Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Sumadhura Nandasuta dāsa (Durgapur - India)

হরে কৃষ্ণ গুরু মহারাজ

আপনার ৭১ তম ব্যাস পূজা উপলক্ষে আমার প্রণাম গ্রহণ করুন।

নমো ওঁ বিষ্ণুপাদায় পেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে

নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে

গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।

শ্রীল প্রভুপাদের জয়

      হে পতিতপাবন গুরু মহারাজ আপনার গুণগান করার যোগ্যতা আমার নেই।

        কারণ আমি হলাম আপনার অযোগ্য আর নিকৃষ্টতম সেবক। আপনি কৃপা পরায়ণ হয়ে আমার মতো পাপি , অধম, দুরাচারী অপরাধীকে নিজের চরণ কমলে আশ্রয় দিয়েছেন এবং কৃপা প্রদান করছেন। তাও আমি এত নিচ ও পতিত যে আপনার এই অমূল্য উপহারের মূল্য না বুঝে অনবরত অপরাধ করেই চলেছি। আপনার শরীরের এত কষ্ট ও যন্ত্রণার মূল কারণ আমার অপরাধ প্রবণতা। আপনি আমার স্বপ্নে অনেকবার এসেছেন কিন্তু আমি এত পাপী যে স্বপ্নে কি উপদেশ দিয়েছেন তা বুঝতে পারিনি। আমি এত পতিত  যে 2014  সালে যখন আপনাকে মায়াপুরে প্রথম দেখি তখন আমি আপনাকে চিনতেও পারিনি যে আপনিই আমার পারমার্থিক পিতা।

       আপনি শ্রীল প্রভুপাদের জয়ের পতাকা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত যিনি যে কোন অবস্থায়, যে কোনো স্থানে, যে কোনো সময় কৃষ্ণভাবনামৃত আন্দোলন জন্য প্রস্তুত এবং কখনোই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় না।

       হে গুরু মহারাজ আপনি এত শুদ্ধ ভক্ত যে আপনার গুরুভ্রাতারাও  আপনাকে নিয়ে গর্ব করে ও খুব ভালোবাসে। যখন আমি ভক্তিচারু মহারাজ, রাধানাথ মহারাজ বা অন্য যে কোনো মহারাজের দর্শন পাই তখন আমি তাদের কাছে প্রার্থনা করি, তারা যেন ভগবানের  কাছে পার্থনা করে আপনাকে সুস্থ করে তোলে । কারণ আমি জানি তারাও আপনার মত শুদ্ধ ভক্ত।

        হে আমার প্রিয় গুরু মহারাজ আপনার "ঝম্পু" গুলো আমার খুব ভালো লাগে। আমার এই গুলো আপনার কাছ থেকে নিয়েনিতে ইচ্ছে করে  কিন্তু কিভাবে আপনাকে বলব সেটা আমি জানি না এবং আমার ভয়ও করে। আমি বিশ্বাস আছে আপনি ওই "ঝম্পু" গুলো এক দিন  নিশ্চয়ই আমাকে দিবেন প্রচার করার জন্য। কারণ আপনি খুব দয়ালু।

       হে নিতাই কৃপা প্রদায়িনে আজ আপনার ব্যাস পূজা শুভ দিনে আপনার কাছে অনুরোধ যে, আমি যেন কোনো দিন আপনার পাদপদ্ম থেকে বঞ্চিত না হয়। জীবনের সব পরিস্থিতিতে আপনার চরণে আশ্রয় পাই। কারণ আপনি আমার জীবনের নায়ক। এবং সারা জীবন আপনার  এবং  প্রভুপাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

ইতি,

আপনার অকাজের সেবক

সুমন শীট(চরণাশ্রিত)

দুর্গাপুর, ভারত।