Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Śāśvata Śyāma dāsa (Mayapur - India)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌঃ জয়তঃ              

হরে কৃষ্ণ! প্রিয়তম গুরু মহারাজ.. আপনার শ্রী চরণ কমলে অনন্ত কোটি বার দণ্ডবৎ প্রণাম জানাই । পুনরায় আপনার শ্রী চরণ কমলে অনন্ত কোটি বার দণ্ডবৎ প্রণাম জানিয়ে ৬৯ তম ব্যাসপূজা উপলক্ষে শ্রদার্ঘ্য হিসেবে আপনার গুণকীর্তন করার ক্ষুদ্র প্রচেষ্টা আমার । পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ এবং শ্রীল প্রভুপাদ এর অসীম কৃপাবারি বর্ষণ করেছেন আমার উপর, ফলশ্রুতি আপনি আমাকে গত ইংরেজী 29-08-2017 তারিখ শ্রী শ্রী রাধাষ্টমী'র শুভ ক্ষণে আমার মতো একজন পাপী ব্যক্তিকে দীক্ষা দিয়ে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার একটা সুযোগ দিয়েছেন এবং এই "দুঃখালয়ম্ অশাশ্বতম্" জড় জগত থেকে আপন আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়ার মার্গ দর্শন করছেন । আপনার এবং কৃষ্ণ এর প্রসাদে যে ভক্তি লতা বীজ আমি পেয়েছি, তা যেন সযতনে আপনার কৃপায় অনুশীলন করে যেতে পারি এমন আশীর্বাদ প্রার্থনা করি । ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এর সুযোগ্য ও প্রিয়তম শিষ্য আপনি । শারীরিক বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতা সত্ত্বেও আপনি আপনার গুরদেব স্বামী শ্রীল প্রভুপাদ এর প্রচার কার্য সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন । আপনার কৃপা থেকে নগর গ্রামও বাদ পড়ে নি, আর আমিও আপনার সেই কৃপা থেকে বাদ পড়িনি । বর্তমান বিশ্বে আপনার মতো অণুপ্রেরণাদয়ক এই মুহূর্তে কেউ নেই, যাঁর উপদেশ মূলক বাণী যে কোন ব্যক্তির জীবন কৃষ্ণ ভাবনার অমৃত দিয়ে পরিপূর্ণ করে দিতে পারে । আপনার গুরদেব আপনাকে শ্রী ধাম মায়াপুর এর উন্নতি বিধান করার যে নির্দেশ দিয়েছেন, তা অত্যন্ত সুন্দর ভাবে করেছেন, যেখানে বহু মানুষ ভগবদ্ভক্তি অনুশীলন করার সুযোগ পাচ্ছেন ।আপনার প্রত্যেকটা উপদেশ আমাকে দৃঢ় ভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে সাহায্য করছে ।এই "ঘোর সংসারে" পড়ে আমার জীবন একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে, দুঃসহ, দুর্বিষহ হয়ে উঠেছে, আত্মহত্যা করার মতো পরিস্থিতি হয়ে হয়ে ছিল, সেই সময় আপনি আপনার মহান কৃপাময় হাত বাড়িয়ে আমাকে দীক্ষা দিয়ে আমার জীবন রক্ষা করেছেন ।সংসার দাবানল" থেকে উদ্ধার পাওয়ার জন্য আমি আপনার শ্রী চরণ কমলে আশ্রয় নিয়েছি । এখন আপনার কাছে করজোড়ে প্রার্থনা করছি যাতে আমি আপনার নির্দেশ সারাজীবন ধরে পালন করে যেতে পারি ।আপনার আনুগত্যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করে যেতে পারি । কারণ "কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পার, তোমারও শকতি আছে" । আমি আপনার প্রচার কার্যে সহায়তা করতে পারি এমন আশীর্বাদ করুন । আপনার শক্তি নিয়ে যেন আমি চলতে পারি । আপনার হাজার হাজার শিষ্য শিষ্যার মধ্যে আমিও আপনার কৃপা ভিক্ষা করছি । আপনার গুণ মহিমা ভগবানের মতোই অনন্ত ও অসীম । "এবে যশ ঘুষুক ত্রিভুবন" অর্থাৎ সারা জগৎ জুড়ে আপনার যশ ও মহিমা প্রচারিত হোক । নমঃ ঔঁ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে ।শ্রীমতে জয় পতাকা স্বামীন্ ইতি নামিনে । নমঃ আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে ।।শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয় । আমি ভুল ত্রুটির জন্য গুরু মহারাজ ও অন্যান্য বৈষ্ণব মহাজনের কাছে ক্ষমা প্রার্থী । শ্রীল প্রভুপাদ, শ্রী গুরু মহারাজ, অনান্য বৈষ্ণব মহাজন এবং ভগবান শ্রী কৃষ্ণের শ্রী চরণে পুনরায় অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম জানিয়ে আমি আমার প্রিয়তম গুরু মহারাজ এর শ্রদার্ঘ্য নিবেদন সমাপ্ত করছি । হরে কৃষ্ণ! হরিবোল!