Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Jagadānanda dāsa (Mayapur - India)

কবিতা তুমি-তো সেই-পরমবৈষ্ণব

আজকের পৃথিবীটা সুন্দর.....

শ্রীল জয়পতাকা স্বামী তুমি,

নিত্যানন্দ  কলেবর......

লজ্জা, ঘৃণা, ভয় সর্বজীবের রয়......

তুমিতো জয়ের পতাকা পেলে, 

শুধু শ্রীলপ্রভুপাদ কৃপা...... 

নগরে,ঘরে,দেশে,ছড়ালে-শ্রীকলির - পতির আজ্ঞা....  

হৃদয়ে রুপিলে শ্রীমায়াপুরচন্দ্রের শিক্ষা..... 

   শ্রীমাধাই শ্রীনিতাইয়ের পেয়েছিল যে কৃপা.....

স্পেনের শ্রীমন্টিয়েগো পেলো তোমার মতো শ্রীপিতা.....

কুকুর, শৃগা, হিংস্র, কামুক,কীট,সম-যত নরনারী.......     

তুমিই তো শিখালে ধরায় শ্রীল প্রভুপাদের ভাষায়....

প্রথমেই নিজেকে গড়ি.......

মাটি থেকে উপরে সর্ব দিকে করিলে প্রচার নিত্য সেবক রুপে..... 

সৃষ্টি-র যত জাত, বং,, ঐশ্ব, বিদ্যা, তোমার শ্রীচরণ পুঁজে.....

নও তুমি একা নও, জগতেরপতি সাথে.....

নির্মৎসরতা পেলে শুধু শ্রীলপ্রভুপাদ পথে.... 

এ হেন জগত আজি ধন্য আশ্চর্য্যময়..... 

শত্রু - মিত্রে, সুখে-দুঃখে, তুমি বিচলিত নয়.....

শাস্ত্র-ভজন - পরান শ্রীকৃষ্ণপ্রিয়জন- নিষ্কাম ভক্তিমান.....

আসিয়া জগতে ভকতি শিখায়ে করিলে প্রেমরস দান......

শ্রীবৃন্দাবন অভিন্ন শ্রীমায়াপুর গড়িলেন শ্রীরাধাঠাকুরাণী..... 

সেথায় তোমার চিত্ত করে নৃ, শুনে-তার প্রিয় সেই বংশী ধ্বনি।

সর্বগুণনিধি প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণই শ্রীলপ্রভুপাদের সুখ....

তোমার প্রশংসা মিলে তাঁর শ্রীগীতায়... 

শ্রীকৃষ্ণের বচনীয় শ্রীভক্তিযোগ.....

শুদ্ধতার শিরোমণি তুমি হে প্রাণপ্রিয় পিতা....

ঐশ্বর্য, বিদ্যা, জড়-যশ, ছুড়ে দিয়ে...... 

তুমিই হলে এ জগতে শ্রেষ্ঠ শ্রী জয়পতা.... 

দণ্ড,কাল,সেকেন্ড,মিনিট,ঘন্টা,সময়, যত -

শিখিয়ে গেলেন শ্রীলপ্রভুপাদ.....   

নামে নয়, কর্মে গুনে, তুমিই অন্যতম...... 

চিন্ময় জগতে -তোমার শ্রীগুরুদেব দিয়ে রাজ্যভা.....

বৈদিক  তাঁরামণ্ডল মন্দিরে করিলে প্রসার.....

করিতে এ কার্য্য সবাকারে নিলে জগতে রাখিলে প্রমাণ....

তুমিই ত তো আজি সর্বকালের জগতে সকল ভক্তের প্রাণ.....

আনন্দের - সীমা না, নিরানন্দ দূরে যায়, কি মধুর -তোমার শ্রীমুখের সুর.....

যাঁহার কর্ণ শুনেছে একবার - দূরে পালায় তাঁর চিত্তের অসুর..... 

গড়ে ছিলেন যিনি বৈদিক শিক্ষার ইসকন প্রতিষ্ঠান....

তাঁহার বিয়োগ বুঝেছিল সবে শ্রীলপ্রভুপাদ-কি তাঁর অবদান.....

আজ তুমি প্রকট থেকে লীলা ছলে করেছ সব গোপনীয়.....     

বুঝেনি তোমায় বুঝিবে সে দিন- নিত্য জীবনে তুমি কি প্রয়োজনীয়....

যে বৈষ্ণব নাচিতে পৃথিবী ধন্য হয়-তুমি তো সেই.....

যার দৃষ্টি মাত্র সর্ব দিকের পাপ ক্ষয় হয়.......

রাখে কৃষ্ণ মারে কে- মারে কৃষ্ণ রাখে , আছে যত শাস্ত্র প্রমাণ......

জগতবাসী দেখেছে আজ শ্রীচেন্নাই -এ তোমার দীর্ঘ অবস্থান....... 

তুমি যে মহান আচার্য জগত পরিত্রাণকারী.....

শ্রীমায়াপুরনাথ-র কৃপায় সাক্ষী রবে ২০১৯ এর ২০শে ফেব্রুয়ারী..... 

  এলে ফিরে শ্রীমায়াপুর-এ-কাঁদে জীব তরুলতা....   

তোমার শ্রী প্রবচনে কেটে যায় সকল জীবের সীমাহীন মনোব্যথা.....

সেই-ত আমি পাপিষ্ঠ, কিট -সম, প্রতিজ্ঞাভঙ্গকারী নামে মাত্র জীবনে বাস.....

তোমার শ্রীচরণ যুগলে বার বার ক্ষমা ভিক্ষা করে.......

ইতি--অধম জগদানন্দ দাস.........

শ্রীগৌরনিতাই ধাম 

গঙ্গা নগর, ২নং গলি গঙ্গাতীর, শিবডোবা,কার্লভাট,শ্রীমায়াপু, নদীয়া,পিন নং ৭৪১৩১৩....

ফোন নং --৭৪৩১০৭৪৬৯৪,  ৮০১৬৪০১৪০১..৷।।।।