Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Ānandamayī Kalāvatī devī dāsī (Narayanganj - Bangladesh)

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।

নম আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিনে।।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে

নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিনে।।

 

হে পরমপূজনীয় আচার্যপাদ,

কৃপাপূর্বক আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক। আপনার ৭১তম শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।

 

হে পতিতপাবন গুরু মহারাজ, 

আপনি আমাকে আপনার পারমার্থিক কন্যা হিসেবে গ্রহণ করেছেন তা আমার কোটি জন্মের সুকৃতির ফল। আমার এই লক্ষ্যহীন জীবনে আপনি এক অভাবনীয় মাত্রা দান করেছেন। অন্ধকারাচ্ছন্ন জীবনে মেকি হাসি ও আশেপাশের মানুষজনের মধ্যে আমি যখন নিজেকে হারিয়ে ফেলেছিলাম, তখনই আপনি আমার জীবনে কৃষ্ণভাবনামৃতের আলো নিয়ে এসেছেন।

 

হে প্রভুপাদের যোগ্য সৈনিক,

শ্রীল প্রভুপাদের দেওয়া আদেশ পালনে আপনি এই অসুস্থ লীলাতেও একটুও থেমে পড়েন নি। বরং দ্বিগুণ গতিতে ছুটে চলেছেন দিবারাত্রি। শারীরিক প্রতিকূলতার মধ্যেও আমাদের মুখ চেয়ে প্রতিদিন দর্শন দান, সান্ধ্যকালীন প্রবচন, পরিক্রমায় অংশগ্রহণ, মিটিং এ যোগদান প্রতিদিন হাজারো ব্যস্ততা।

 

হে দিকনির্দেশক,

আমি তা মন থেকে স্বীকার করি যে, আপনি আমার হালহীন জাহাজের কাণ্ডারী হয়ে সর্বদা আমাকে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। আজ পর্যন্ত যত প্রতিকূলতার সম্মুখীন হয়েছি আপনি যেকোনভাবেই হোক তা থেকে আমাকে উদ্ধার পাবার পথ দেখিয়েছেন। তা সে আপনার সরাসরি প্রবচনের মাধ্যমে হোক বা কোনো উদ্ধৃতির মাধ্যমে বা জ্যেষ্ঠ ভক্তদের নির্দেশনার মাধ্যমে। আপনাকে স্মরণ করে যেকোনো কাজ করলে তার কোনো বোঝা অনুভব করি না আর। 

হে গুরুদেব, 

আমি এত অধম, পতিত জানা সত্ত্বেও আপনার সাথে সরাসরি সাক্ষাতের পরপরই স্বপ্নে আপনি আমাকে দীক্ষা নিতে আদেশ দেন, আপনার চরণে ঠাঁই নেওয়ার সুযোগ করে দেন। তেমন কোন প্রতিকূলতা ছাড়াই আমাকে দীক্ষা নেওয়ার ব্যবস্থাও করে দেন।      

 

হে পিতা,

আমি আপনার একজন অযোগ্যা কন্যা। আমার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি আমাকে সেবার অনেক সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমি এমনই দূর্ভাগা যে সেই সুযোগও হেলায় হারাচ্ছি।    

 

হে পারমার্থিক শিক্ষক,

আপনার প্রবচন একইসাথে আধ্যাত্মিক গভীরতা ও পাশাপাশি হাস্যোদ্দীপকে পূর্ণ। গৌরাঙ্গ নাম ও লীলার প্রতি প্রগাঢ় দৃঢ়তা আপনার প্রবচনে ফুটে ওঠে।

 

হে অধমজনার বন্ধু,

আপনার মহিমা বর্ণনের কোন যোগ্যতা আমার নেই। আপনার নিকট কীভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করব তাও জানা নেই। তবে এইটুকুই বলতে চাই, পিতা, আপনাকে ছাড়া আমি অসহায়। আপনি আমাকে করুণা করুন আমি যেন আপনার বোঝা না হই, আমি যেন দীক্ষার সময় যে প্রতিজ্ঞা করেছি তা পালন করতে পারি। আমি প্রকৃতই শ্রীল প্রভুপাদের প্রচারকার্যে অংশ নিতে চাই। আমি যতটুকু যা করছি সবই আপনার করুণা ও প্রার্থনার শক্তিতে।

 

আপনার অযোগ্য কন্যা,

আনন্দময়ী কলাবতী দেবী দাসী (দীক্ষা) 

নারায়ণগঞ্জ, বাংলাদেশ।