা শুরু করার একটু আগেই, মা ভাগবতম্ প্রভুপাদ তাৎপর্যে পড়ছিল- গুরুদেবকে সন্তুষ্টি বিধান না করে তাঁর কাছ থেকে কিছু আমরা চাইতে পারিনা।

আমি এতটাই পাপী সন্তান আমি সবসময় আপনার কাছ থেকে বিভিন্ন কিছু চেয়ে আপনার উপর চাপ সৃষ্টি করে থাকি। কিন্তু আপনি কোনকিছুতে কখনো বিরক্তি প্রকাশ করেন না। বরং আমাকে সবসময় আপনার আশীর্বাদ দ্বারা অবাক করে দেন। আমার মতো একজন কুলাঙ্গার সন্তানের এত কৃপা পাওয়ার অধিকার কী আদৌ আছে?

ঠিক তেমনি আমি অবাক হয়েছিলাম আপনি যখন আমার জন্মদিনে এত বড় কেক কেটেছিলেন,আমি সেটির ছোট্ট একটি ভিডিও পেয়েছিলাম এবং আবারো জুম কেক কাটা এত আশীর্বাদ দিচ্ছিলেন। আমি তখন আশেপাশে অন্ধকার এবং আলো হিসেবে শুধু আপনাকে দেখছিলাম।আরো বেশি অবাক করেছেন যখন আপনি এতো ব্যস্ততার পরেও সদূর মায়াপুর ধাম থেকে আমার জন্মদিনের এত উপহার আমার বাড়িতে বাংলাদেশে পাঠিয়েছেন। প্রতিটা উপহার আমি যত্ন সহকারে পেয়েছি। আপনি আমাকে আশীর্বাদ করবেন যেন আমিও আপনাকে উপহার দিতে পারি আমার আচার এবং প্রচারের মাধ্যমে। আমি যেনো নিজেকে আচারের দ্বারা তৈরি করতে পারি প্রচারের জন্য।

হে পরমপিতা,

আমি অনুভব করতে পারি আপনার এত আশীর্বাদ বর্ষণ দ্বারা- আমি এই পারমার্থিক জীবনে থাকতে পারছি। আমাকে অনুগ্রহপূর্বক দৃঢ়তা প্রদান করুন, যেন আমি কোনো বৈষ্ণবের দোষ দর্শন না করি,কোন বৈষ্ণব অপরাধ যেন না করি।আমাকে ধৈর্য প্রদান করুন, যেন আমি এই জড়জগতের দেওয়া কোন ক্লেশ দ্বারা বিব্রত হয়ে ভক্তিজীবন ছেড়ে না যাই। যেনো আমার হৃদয় এবং মুখ সবসময় আপনার গুনমহিমা কীর্তনে ব্যস্ত থাকে।

হে গুরুদেব,

আপনি যে স্বপ্নদর্শনে আমাকে গঙ্গাদেবীর পূজা করতে বলেছিলেন এখন আমরা গঙ্গাদেবীর সেবা করছি। যদিও আমি সবসময় করতে পারিনা। আমাকে আশীর্বাদ করুন যেনো আমি নিষ্ঠা সহকারে গঙ্গাপূজা করতে পারি। আপনি এই গৃহে নিঃসন্দেহে বিরাজমান।কিন্তু আমি চাই আপনি স্বশরীরে এই গৃহে পদার্পণ করুন।আমি অল্প অল্প করে রান্না শিখছি আপনার সব প্রিয় রেসিপিগুলি এবং কেক বানাতেও শিখেছি।আমি চাই আপনি সরাসরি সেগুলি গ্রহণ করুন।গুরুমহারাজ, আমাদের বাসায় এখন অনেক সুন্দর নিতাই গৌর-সুন্দর আছে।তারা বিভিন্ন লীলা করেন সিংহাসনে বসে বসে, আর তিরোপতি বালাজীও।আমি নতুন এখন তুরবান বাধা শিখেছি।আপনি আশীর্বাদ করুন যেনো আমি ভক্তিসহকারে,প্রেম দ্বারা বিগ্রহসেবা করতে পারি।

হে পিতা,

যদিও আপনি আপনার দিব্য দৃষ্টি দ্বারা সবসময় আমাকে পর্যবেক্ষণ করে থাকেন, আপনি জানেন আমি আপনার কতটা অপরাধযুক্ত সন্তান।আমি আত্মসমর্পণ করছি আপনার পদ্মচরণকমলে,আমাকে কৃপাপূর্বক আপনার পাদপদ্মে আশ্রয় প্রদান করুন।আপনি ঠিক যেভাবে প্রত্যাশা করেন আমি যেনো সেভাবেই আচরণ করি।

হে গুরুদেব,

আপনাকে হৃদয়ের গভীর থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আগলে রাখার জন্য।আমাকে আশীর্বাদ করুন যেনো আমি ১৬মালা জপ করি এবং চারটি বিধিনিষেধ পালন করি এবং আপনাকে সাহায্য করতে পারি যেনো আপনার কাছ থেকে দীক্ষা নিবো বলে আপনাকে বিব্রত না করি। নিষ্ঠা সহকারে আচারের পরেই যেনো আমি এবং কানন একসাথে আপনার সামনে গিয়ে আপনার শ্রীহস্ত থেকে সরাসরি দীক্ষার জপমালা গ্রহণ করতে পারি।আমার পুরো পরিবারের জন্য আশীর্বাদ করবেন যেনো আমরা সবাই একত্রিতভাবে ভক্তিজীবন পালন করতে পারি।

আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।

শ্রীল প্রভুপাদ এর জয় হোক।

আপনার পদ্মচরণ সেবার নিত্য অভিলাষী ঋণবদ্ধ কন্যা,

কান্তা দাস (চরণাশ্রিত)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ

 শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু 

শ্রী শ্রী জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৩তম ব্যাসপূজায়,গুরু দেবের অযোগ্য ও অধম সন্তান প্রিয়শি আচার্য্য এর শ্রদ্ধাঞ্জলি।

হে পতিত পাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ কৃপা করে এই অধম পতিতের সশ্রদ্ধ্য প্রণাম গ্রহণ করুন।২০১৭ সালে নবেম্ভর মাসের ১৮ তারিখ সিলেট যুগলটিলা মন্দিরে,এই অধমকে আপনার অগাধ কৃপা বারির কৃষ্ণ প্রেমরুপ জলের ন্যায় আপনার শ্রী চরণে আশ্রিত করেছিলেন।ঐদিন আমি প্রথম আপনার দর্শন লাভ করেছিলাম।তখন মনে হয়েছিলো আপনার সঙ্গে আমার জন্ম-জন্মান্তরের কোনো দিব্য সম্পর্ক রয়েছে।

হে পিতা,আপনি অসীম করুনা ময়।তাইতো আমার মতো এই আধম পাপীকে আপনার চরণে আশ্রয় দিয়েছেন।আপনার শ্রী চরণে একটিই মিনতি,এই পতিতকে "আপনার ও কৃষ্ণের" সেভা করার সুযোগ দান করুন।সত্যি যদি আপনি না হতেন,তবে নদীতে ভেসে যাওয়া খড়-কুটোর মতো আমিও ভেসে যেতাম।কৃষ্ণ প্রেম ও সেবা লাভ করা ছরাই আমার জীবন ব্যাথ্য হয়ে যেত।

               শ্রী গুরুদেবের চরনে প্রার্থনাঃ

হে শ্রীল জয়পতাকা স্বামী! তুমি দয়া করো মোরে।

        রাধা-কৃষ্ণের চরণ যেন সদা চিত্তে স্ফুরে।।

তোমার চরণে থাকি,বৈষ্ণবেরও সহিতে।

        এই তো বাসনা মোর সদা উঠে চিত্তে।।

বৈষ্ণবের ও জ্যেষ্ঠ যেঁহো,তাহার চরণে।

         মোরে সমর্পিবে কবে সেরার কারণে।।

তবে সে হইবে মোর বাঞ্ছিত পূরণ।

           আনন্দে সেবিব দোঁহার যুগল চরণ।।

কৃপা করে, করে ছিলে আশ্রিত মোরে।

            সেবামৃত দিয়া এবার সিঞ্চন কর মোরে।।

       

আপনার শ্রীচরণে আশ্রিত
প্রিয়শী আচার্য্য (Priyaśī Achārjee)
Bangladesh (Comilla)

হে পরমআরাধ্য গুরুমহারাজ,

আপনার শ্রীচরণকমলে এই দূরাচারী,নিকৃষ্ট আত্মার অনন্তকোটি সশ্রদ্ধ প্রণাম। করুণাপূর্বক আপনি তা গ্রহণ করুন গুরুমহারাজ।শ্রীল প্রভুপাদের জয় হোক।জয় হোক আপনার।জয় হোক আপনার ৭৩ তম শুভ আবির্ভাব তিথির।

হে পতিতপাবন গুরুমহারাজ,

আপনার শ্রীচরণকমলে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো কোন ভাষা আমার জানা নেই। এই অধঃপতিত,পাপিষ্ঠা,অতি নিকৃষ্ট আত্মাটির কোন যোগ্যতা ছিল না আপনাকে নিত্য পিতা হিসাবে পাবার।কেবল আপনি অহৈতুকী করুণা প্রদান করেন বলে আমাকে আপনার কন্যারূপে গ্রহণ করেছেন।গুরুমহারাজ,আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ।

হে নিতাইকৃপা প্রদানকারী পিতা,

বার বার আপনার শ্রীচরণকমলে আমি অপরাধ করেই যাই।আপনি করুণাময় বলে বার বার আপনার এই অধঃপতিত,অপরাধী কন্যাটিকে ক্ষমা করে ভক্তিজীবনে টিকে থাকার বল প্রদান করেন। কেবল আপনার করুণাবলই আমাকে এখন পর্যন্ত ভক্তিজীবনে টিকিয়ে রেখেছে।আপনার করুনাবলই আমার সম্বল। আপনার করুণা ছাড়া প্রতি মুহূর্তে আমি অত্যন্ত অসহায়,।আপনার করুণা ছাড়া এক মুহুর্তেই আমি ধ্বংস হয়ে যাব গুরুমহারাজ।আপনার করুণা ছাড়া আমার জীবন সম্পূর্ণ অন্ধকার।

হে স্নেহময় পিতা,

আপনার স্নেহ,করুণার কোন তুলনা হয় না। এই জড়জগতে যদি কেউ আপন বলে থাকে তা আপনি।আজকে যদি আমি অত্যন্ত নিকৃষ্ট অবস্থায় অধঃপতিত হয়ে যাই, জড় জগতের সবাই আমাকে ঘৃণা করবে,আমার সঙ্গ হয়ত ত্যাগ করবে। কিন্তু আপনি এই একমাত্র যিনি আমার জন্য কষ্ট পাবেন,প্রতি মুহুর্তে সাহায্য করবেন, কৃষ্ণকে আমার জীবনে দিতে চাইবেন।আপনার অহৈতুকী করুণার কোন তুলনা হয় না গুরুদেব। করুণাপূর্বক আপনার এই অহৈতুকী করুণা থেকে আমাকে কখনো বঞ্চিত করবেন না গুরুমহারাজ।

হে শ্রীলপ্রভুপাদগতপ্রাণ,

শ্রীল প্রভুপাদ আপনার জীবনস্বরূপ।শ্রীল প্রভুপাদের প্রতিটি আদেশ আপনার জীবন।আপনি এই শরীরে এখন পর্যন্ত জড়জগতে অবস্থান করছেন কেবল শ্রীল প্রভুপাদের সেবার জন্য। গুরুমহারাজ, আমাকে করুণা আশীর্বাদ প্রদান করুন আমি যেন আপনাকে ভালবাসতে পারি। আপনার শ্রীচরণকমল দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি। আপনার প্রতিটি আদেশ পালনে দৃঢ় হতে পারি।আমার সব অপরাধ করুনাপূর্বক ক্ষমা করে আমাকে ভক্তি বল প্রদান করুণ গুরুদেব।

হে পরম করুণাময় গুরুদেব,

আমাকে করুণা আশীর্বাদ প্রদান করুন গুরুমহারাজ যেন দীক্ষার সময় আপনাকে করা প্রতিজ্ঞাগুলো দৃঢ়ভাবে পালন করতে পারি। আমাকে কৃষ্ণভাবনামৃত প্রদান করুন হে গুরুদেব। আপনার শ্রীচরণকমলে অনন্তকোটি সশ্রদ্ধ প্রণাম।

ইতি,

আপনার অতি নিকৃষ্ট পারমার্থিক কন্যা,

রত্নমালিনী চিত্রা দেবী দাসী(দীক্ষা)

দিনাজপুর, বাংলাদেশ।

হে গুরুদেব মহারাজ, আপনার শ্রীচরনপদ্মে আমার দন্ডবৎ প্রনাম গ্রহন করুন।

আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।

আমার এ ক্ষুদ্র শ্রদ্ধাঞ্জলি আপনার চরনে সমর্পন করলাম।

ওহে গুরুদেব তোমার চরন আমার জীবন

হে চরন বিনা নাহি আমার অন্য ধন।।

আমার মন ,দুষ্টু জন।

তোমারও বানী দন্ডদাতা হয়ে,

করে বন্য মনের শাসন।।

আমি দেহ নই আত্মা, গীতা ভাগবতে এ জ্ঞান জানি।

তোমার আচরন উজ্জল দৃষ্টান্ত, সদা বিজ্ঞান মানি।।

প্রভুপাদের চরনে তোমার সমর্পন সদা বিরল জগতে।

এমন সমর্পন জগতের শিক্ষা হয়ে রবে যুগে যুগে।।

তিতীক্ষব কারুনিকা সুহৃত সর্বদেহিনাম।

জগতে ঘোষিত আজ জয়পতাকা নাম।।

হে মনের আসক্তি তোমার চরনে বর্ধিত হোক দিনে দিনে।

পূজিত হোক তোমার চরন আমার নয়নের কোনে।।

শত শত জীবের কান্ডারী তুমি গুরুদেব মহারাজ।

তোমার দাপটে সকল অশুভ ভিগ্ন হয় নাশ।।

পতিত অধম আমি নাহি কোন বল

তোমার চরনে কাদিঁয়া কাতর আমি সুকোমল।।

আপনার অযোগ্য সন্তান,

সুকোমল নিত্যানন্দ দাস(দীক্ষা)

হবিগঞ্জ, বাংলাদেশ।

মোবাইল ঃ ০১৭৪৫০৪৯৯৭১

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। 

শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িণে,

গৌরকথা ধামোদায় নগর-গ্রাম তারিণে।।

 

প্রিয় গুরুমহারাজ, 

কৃপা করে আমার সশ্রদ্ধ প্রনাম গ্রহন করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক। আমি কৃষ্ণের নিকট অত্যন্ত ঋণী, যিনি আমাকে আপনার চরণের আশ্রয় প্রদান করেছেন।

হে পরমারাধ্য গুরুদেব, 

"আপনার শুভ আবির্ভাব তিথী জয়যুক্ত হোক।" ত্রিভুবনে সর্বত্র আপনার মহিমা কীর্তিত হোক।

হে পরমদয়াল,

আমি সত্যিই অনুভব করতে পারছি না, আপনি এত যন্ত্রণা অনুভব করা সত্ত্বেও শ্রীল প্রভুপাদের প্রচারে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছেন এবং সর্বদা আমার মত বদ্ধ জীবদের প্রতি আপনার করুণা বিতরন করছেন। আমার প্রতি কৃপাবারি বর্ষণ করুন, যেন এই জীবনে অন্তত আপনাকে অনুভব করতে পারি। সর্বদা গ্রন্থপাঠ, তুলসীসেবা, প্রবচন সবকিছুর মাধ্যমে আমাদের কৃষ্ণভাবনায় যুক্ত করছেন, যা আপনার করুনার অনবদ্য প্রকাশ।

হে আচার্যপাদ,

আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু শ্রীমান মিত্রগোপা প্রভু চলে যাওয়ার পরে আপনি করুনা করে আবারও আমাকে আপনার পরমপ্রিয় শিষ্যদের সাথে যুক্ত করেছেন, যা আপনার অবর্ণনীয় কৃপা। যারা সর্বদা আমাকে ভক্তিজীবনে সাহায্য করছেন।

হে নিতাইকৃপা প্রদায়িনে,

আপনার প্রচারকার্যে সাহায্য করার জন্য আমি নিজেকে তৈরি করতে চাই। যা শুধুমাত্র আপনার বিন্দু করুণায় সম্ভব। বেইস এবং অন্যান্য মাতাজীদের মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে চাই, দয়া করে আমাকে আপনার যন্ত্র হিসেবে গ্রহণ করুন।

"শ্রীরূপমঞ্জরীপদ, সেই মোর সম্পদ......

সেই মোর জীবনের জীবন।"

হে গুরুদেব, 

আপনার চরণপদ্ম যেন আমার মন্ত্রমহৌষধি হয়।

আপনার পারমার্থিক কন্যা

সুমাধুরী সুদেবী দাসী(দীক্ষা) 

স্বামীবাগ, ঢাকা।

 

। । শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু ।।

নমঃ ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।

নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়ীনে।।

গৌরকথা ধামদায় নগর গ্রাম তারীনে।।

আমার জন্ম জন্মান্তরের হে পরম আরাধ্য আধ্যাত্মিক পিতা সর্ব প্রথমে আপনার রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রনাম।

হে পিতা আপনার প্রদেয় জ্ঞান আলোয় আলোকিত হয়ে , আপনার আবির্ভাব তিথি বা ব্যাসপূজা মহোৎসব - ২০২২ এ আমার উপলব্ধি

আপনার শ্রীচরণে সমর্পণ করছি। যথার্থ ধারায় গুরু পরমপরার মাধ্যমে ভগবান মহাপ্রভূর সেনানী ভক্ত ইসকন এর প্রতিষ্ঠাতা শ্রীল অভয়চারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের এক অনবদ্য সৃষ্টি আপনি জয়পতাকা স্বামী মহারাজ। হনুমানজীর হাতের ধ্বজ এর মতো দিব্য গুণাবলী আপনার মধ্যে বর্তমান। বর্তমান সময়ে আপনার প্রচার কার্যক্রমই তার সবচেয়ে বড় প্রমাণ। সমস্ত পৃথিবী যেখানে করোনা মহামারীর ভয়ে তটস্থ , আপনি সেখানে ভয়কে জয় করে অভিনভ পন্থায় জুম মিটিং এর মাধ্যমে প্রভূপাদের আদেশ অক্ষুণ্ন রেখে কৃষ্ণ আন্দোলন আরো বেগবান করে তুলেছেন । সম্প্রতি প্রকাশিত আপনার দীক্ষিত শিষ্য ও শিষ্যার চার্টে দীক্ষিত শিষ্যের সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। তাই আমরা দ্বিধাহীন চিত্তে বলতে পারি যে , আপনি শুধু আমাদেরই গুরুদেব নয় গোটা মনুষ্য জাতির এক মহান পথ প্রদর্শক। কারণ ক্রান্তিকালে বা সংকটময় মুহূর্তে মনুষ্য জাতির কি করনীয় সে বিষয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন । কয়লার কলুষতা কালো রং অগ্নির পরশে যেই রূপে হয় হরণ , আপনার পরশে আমাদের মত সেই রূপ অধম পতিত জনের মনের মলিনতা হয় ক্ষরণ ।

হে পতিত পাবন গুরুমহারাজ আপনি যেভাবে নিতাইয়ের কৃপার মতো পতিত জনকে উদ্ধার এর ব্রত নিয়েছেন । আমরাও যেন ব্রত নিয়ে আপনার বানী ও বপু সেবার মাধ্যমে আপনার পদরেণু প্রাপ্ত হয়ে আমৃত্যু পর্যন্ত আপনার সান্নিধ্য লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করতে পারি । এই প্রার্থনা জানাই আপনার রাতুল চরণে ।

হে পতৃদেব আপনি জড় দেহে বিভিন্ন

প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও সর্বদা চিন্ময় স্তরে

অধিষ্ঠিত থেকে শ্রীল প্রভুপাদের প্রত্যাশাকে

বাস্তবে রূপদান করেছেন ।এর পাশাপাশি আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে , কলিহত আর্ত পীড়িত মন্দা ভাগ্যে জর্জরিত সকল মনুষ্য জাতিকে সকল পরিস্থিতিতে নিরন্তর হরি ভজন করার মূলমন্ত্র ।

হে পরমারাধ্য গুরুদেব আপনার গুণ মহিমা কীর্তন করার ক্ষমতা নাহি মোর কিছু । তথাপি কভু নাহি ছাড়ি আপনার পিছু । আপনার জীবনাদর্শন যখনই করি অবলোকন তখনই আমার হৃদয় পটে ভেসে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের সেই বানী -

সততম্ কীর্তয়ন্তঃ মাম্ যতন্তঃ চ দৃঢ়ব্রতাঃ ।

নমস্যন্তঃ চ মাম্ ভক্তা নিত্যযুক্তাঃ উপাসতে।।

হে পতিত পাবন গুরুমহারাজ আপনার চলার পথে সকল অমঙ্গল নিরসন কল্পে প্রতি প্রত্যুসে সূর্য দেবকে প্রনাম , বৃন্দাদেবীকে প্রদক্ষিণ , বৃন্দা পত্র ভগবান শ্রীনৃসিংহ দেবের চরণে সমর্পণ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রী চরণে দুই মালা নাম জপ সমর্পণ করে নিজের তপস্যা ও নিত্য সেবার কাজে সম্পৃক্ত হই ।

হে গুরুদেব আপনি যেভাবে শ্রীল প্রভুপাদের প্রত্যাশাকে বাস্তবায়ন করেছেন , আমরাও যেন সেই ভাবে আপনার প্রত্যাশাকে বাস্তবায়ন করতে পারি । এই প্রার্থনায় ----

আপনার কৃপা ধন্য

সুন্দর গৌর - নিতাই দাস

ঢাকা , বাংলাদেশ ।

জয় পতিত পাবন গুরুমহারাজের ৭৩তম আবির্ভাব তিথি কি জয় ।

জয় শ্রীল অভয়চারণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের ১২৫ তম আবির্ভাব তিথি কি জয় ।

জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় ।

হরে কৃষ্ণ গুরুমহারাজ,

আমার প্রণাম গ্রহণ করুন।আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।

আমি বিজয়া দাসী। আমার বয়স ৭ বছর। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি আপনাকে প্রথম দেখেছিলাম মায়াপুরধামে।এছাড়াও আপনাকে আমি জুম এ অনেকবার দেখেছি।আপনি আমাকে আমার জন্মদিন এ আশীর্বাদ করে বলেছিলেন “কৃষ্ণে মতি অস্তু”।সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর। আমি আপনাকে অনেক অনেক ভালবাসি।আমি আপনার কাছ থেকে দীক্ষা পেতে চাই। আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভক্তিজীবন পালন করতে পারি।

আপনার জয় হোক।

শ্রীল প্রভুপাদের জয় হোক।

আপনার ছোট্ট সেবিকা,

বিজয়া দাসী (শুভাকাঙ্ক্ষী)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ

Vijaya dasi (sheltered disciple)
Narayanganj, Bangladesh

India

হরে কৃষ্ণ। শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহা-মহৎসবের জয় হোক। ভগবান নৃসিংহদেব আপনাকে খুব সুস্থ রাখুক এই প্রার্থনা করি,আপনার প্রচার কার্যে ভগবান আরও শক্তি দিক। ভালো থাকবেন গুরুমহারাজ।

আমার দন্ডবৎ প্রণাম গ্রহণ করবেন গুরুমহারাজ। সর্বদা যেন শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত থাকতে পারি ও আপনার প্রচার কার্যে সাহায্য করতে পারি,এই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ।

Amṛteśa Gaurāṅga dāsa (অমৃতেশ গৌরাঙ্গ দাস)

India

হরে কৃষ্ণ আমার প্রিয় গুরু মহারাজ। আপনার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম।

আপনার গুনগান যতই করি না কেনো সেটা কমই হবে আমার জন্য। কথায় আছে বৃক্ষের পরিচয় ফলে পাওয়া যায়। আবার সেইরকম উল্টোটাও ঠিক। আমরা শ্রীল প্রভুপাদ আপনার মাধ্যমে সেই গুরু শিষ্য সম্পর্কটি দেখতে পাই। শ্রীল প্রভুপাদ যেমন ওনার গুরু মহারাজের কথা রাখার জন্য সারা বিশ্বে প্রচার করেছেন, আপনিও ঠিক সেই ভাবে শ্রীল প্রভুপাদকে খুশি করার জন্য যেখানে যেখানে শ্রীল প্রভুপাদ প্রচার করেননি সেই সব দেশে প্রচার করেছেন। আজ জগন্নাথ মন্দিরে বিদেশি হিসাবে শুধু মাত্র আপনার ঢোকার অনুমতি আছে, এর থেকে আমি বুঝতে পারি আপনি বিদেশি নন আপনি এই জগতের। আজও আপনার শরীর অসুস্থ থাকা সত্বেও যেই ভাবে আপনি প্রচার করে যাচ্ছেন শ্রীল প্রভুপাদ এর আদেশ পালন করছেন আজ তা ইসকনের সমস্ত সদস্যের কাছে আদর্শ এবং তা অনুসরণীয়। শ্রীল প্রভুপাদ এর আদেশ পেয়ে আপনি যে ভাবে মায়াপুর কে আজ আমাদের দিলেন তা ভক্তরা জগতবাসী কোনোদিন ভুলবে না।

ব্যসপূজা উপলক্ষে আমার মত ক্ষুদ্রের আপনাকে কিই বা দেবার আছে। কিন্তু গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো আপনার কাছে আমি প্রার্থনা করছি, আমাকে আশীর্বাদ করুন যেনো আমি শীঘ্রই আপনার চরণাশ্রয় লাভ করতে পারি এবং শ্রীল প্রভুপাদ এর এই প্রচার অভিযানে যোগদান করে আপনাকে সন্তুষ্ট করতে পারি।

আপনার অধম চরনাশ্রয় প্রার্থী

অরিন্দম মন্ডল

পূর্ব বর্ধমান

হরে কৃষ্ণ গুরুদেব, আপনার চরণ কমলে আমার স্বশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি আপনার জয় হোকশ্রীল প্রভূপাদের জয় হোক

আমি জানি না আপনার গুণমহিমা কি ভাবে ভাষায় বা লিখে ব্যক্ত করা সম্ভব আমার মতো একজন সাধারণ শিষ্যার

আমার মনে আছে সালটি সম্ভবত 2004 সাল মা বাবার সাথে আমি প্রথম শ্রীধাম মায়াপুরে যায় চক্র ভবনের সামনে পার্কে আপনি কিছু বিদেশি শিশু প্রভুদের সাথে কীর্তন করছিলেন ধামে আসা দর্শনার্থীরা তা দেখছিল সেখানেই আমি আপনার প্রথমবার দর্শন লাভ করি আপনি নৃত্য কীর্তন করছিলেন তারপর অনেক গুলো বছর পেরিয়ে যায় ইসকনের সাথে যুক্ত হয় আমার মা 2017 সালে আপনার থেকে দীক্ষা লাভ করে আমি তখন বুঝে উঠতে পারিনি আমাকে কোন গুরুমহারাজ তার শিষ্য হিসেবে গ্রহণ করবেন কিন্তু 2018 22nd জুলাই যেদিন আমার চরণ আশ্রয় হয় তার আগের দিন আমি আপনার দর্শন লাভ করি স্বপ্নে

আমি তারপর থেকে যখনই কোনো কারণে বিচলিত হয় বা হয়ে থাকি আপনি সব সময় আমাকে দিশা দেখিয়েছেন শ্রীল প্রভূপাদের বাণী প্রচার কার্যে আপনার উদ্যম আমার অলস মনকে সব সময় জাগরিত করে চরনাশ্রিত হওয়ার ১বছর পেরিয়ে যাওয়ার পর আমার দীক্ষা হচ্ছে না দেখে আমি যখন আমার কাউন্সিলর কে বার বার বলছিলাম 2019 সালের ডিসেম্বরের শেষে আমি স্বপ্নে গুরুদব আপনার দর্শন পাই আপনি আমাকে দীক্ষা প্রদান করছিলাম গৌর নিতাই এর বিগ্রহের সামনে দীক্ষিত নাম ছিল কিছু নন্দ প্রিয়া দেবী দাসী 2021 সালে আপনি আমাকে সত্যি সত্যিই শিষ্যা হিসেবে গ্রহণ করেন এবং নাম দিয়েছেন দীপেশ্বরী নন্দপ্রিয়া দেবদাসী আমি আমার দীক্ষিত নাম শুনে সত্যিই আশ্চর্য হয়ে যায় কি ভাবে সম্ভব!!আপনি সব বুঝতে পারেন জানতে পারেন আবারও প্রমান পাই আপনি অন্তর্যামী আপনি আমার সব কথা বুঝতে পারেন এবং আমি আবারো তার প্রনাম এই কিছু দিন আগে নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় পাই আমি শ্রীধাম মায়াপুরে যাওয়ার সুযোগ পায়নি ইচ্ছে থাকা স্বত্তেত আমার যাওয়া হয়ে ওঠেনি আপনার দিব্য দর্ষনের সুযোগ না পাওয়া নিজেকে খুব অভাগা মনে হচ্ছিল সব্বাই আপনার দর্শন পাচ্ছে আমি আপনার দর্শন ভাব করার সৌভাগ্য পাইনি কিন্তু যে 5 দিন পরিক্রমা চলেছে আপনি আমাকে স্বপ্নে দর্শন দিয়েছেন গুরুদেব আমি প্রতিদিন আপনার দর্শন পেয়েছি আমার মনের ইচ্ছে আপনি পূরণ করেছেন আমার অজ্ঞতা অপরাধ মনভাব থাকা সত্তেও আপনি আমাকে সব সময় সঠিক দিশা দেখিয়েছেন

আপনার আশীর্বাদের আমি একটু একটু করে প্রচার করার চেষ্টা করছি ইসকন দুর্গাপুরে আমার শিক্ষাগুরু আমাকে ছোটো শিশুদের বৈদিক শিক্ষা দেয়ার দায়িত্ব দিয়েছেন গত 1বছর ধরে ক্লাসটি চলছে 4জন শিশুকে নিয়ে শুরু হয় আজ 30জন শিশু যুক্ত হয়েছে ক্লাসটির নাম *বৈকুণ্ঠ কিডস* গীতার শ্লোক পাঠ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নীতি শিক্ষা মূলক ছোট গল্প, কীর্তন, প্রভৃতি শেখানোর চেষ্টা করে থাকি আমি আপনার নিকট আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আমি এই ছোট্ট শিশুদের সঠিক শিক্ষা দিতে পারিভালো ভক্ত হওয়ার পাঠ দিতে পারি এবং আমি নিজেও যেন একজন প্রকৃত ভালো হয়ে উঠতে পারি আপনার পদাঙ্ক অনুসরণ ককর্তে পারি

আপনার অযোগ্য শিষ্যা,

দীপেশ্বরী নন্দ প্রিয়া দেবী দাসী (dīkṣā)
রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান

হরেকৃষ্ণ,
শ্রীল গুরুমহারাজের জয় হোক।

হে পরমারাধ্য গুরুমহারাজ আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ দন্ডবৎ নিবেদন করি।গুরুমহারাজ এবছর ১৩এপ্রিল আপনার মহিমান্বিত ৭৩তমশুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা মহা-মহোৎসব, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়।প্রতিবছর এই দিনটার জন্য আকুল অপেক্ষা।

হে প্রিয় গুরুমহারাজ আপনার গুণ মহিমা কীর্তনকরার যোগ্যতা আমার বিন্দুমাএ নাই।আপনি নিত্যানন্দ প্রভুর করুনা বিতরণ করার জন্য এজগতে অবতীর্ণ হয়েছেন।

হে প্রিয় গুরুমহারাজ আপনি কখনও কারও নিন্দাকরেন না।আপনি সতত আপনার গুরুদেব শ্রীল প্রভুপাদের অভিলাষপূরণে তৎপর।

হে প্রিয় গুরুমহারাজ আপনি অত্যন্ত করুনাময়।সকলের উপর আপনি কৃপাবারি বর্ষণ করেন।

হে প্রিয় গুরুমহারাজ আপনি মহাপ্রভুর প্রেমধর্ম প্রচার করে জগতবাসীর পরম মঙ্গল সাধন করেছেন।

আপনি যেকরুনা বিতরণকরেছেন তাতে জগৎবাসী ধন্য।

হে প্রিয় গুরুমহারাজ আপনি পরম দয়াল।নিত্যানন্দ অভিমানশূন্য হয়ে হরিনামপ্রচার করেছেন।আপনিও সেউ করুনা সকলের নিকট প্রচার করছেন।এমন দয়াল আর নাই।

হে প্রিয়গুরুমহারাজ আপনি ধৈর্যশীল।অনেক বাধাবিপত্তি পার করে আপনি মহাপ্রভুর বাণী প্রচারে সর্বদা যুক্ত আছেন।

হে প্রিয়গুরুমহারাজ আপনার ন্যায় এমন দয়াল আচার্য এজগতে সুদুর্লভ।

এবছর ৭৩তম ব্যাসপূজায় আমাদের এই আকাঙ্ক্ষা আপনি দীর্ঘায়ুপ্রাপ্ত হোন এবং নিত্য আমাদের সঙ্গ প্রদান করুন।

জয় গুরুমহারাজ।

জয় শ্রীল প্রভুপাদ।

আপনার নিত্যসেবক
দীপ্তমান পাল

Diptaman Paul (aspiring disciple)
Cooch Behar, India

।। হরে কৃষ্ণ।।

পরম পূজনীয় গুরুমহারাজ আপনার শ্রী চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি

শ্রীল প্রভুপাদের জয়

শ্রীল গুরুমহারাজের জয়

আজ আপনার ৭৩ তম আবির্ভাব দিনে আমরা সবাই খুব আনন্দিত

আমরা এতটাই মূর্খ এবং পতিত আত্মা যে আপনার গুনগান করার মতো শক্তি আমাদের নেই কিন্তু আপনার কৃপা আশীর্বাদ নিয়ে আপনার গুনগান করার চেষ্টা করছিআপনি তো করুণার সাগরকত পতিত জিভ কে উদ্ধার করেছেন এর এর কার্য আনভাত চালিয়ে যাচ্ছেন আপনি যে ভাবে প্রচার করছেন (প্রাণ আছে যার সেই হেতু প্রচার) অসুস্থ থাকার মধ্যে এটি সর্বদা আমাদের উৎসাহ বাড়ায় যে আপনি সর্বদা শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশনকে যে কোনো অবস্থায় আগে নিয়ে যাচ্ছেন আপনি শ্রীল প্রভুপাদের প্রিয় আপনি যেভাবে শ্রীল প্রভুপাদের বাণীর আদেশ অনুসরণ করছেন তাতে বোঝা যায় আপনি গুরুর বাক্য পালন এর সাগর দয়া করে আমাদের কে আশীর্বাদ করুন যাতে আপনার এবং শ্রীল প্রভুপাদের আদেশ পালন করতে এবং প্রচার কার্যে সাহাযোগিতা করতে পারি

।।হরে কৃষ্ণ।।

আপনার অধম পুত্র এবং পুত্রি,

সমদর্শী মাধব দাস (dīkṣā)

গলোকসেভিনি মাধবী দেবী দাসি (dīkṣā)

আহমেদাবাদ, গুজরাট

নামো ওঁ বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্ঠয় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি না মিনে।।
নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌরকথা ধামাদায় নাগর গ্রাম তারিনে ।।

হে আমার পরমারাধ্য গুরুমহারাজ আপনার শ্রীচরনে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ন দন্ডবৎ প্রণাম গ্রহণ করুন । হে গুরুদেব আপনার অসীম গুণাবলী বর্ণনা করার কোনো যোগ্যতা আমার নেই। আপনি সব রকম শারীরিক অসুবিধা সত্বেও সকলকে ভক্তিতে যুক্ত থাকতে এবং যুক্ত করতে উৎসাহ দিচ্ছেন। আপনার কৃপায় আমি প্রভুপাদের গ্রন্থ সমূহ পড়তে চেষ্টা করছি এবং ভক্তি বৈভব কোর্স করছি। হে গুরুদেব দীক্ষার মালা দেওয়ার সময় আপনি আমাকে বলেছিলেন বেশি করে জপ করতে । কিন্তু আমি এত অধম যে আপনার আদেশ পালন করতে পারছি না। চারটি নিয়ম পালন করতে ও অসমর্থ হচ্ছি । গুরুদেব আপনার কৃপা ছাড়া আমার কোনো শক্তি নেই ভক্তিতে অগ্রসর হওয়ার । আমি আপনার অহৈতুকি কৃপা আশীর্বাদ প্রাথনা করছি। যাতে আপনার আদেশ পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারি। এবং এই জীবনে আপনার এবং প্রভু পদের সেবা করে যেতে পারি। হরে কৃষ্ণ ।

আপনার অধম শিষ্য

হরিনাম গোপাল দাস

দিল্লী ভারত

নমো ওম্ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে
শ্রী মতে জয়পতাকা স্বামীনিতী নামিয়ে।
নমো আচার্য্য পাদায় নিতাইকৃপা প্রদাইনে
গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনকে।

আপনার শুভ আবির্ভাব তিথির জয় হোক।

আপনার পতিতপাবন নাম আমার মতো অধম পতিত জীবনের জন্য। সত্যিই আপনার মহিমা কীর্তন করার কোনো যোগ্যতা আমার নেই কারন আপনার নিকট দীক্ষা গ্রহণ করার ১৬ বছর পরেও আমি সেই অধম থেকে গেছি। আপনার সাথে যোগাযোগ হওয়ার প্রথম দিনগুলো ভাবলে আমি সত্যিই অবাক হয়ে যাই। আপনি কতই না উৎসাহের হেতু ছিলেন তখন। মঙ্গল আরতির পর পঞ্চতত্বের সামনে জপ করার সাথে সাথে ভক্তদের নানা রকমের আবদার আপনি কেমন হাস্য মুখে কৌতুক ভরে বলতেন। তারপর প্রাতভ্রমন করে গুরু পূজা সুলভে নয়তো গদায়। আপনার সঙ্গ ছাড়তে আমাদের মন একদমই ঢাইতএমনকি আমি নাওয়া খাওয়াও সময়মতো করতে পারতাম না। কিন্তু এখন সেই উৎসাহ সব যেন আমি হারিয়ে ফেলেছি আমার আবার পতন হয়েছে।আমি নিত্য অপরাধী, জানি না এর শেষ কোথায়। আমি ভীষণ অহঙ্কারী। প্রথম প্রথম আপনার শ্রীচরণে অনেক অপরাধ রয়েছে, আমার জড় বুদ্ধি দিয়ে আপনার তুলনা করেছি। আপনার মহিমা উপলব্ধি করতে পারিনি। আমার মতো দুর্ভাগ্য খুব কয়জনের। আপনার বিশেষ কোনো সেবা না করে আমি নিরন্তর অপরাধী সেবার অযোগ্য।। আপনার সেবা অভিলাষী হয়ে জন্মজন্মান্তর ধরে আপনার সেবা দ্বারা নিজেকে শুদ্ধ করার প্রয়াসী রইলাম।আপনার একান্ত অনুগত হৃষীকেশ গৌর দাস রাণীগঞ্জ পশ্চিম বর্ধমান

Hṛṣīkeśa Gaura dāsa

পরম পূজ্যপাদ গুরু মহারাজ,

আপনার শ্রীপাদপদ্মে আমার শতকোটি প্রণাম। আমি দু মাস আগে আপনার চরণ আশ্রিত হয়েছি। আমার পুত্রতুল্য  শিক্ষা গুরু রূপরাজ রামদাস এর কাছে এবং কিছু কিছু ইউটিউব ভিডিওতে আপনার গুণ কীর্তন শুনেছি। আমি অবাক হয়ে যাই যে আপনি আমাদের মত অধম ব্যক্তিদের জন্য কি না করছেন। এত শরীরের অসুবিধা সত্বেও প্রতিটি মানুষকে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাবার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। বর্তমানে অল্প বয়সেই মানুষ রোগগ্রস্ত হয়ে পড়ছে ,বৃদ্ধকালে আরো কষ্ট পাবে। কলিযুগে কষ্টের শেষ নেই। কিন্তু কৃষ্ণের নামকীর্তন করলে যে আনন্দের সীমা থাকে না এবং সমস্ত নিরানন্দ দূরে যায় তা আপনি আমাদের দেখিয়ে দিয়েছেন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন ছাড়া যে কলিযুগের কোন মানুষের গতি নেই তা আমরা আপনার কথায় উপলব্ধি করতে পারছি। প্রকৃত জ্ঞান বলতে আত্ম তত্ত্ব জ্ঞান লাভ করাকেই বোঝায় তা আপনি আমাদের বুঝিয়েছেন। আবার আপনার চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে আপনার কৃপা প্রার্থনা করি।

ইতি আপনার একান্ত অনুগত সেবিকা,
শ্রীমতী নন্দিতা দাস।

 

গুরুমহারাজ এই অধমের প্রণাম নেবেন । আপনাকে দেওয়া কথা আমি যেন সারাজীবন পালন করতে পারি।

ভগবানের দেওয়া উপদেশ আমি যেন সারাজীবন পালন করতে পারি প্রচার করতে পারি।হরেকৃষ্ণ

Provat Hazra (aspiring disciple)
India

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয় পতাকা স্বামী নিতি নামিনে।।
নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে৷
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।

হে আমার প্রিয় পরমারাধ্য গুরুদেব, আজ আপনার ৭৩তম শুভ আবির্ভাব তিথি ব্যাস পূজা মহা মহোৎসব উপলক্ষে আপনার শ্রীচরণ যুগলে জানাই অনন্তকোটি দন্ডপত প্রনাম।আপনি কৃপাপূর্বক তা গ্রহণ করুণ।

আপনার গুণ মহিমা কীর্তন করার যোগ্যতা আমার নাই। আপনার এই শুভ আবির্ভাব তিথিতে মেতে উঠেছে সারা বিশ্বময়।২০০৭ এ যখন আপনি ত্রিপুরায় আসবেন শুনেছি আমার মনে খুব আনন্দ লেগেছিল। মন্দিরের পূজারী, আমি, আমার শিক্ষা গুরু করুণেশ্বর মাধব দাস প্রভু সহ ধনীসাগরে পদ্ম ফুল পেরেছিলাম আপনার জন্য।দ্বাদশীর দিন মন্দিরে আপনি আসবেন, আপনাকে দেখার জন্য আমার মন পাগল হয়ে রয়েছে। আমার কাছে কিছু ছিলনা যে আপনাকে প্রনাম করে দেওয়ার মতো।মন্দিরে একজন এসে আমাকে বেল পাতা পেড়ে দেবার কথা বলেছিল তা দেওয়াতে ২ টাকা দিয়েছিল আমি নিতে চাইনি জোড় করে দিয়েছিল, আপনাকে প্রনাম করে সে দক্ষিনা দিতে পেরেছি,আমার মনে খুব আনন্দ লেগেছিল, চরন সেবার সু্যোগ পেয়েছিলাম। কিন্তু আমার মা কান্না করছিল দেখে সিনিয়াররা বারণ করেছে আমাকে। আমি সেই দিন আপনার সন্তান হতে পারিনি ঠিক মনে প্রানে আপনাকে পারমার্থিক পিতা বলে জেনেছি। আপনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন কৃষ্ণ কৃপা করলে আমার সন্তান হবে কান্না করো না।জানি না কবে আমাকে নিজ গুণে কৃপা করে আপনার সন্তান করবেন।

ব্রক্ষ্মান্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পাই ভক্তিলতা বীজ।

হে গুরু মহারাজ আমার ব্যক্তিগত কোন যোগ্যতা নেই। পারমার্থিক জীবনে যা কিছু লাভ করেছি তা শুধু আপনার কৃপার ফল। আমার প্রার্থনা আপনি ভালো থাকুন,সুস্থ থাকুন এই আশা করি। আপনার কৃপাই আমার একমাত্র সম্বল। আমি যেন আপনার নির্দেশ গুলি যথাযথ ভাবে পালন করতে পারি।কৃষ্ণভক্তির পথে এগিয়ে যেতে পারি।শত বাধা সত্ত্বেও আমি যেন আপনার শ্রীচরণ থেকে বঞ্চিত না হই। কৃপা করে আপনার এই চরণশ্রিত সন্তান কে কখনো বঞ্চিত করবেন না।

ইতি,

আপনার অধম সন্তান

রত্নজিৎ বনিক
শ্রীশ্রী জগন্নাথ জিউ মন্দির বাইখোড়া (ইসকন)
দক্ষিন, ত্রিপুরা

Ratnajit Vanik (sheltered disciple)

হরে কৃষ্ণ

প্রিয় গুরুদেব আপনার শ্রী চরণে শত কোটি কোটি কোটি কোটি নমন নিবেদন করছি, প্রভুপাদ কি জয় গুরু মহারাজ মহারাজ কি জয়,

আপনি আমাদের মত তুচ্ছ অতীতের উদ্ধার করার জন্য অবতার ইন হয়েছেন, আমার এটাই ইচ্ছা যে আমি যত জনমে ই পাই আপনাকে গুরুদেব হিসাবে পাই আমার জনম জনম সার্থক হবে, গুরুদেব আপনার আশীর্বাদে আপনার কৃপাতে আমি আর আমার সপরিবার ভক্তি পথে আসার চেষ্টা করছি আমাকে আশীর্বাদ করুন যেন আমি নিষ্ঠা ভাবে ভক্তি করতে পারি পরমপিতা শ্রীকৃষ্ণের আর আপনার গুরুদেবের চরণ কমল সেবা করতে পারি, আমার মতন পাপী অধমকে কৃপা করুন আশীর্বাদ করুন আপনার শ্রী চরণে এটাই আমার কামনা, আপনি এত অসুস্থতার মধ্যেও আপনি প্রচার বন্ধ করেননি আপনার মতন দিব্য কেউ নেই, আমাকে আশীর্বাদ করুন আমি প্রচারে যেন আপনার কিছু সাহায্য করতে পারি,

নারী 73 তম আবির্ভাব দিন এ আমার খুব আনন্দিত

হরেকৃষ্ণ হরেকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

আধ্যাত্নিক পুত্র

সনাতন হাইট, জম্মু

Sanātana Hāiṭa (aspiring disciple)
Jammu, India

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায়া ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমো আচার্য্য পাদায় নিতাইকৃৃৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে ।।

জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ ।
জয় পতিতপাবন গুরুমহারাজ ।

গুরুমহারাজ, কৃপাপূর্বক আপনার শ্রীচরণ কমলে আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন।

আপনার ৭৩ তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপুজা মহোৎসব জয়যুক্ত হোক।

ভক্তবৎসল ভগবান শ্রীনৃসিংহদেবের কাছে আপনার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

হে গুরুমহারাজ আপনার গুণমহিমা কীর্তন করার মতো কোনো যোগ্যতা এই অধমের নাই। তবুও গুরুমহারাজ ও সকল বৈষ্ণববৃন্দের আশীর্বাদ প্রার্থনা করে ব্যাসপুজার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।

হে পরম আরাধ্য গুরুমহারাজ আপনি গৌরাঙ্গের নিজজন এবং শ্রীল প্রভুপাদের অন্যতম একনিষ্ঠ প্রিয় সেবক, শ্রীল প্রভুপাদের সংকীর্তন আন্দোলনের বীর যোদ্ধা।সর্বদা, সবসময়ই প্রতিকূল পরিস্থিতিতেও আপনি আপনার প্রতিটি সেবার মাধ্যমে আমাদের আকৃষ্ট ও অনুপ্রাণিত করছেন। জীবনের প্রতিটি মুহুর্তে কিভাবে কৃষ্ণভাবনাময় থাকতে পারি সেই শিক্ষা আপনি আচরণ করে আমাদের প্রদান করছেন, তাই তো আপনি আচার্য্যপাদ।

শুধুমাত্র আপনার অহৈতুকি কৃপাবলে আমার মতো আসুরিক ভাবাপন্ন,সদা কামরত,নরাধমও, ইসকনের মতো শুদ্ধ ভক্তির নৌকায় আশ্রয় লাভ করতে পেরেছে, আপনার শ্রীচরণে আশ্রয় পেয়ে ভক্তসঙ্গের সুযোগ পাচ্ছি।

পরম করুণাময় নিত্যানন্দ প্রভু যেমন অকাতরে সকলকে হরিনাম দিয়ে উদ্ধার করেছেন আপনিও তেমনই এই ভূভারতের যত অধম পাপীদের উদ্ধার করতে সর্বদা আগুয়ান। তাই আপনি ‘নিতাই কৃপা প্রদায়িনে’, সেই লোভে আমার মতো পাপীও আপনার কৃপাপ্রার্থী।

আপনার অকৃত্রিম কৃপার বলে ইসকন ইউথ প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে আপনার শিষ্য শ্রীপাদ মনোরম গোপাল প্রভুর আনুকূল্যে আপনার বাণী সেবার সামান্য সুযোগ লাভ করেছি। আপনার বাণীই আমার প্রতিটি দিনের চালিকাশক্তি এবং মায়ার কবল থেকে মুক্ত থাকার অস্ত্র। জীবনের প্রতি পদক্ষেপে, পারমার্থিক হোক আর জাগতিক হোক সকল সমস্যার তৎক্ষনাৎ সমাধান আপনার শ্রীমুখের বাণী। কিন্তু আমার হৃদয় এত কলুষতায় পূর্ণ যে আপনার বাণী, আপনার নির্দেশ সঠিকভাবে পালন করতে পারি না। তবুও আপনি সবসময় কৃপা বর্ষণ করে চলেছেন এই অধমের প্রতি। চৈতন্য লীলা প্রবচন ও অভিনব জুম দর্শনের মাধ্যমে আমাদের আনন্দ ও কৃপা প্রদান করছেন।

আপনার এই ৭৩তম আবির্ভাব তিথিতে আপনার শ্রীচরণে নিবেদন এই যে আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে ক্ষমাপ্রার্থী আপনার উপদেশসমূহ সঠিকভাবে পালন করতে পারছি না, আপনার চরণে অনেক অপরাধ করছি। গুরুমহারাজ দয়া করে এই অযোগ্য চরণাশ্রিত দাসের ভুলত্রুটি অপরাধ মার্জনা করে কৃপা-আশীর্বাদ করে আপনার পুত্র হিসেবে স্বীকার করে শ্রীচরণে স্হান প্রদান করবেন।

জয় পতিতপাবন গুরুমহারাজ ।

জয় শ্রীল প্রভুপাদ

-- আপনার অযোগ্য চরণাশ্রিত শিষ্য সৌরভ শেঠ, আরামবাগ, হুগলি, ভারত।

Sourab Seth (সৌরভ শেঠ) (sheltered disciple)
Hooghly, India

mukam karoti vachalam

pangum langhayate girim

yat-kripa tam aham vande

sri-gurum dina-taranam

প্রিয় গুরুদেব

আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন ,

শ্রীল প্রভুপাদ এর জয় হোক ,

গুরুদেব সবার প্রথমে ধন্যবাদ আমার মত অযোগ্য সন্তানকে আধ্যাত্মিক কন্যা এবং শিষ্যা হিসেবে গ্রহণ করার জন্য। আমার কোনো যোগ্যতাই নেই গুরুদেব আপনার গুণমহিমা কীর্তন করার। আপনি যে পতিতপাবন দয়ার সাগর সেটা শুধুমাত্র আমি আমার নিজেকে দিয়ে বুঝতে পেরেছি।

গুরুদেব 2021 সালের 24 শে জুলাই দিনটি আমার জন্য খুবই অবিস্মরনীয়।কারণ এই দিনটিতে আমার হরিনাম দীক্ষা হয়েছে। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি আপনার শিষ্যা হতে পেরে , যদিও আমি অত্যন্ত অযোগ্য নগণ্য শিষ্যা , কিন্তু আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।

গুরুদেব আপনি আমাকে অনেক কৃপা করেছেন । গত বছরে ৩০জুলাই আপনার E-care অফিস এ আমি join করেছি । বর্তমানে আমি E-care অফিসে আপনার কৃপাতে সেবা করছি।এই সেবা করতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে কররি ।গুরুদেব আমার সবসময় আপনার কোনো সেবা করার খুব ইচ্ছে ছিল। গুরুদেব যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে সাহায্য করার এবং কিভাবে আরো ভালো করে সেবা করতে পারি তার চেষ্টা করছি , গুরুদেব আমার কোন যোগ্যতা নেই শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আপনার কৃপাতে।

গুরুদেব আমার জীবনে আমি আজ পর্যন্ত যা কিছু করেছি শুধু মাত্র আপনার কৃপাতে।গুরুদেব আমি সব সময় মনে করি আপনি আমার সাথে আছেন ।আমি নিজেকে কখনও একা মনে করিনা । যখনই আমার সাথে কিছু খারাপ হয় আমি সব সময় আপনকে স্মরণ করি,এবং আমি এটার প্রমান ও পেয়েছি আপনি আমাকে সবসময় রক্ষা করেছেন।

গুরুদেব আপনার গুন মহিমা যত করবো ততই কম । গুরুদেব আমি যাতে সারাটা জীবন এভাবে আপনার সেবা করে যেতে পারি আমাকে আপনি কৃপা করবেন ,আশীর্বাদ করবেন যাতে আমি সবসময় গুরু গোরাঙ্গের সেবা করতে পারি।

আপনার অযোগ্য সন্তান

শ্রুতিরুপা রাধা দেবী দাসী ( দীক্ষা)

Māyāpur, India

।। হরে কৃষ্ণ।।

প্রিয় গুরুদেব আপনার শ্রী চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। শ্রীল প্রভুপাদ এর জয়। শ্রীল গুরুদেব এর জয়।

আমি এতটাই পতিত যে আপনার গুনগান করার মতো আমাদের খোমতা নাই তবু আমি আপনার কৃপা আশীর্বাদ এ আপনার কিছু গুনগান করার চেষ্টা করছি।

গুরুদেব আপনি আমাদের মত পতিত দের উদ্ধার করার জন্যে অবতীর্ণ হয়েছেন আমি আশা করি যে প্রত্যেক টি জন্মে জন আপনা কে গুরু হিসাবে পাই। আপনি এত আসুঠতার মধ্যে ও আপনি প্রচার কার্য একদিন ও বন্দ রাখেননি আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি ও আপনার প্রচার কার্যে কিছু সাহায্য করতে পারি।

আপনার এই ৭৩ তম আবির্ভাব দিন এ আমরা খুব আনন্দিত

।। হরে কৃষ্ণ।।

আপনার অধতমিক পূত্রি,

স্বপ্না সামন্ত
আহমেদাবাদ, গুজরাট.

Svapna Samanta (স্বপ্না সামন্ত) (aspiring disciple)
Ahmedabad, India

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঁঃ

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে ।

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে ।।

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।

গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিনে ।।

হে আমার পরমারাধ্য গুরুদেব কৃপা করে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম গ্রহন করবেন ।

গুরুমহারাজ আজ আপনার ৭৩ তম শুভ আবির্ভাব তিথী । এই শুভ দিনে আপনি শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপার অবতার রূপে অবতীর্ন হয়েছেন এই ধরাধামে ।যার দরুন আমার মতন পাপী নরাধম আপনার চরণ ছায়ায় থাকার সুযোগ পেয়েছি।

গুরুমহারাজ আমি আপনার অধ্ম সন্তান । । আমার কোন যোগ্যতা নেই আপনার মতো আধ্যাত্মিক পিতার সন্তান হবার । কিন্তু আপনি করুনা করে সেই যোগ্যতা আমাকে প্রদান করেছেন । গুরুমহারাজ আপনার রাতুল চরনে আমার প্রার্থনা আমাকে কখনো আপনার সেবা আশির্বাদ থেকে বঞ্চিত করবেন না । আপনার সেবা আশির্বাদ ব্যতিত আমার জীবন মৃত প্রায় হয়ে যাবে ।

গুরুদেব , এই শুভ মঙ্গলময় দিনে আমি আপনার শ্রী চরন কমলে আমার হৃদয়ের আন্তঃস্থল থেকে এই প্রার্থনা জানাই যেন , আমি আমার জীবনের অন্তিম সময় পর্যন্ত শ্রীল পভুপাদের এই দিব্য আন্দোলনে আপনার সেবাতে যুক্ত থাকতে পাড়ি । আপনার কৃপার হোক আমার লক্ষ বস্তু ।

কৃপা করি করো মোরে পদ ধূলি সম ।

তোমার সেবক করো তোমার সেবন ।।

এই শুধু আমার প্রার্থনা আপনার চরনে গুরুদেব ।

আপনার আধ্যাত্মিক কন্যা

তৃপ্তিময়ী জাহ্নবী দেবী দাসী

(JPS Care office)

Europe
United Kingdom

৭৩ তম ব্যাস পূজা

শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজ

পরম পূজনীয় পরমারাধ্য গুরু মহারাজ আপনার শ্রীপাদপদ্মে আমি আমার বিনম্র দণ্ডবৎ প্রনতি জ্ঞাপন করছি।

আজ আপনার ৭৩তম ব্যাস পূজা উপলক্ষে আমাদের ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ নিবেদন গ্রহণ করুন।এই বিশেষ দিনে আপনার শ্রী চরণে আপনার অধম সন্তানদের ভক্তি পূর্ণ লক্ষকোটি প্রণাম গ্রহণ করুন।

নমঃ ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামী নিতি নমিনে।
নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধাম দায় নগর গ্রাম তারিনে।

গুরুমহারাজা আমি আপনার অযোগ্য শিষ্য। আপনি আমার জীবনকে আপনার চরণে আশ্রয় দিয়েছিলেন, যখন আমি এই জড় জগতের দুর্দশায় আক্ৰান্ত হয়েছিলাম তখন আপনার আশ্রয় পেয়ে অসীম আনন্দের পথ দেখেছি । আপনিই আমার একমাত্র আশ্রয়। আপনার মহিমা বর্ণনা করার মতো কোনো যোগ্যতা আমার নেই। কীভাবে ভগবান গৌরাঙ্গের শুদ্ধ ভক্ত হতে হয়, কীভাবে রাধা-মাধবকে ভালবাসতে হয়, কীভাবে তাদের ভক্তদের ভালবাসতে হয়, কীভাবে ভক্তদের ভাল যত্ন নিতে হয়, কীভাবে প্রচারে সর্বদা অনুপ্রাণিত এবং উৎসাহিত থাকতে হয়। আমার মতো অধমের আপনিই আদর্শ। আমাদের পরম ভাগ্য যে, আমরা আপনার শ্রী-চরণে স্থান পেয়েছি। ইহা আপনার অহেতুকী কৃপার বহিঃপ্রকাশ। আপনি অনেক কৃপালু তাই এই জগতের হতভাগ্য জীবদের উদ্দারের জন্য আপনার আবির্ভাব। দুঃখ জর্জরিত মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ।

শ্রীল প্রভুপাদ আপনার হৃদয়। আপনি শ্রীল প্রভুপাদের আনন্দের জন্য এবং মহাপ্রভুর বাণী পৃথিবীর সর্বত্র প্রচারের জন্য নিরলস ভাবে ভগবানের বাণী প্রচার করে যাচ্ছেন।

রাধা-গোবিন্দ সর্বদা আপনাকে কোমলভাবে ধরে রাখুন এবং আপনার মহৎ ইচ্ছাগুলি সত্য হওয়ার অনুমতি দিন।

ভগবান গৌর-নিতাইয়ের অতীন্দ্রিয় প্রেমময় ভক্তিমূলক সেবায় আপনি সর্বদা সুখী হন।

দণ্ডবৎ প্রণাম গুরুমহারাজ

আপনার শ্রীপাদপদ্মে

আপনার অদম সন্তান

লিটন বৈদ্য, প্রভা সরকার (aspiring disciple)

Bhaktivedanta Manor (Watford), UK