Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Īśvara Viśvambhara dāsa (Mayapur - India)

শ্রীশ্রী গুরু-গৌরাঙ্গৌ জয়তুঃ

“আমি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল জয়পতাকা স্বামী আচার্যপাদের চরণ কমলে আমার দণ্ডবৎ প্রণাম নিবেদন করি, ‍যিনি শ্রীকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তাঁর অত্যন্ত প্রেষ্ঠ হয়েছেন। আমি সেই শ্রীল জয়পতাকা স্বামী আচার্যপাদের চরণ কমলে আমার দণ্ডবৎ প্রণাম নিবেদন করি, যিনি কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এবং পূর্ববর্তী আচার্যদের আকাঙ্ক্ষা, নির্দেশ এবং চরণ কমলের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন। তিনি মুক্ত হস্তে শ্রীমন্‌ নিত্যানন্দ প্রভুর কৃপা বর্ষণ করছেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর ধাম, উপদেশ ও দিব্য লীলার মহিমা বিতরণ করছেন। তিনি সমগ্র গ্রামবাসী এবং নগরবাসীদের মধ্যে কৃষ্ণভাবনামৃত প্রচার করে তাদেরকে জড় বন্ধন থেকে মুক্ত করছেন।”

হে পরমারাধ্য, পতিত পাবন গুরুমহারাজ, আজ আপনার ৭১ শুভ আবির্ভাব তিথী ব্যাস-পূজা মহোৎসব উপলক্ষ্যে আপনার রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শত সহস্র দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। করুণাপূর্বক তা গ্রহণ করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক। গুরু-গৌরাঙ্গের অশেষ কৃপায় আজ এই শুভ তিথীতে আপনার গুণমহিমা করার এই সুযোগ আমারা পেয়েছি। সেইজন্য গুরু-গৌরাঙ্গ-গুণগ্রহী সকল বৈষ্ণবদের শ্রীপাদপদ্মে আমি পুণঃ পুণঃ দণ্ডবৎপ্রণাম জ্ঞাপন করছি। যদিও আপনার গুণমহিমা করার নূন্যতম যোগ্যতা আমার নাই, শুধু এইটুকু জানি যে, যোগ্যতা বিচারে কিছু নাহি পাই, তোমার করুণা ছাড়া

এই বৎসর রাধাঅষ্টমী তিথীতে আপনার সন্ন্যাসের ৫০তম বৎসর পূর্ণ হতে চলেছে। এটি আমাদের জন্য এক মহা আনন্দের সংবাদ যে সমগ্র ইসকন সংঘঠনের মধ্যে আপনি হচ্ছেন প্রথম আচার্য যিনি শ্রীল প্রভুপাদের সেবায় সন্ন্যাসের ৫০টি বছর অতিক্রম করে সমগ্র বৈষ্ণব সমাজের উজ্জ্বল মুকুটমণিস্বরূপ বিদ্যমান। গুরুদেব আপনি মহাত্মা, শুদ্ধভক্ত, পরম ভাগবত, শাস্ত্রের মূর্ত বিগ্রহ। গঙ্গায় অবগাহন বা স্পর্শ করার পরেই কেবল মানুষকে পবিত্র করে। কিন্তু আপনা দর্শন করা মাত্রই জীব পবিত্র হয়ে যায়।

যেষাং সংস্মরণাৎ পুংসাং সদ্যঃ শুদ্ধ্যন্তি বৈ গৃহা
কিং পুনর্দর্শনস্পর্শপাদশৌচাসনাদিভিঃ ।।

কেবলমাত্র আপনাকে স্মরণ করার ফলে আমাদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়, অতএব আপনাকে দর্শন, স্পর্শন, পাদ প্রক্ষালন এবং গৃহে আসনাদি দান করার ফলে যে কি লাভ হয়, তা কে বর্ণনা করতে পারে। (শ্রীমদ্ভাগবত- ১/১৯/৩৩)

শ্রীল প্রভুপাদ বলেছেন আপনি হচ্ছেন গৌর-ধন-জন। গৌরাঙ্গ যার জীবন-ধন, মন, প্রাণ সমগ্র অস্তিত্ত্বে যার গৌরাঙ্গ। শ্রীমন্‌ নিত্যানন্দ ও গৌরাঙ্গ মহাপ্রভু যেমন জাতি, বর্ণ নির্বিশেষে অকাতরে কৃষ্ণপ্রেমের বন্যায় এই জগৎ জীবদের ভাসিয়েছিলেন ঠিক তেমনই আপনি বর্তমানে - ‘গৌরাঙ্গ’ ‘গৌরাঙ্গ’ ‘গৌরাঙ্গ’ কীর্তনের মাধ্যমে সকলকে শ্রীগৌরাঙ্গের পাদপদ্মে নিমজ্জিত করছেন। তাই আপনি পূর্বাচর্যমনোঽভীষ্টং । আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর নিজজন ও পতিত পাবন, তাই আমার মতো হতভাগ্য, অধম পতিত জীব এই লোভেই আপনার শ্রীচরণ তলের শীতল ছায়ায় আশ্রয় লাভের অধিকার পেয়েছে।

গুরুমহারাজ আমি শ্রীপাদ শ্যামরসিক প্রভুর কাছে শুনেছি যে আপনি হচ্ছেন ভীষ্ম দেবের মতো – ভীষ্মদেব যেমন কুরুবংশের সকল বিপদে আপদে সব সময় সামনে থেকে তা প্রতিহত করতেন তেমনি আপনিও আপনার শিষ্যদের তাথা ইসকন সংস্থাকে সদা সর্বদা সংরক্ষণ করছেন। এমনকি অত্যন্ত অসুস্থ থাকা সর্ত্ত্বেও আজও অবধি আপনি সকলকে ভগবদ্ভক্তির মর্গ প্রদর্শন করে যাচ্ছেন। শ্রীশ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলেছেন যে “আপনি হচ্ছেন বর্তমান ইসকন এর একটি বড় খুটি বা পিলার। আপনি না থাকলে কে আমাদের দেখে রাখবে।”

গুরুমহারাজ আপনার অহৈতুকী করুনার বর্ণনা কে করতে পারে? অত্যন্ত অধপতিত হওয়া শর্তেও আমি গত কিছুদিন ধরে আপনার বপু সেবার অধিকার পেয়েছি। এটি আমার প্রতি আপনার বিশেষ দয়া।

সব কিছুই নির্ভর করে গহণকর্তার শক্তির উপর। যেমন, প্রচণ্ড সূর্যকিরণে বহু বনস্পতি এবং ফুল শুকিয়ে যায়, আবার অন্য অনেক বনস্পতি খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়। এইভাবে বৃদ্ধি এবং হ্রাস নির্ভর করে গ্রহীতার উপর। তেমনই, মহীয়সাং পাদ-রজোহভিষেকম্—মহাপুরুষের পাদপদ্মের রজ গ্রহীতাকে সর্ববিধ মঙ্গল প্রদান করে, কিন্তু সেই রজই আবার ক্ষতি করতে পারে। যাঁরা মহাত্মার শ্রীপাদপদ্মে অপরাধ করেন, তাঁদের সমস্ত দিব্য সদ্‌গুণগুলি বিনষ্ট হয়ে যায় এবং তারা শুকিয়ে যায়। মহাত্মা অপরাধ ক্ষমা করতে পারেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই মহাপুরুষের চরণ-কমলের ধূলির প্রতি কৃত অপরাধ ক্ষমা করেন না, ঠিক যেমন কেউ তাঁর মস্তকে প্রচণ্ড সূর্যকিরণ সহ্য করতে পারেন কিন্তু তাঁর চরণে সেই তীব্র সূর্যকীরণ সহ্য করতে পারেন না।  (শ্রীমদ্ভাগবত- ৪/৪/১৩ ভক্তিবেদান্ত তাৎপর্য)

গুরুমহারজ আমি জনিনা কায়, মন, বাক্যে কতটুকু আপনার সেবা আমি করতে পারব। আজ এইশুভ দিনে আপনার শ্রীচরণে এই মিনতি করি কখনো যেন আপনার চরণে কোন অপরাধ না করি। আমাকে দয়া করুন যাতে করে নাম অপরাধ, সেবা অপরাধ থেকে মুক্ত হতে পারি। গুরু-গৌরাঙ্গের সেবায় এই জীবনটি অতিবাহিত করতে পারি। কখনো যেন আপনার সেবা থেকে বঞ্চিত না হই। যে কোন প্রকারেই হোক না কেন আপনার শ্রীচরণের শীতল ছায়া থেকে যেন আমি বঞ্চিত না হই।

গুরুমহারাজ আমি বর্তমানে জেপিএস আরকাইভ এবং পাবলিকেশন্স এ সবা রত আছি শ্রীপাদ বিদ্ধান গৌরাঙ্গ প্রভু এবং শ্যামরসিক প্রভুর তত্ত্বাবধানে। গতবছর আমি বলেছিলাম যে টি.ও.ভি.পি মন্দির উদ্ভোদন হওয়ার পূর্বেই শ্রীমদ্ভাগবত কম পক্ষে ১বার পড়ে শেষ করার ইচ্ছা পোষণ করেছিলাম। বর্তমানে আমি শ্রীমদ্ভাগবতের ৪র্থ স্কন্ধ এর নবম অধ্যায়ে অধ্যয়নরত আছি। আর্শিবাদ করবেন যাতে শ্রীমদ্ভগবদ্গীতা, শ্রীমদ্ভাগবত, শ্রীচৈতন্য-চরিতামৃত ইত্যাদি ভক্তিমূলক গ্রন্থে পড়ার প্রতি আমার আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হয়।

শ্রীল প্রভুপাদ তার ভক্তিবেদান্ত তাৎপর্যে লিখেছেন যে, কেউ যদি জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, তা হলে তাঁকে মহাত্মাদের সঙ্গ করতে হবে। তাই পরিশেষে এই মিনতি করছি আমি যেন আমার ইন্দ্রিয় গুলেকে পবিত্র করতে পারি এবং সদা সর্বদা গুরু-গৌরাঙ্গ ও শুদ্ধভক্তদের সঙ্গ করতে পরি। যাতেঅন্তে নারায়ণ-স্মৃতি এই স্থিতি লাভ হয়।

 

 

শ্রীগুরু-গৌরাঙ্গ-গুণগ্রহী
আপনার অধম শিষ্য
ঈশ্বর বিশ্বম্ভর দাস
জে.পি.এস আরকাইভস্‌ এবং পাব্লিকেশন্স
এস-১, প্রভুপাদ নিবাস, অভয়নগর, শ্রীমায়াপুর ধাম, পশ্চিমবঙ্গ, ভারত।