Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2020

Vijaya Nitāi Lalitā devī dāsī (Narayanganj - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে।।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীন্ ইতি নামিনে।

নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে

নির্বিশেষ শূণ্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

 

হে পরমারাধ্য পারমার্থিক পিতা, 

 

কৃপাপূর্বক আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল প্রভুপাদের জয় হোক! পতিতপাবন গুরু মহারাজ, আপনার জয় হোক! আপনার ৭১-তম ব্যাসপূজা মহামহোৎসব জয়যুক্ত হোক! গুরু মহারাজ, আপনার গুণমহিমা বর্ণনা করার যোগ্যতা বা সাধ্য কোনটাই আমার নেই, তবুও মহাসমুদ্রস্বরূপ আপনার গুণাবলির কণামাত্রও যদি কীর্তন করতে পারি তা কেবল আপনারই করুণাতেই সম্ভব। গুরুদেবের কৃপায় মূক ব্যক্তিও বাঁচাল হতে পারে আর পঙ্গু ব্যক্তিও গিরি অতিক্রম করতে পারে, তাই আপনার কৃপায় আপনার এই অযোগ্যতম শিষ্যাও আপনার মহিমা কীর্তনের কিছুটা প্রয়াস করছি। কেননা আপনার গুণমহিমা বর্ণনাকালে আপনার মহৎ গুণাবলি স্মরণ করার মাধ্যমে আমার চিত্ত আনন্দিত ও নির্মল হবে এবং তা আমার ভক্তিজীবনের পুষ্টিবর্ধন করবে।   

 

 

জীবের উদ্ধার লাগি নন্দসূত হরি

ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। 

 

হে পতিত-পাবন শ্রীল গুরু মহারাজ, 

 

আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন কৃপালু প্রতিনিধি। মায়াবদ্ধ হয়ে না জানি কত জন্ম এই ভবসমুদ্রে ঘুরপাক খাচ্ছি! যদি আমাদের প্রতি অহৈতুকী করুণাপরবশ হয়ে আপনি আপনার শ্রীচরণকমলের সুশীতল ছত্রছায়ায় আমাদের আশ্রয় না দিতেন, তবে কোথায় থাকতাম আমরা এই বদ্ধ জীবেরা! আমরা বদ্ধ জীবেরা কৃষ্ণবিমুখ হয়ে নিরন্তর যে ক্লেশ ভোগ করছি, তা আপনাকে কষ্ট দেয়, তাই আপনার এই শারীরিকভাবে প্রতিকূল অবস্থায়ও আপনি ছুটে চলেন নগরে-গ্রামে, বিশ্বের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে, তাদের জীবনে কৃষ্ণভাবনামৃত যোগ করতে। করুণা করে আপনার এই অধঃপতিত কন্যাকে এই আশীর্বাদ করুন যেন নিত্যকাল আপনার চরণকমলের ছত্রছায়ায় থাকতে পারি। যেখানেই থাকি, যদি বারবার জন্মও নিতে হয়, কৃপা করে আমার প্রতি এই করুণা করুন যেন আমি আপনার দাস হয়ে ঐকান্তিকভাবে নিরবধি আপনার সেবা করতে পারি। 

 

'যাহার প্রসাদে পুষ্ট হইল শীর্ণ ভক্তি লতিকা 

জনমে জনমে মোর গুরুদেব রহে যেন শ্রীল জয়পতাকা'

 

 

হে শ্রীল প্রভুপাদের জয়পতাকা,

 

প্রভুপাদ একদা আপনাকে নির্দেশ দিয়েছিলেন কৃষ্ণের সেনাবাহিনীতে যোগ দিতে। সেই থেকে অবিরত বিশ্রামহীনভাবে কায়মনোবাক্যে আপনি কৃষ্ণের সেনাবাহিনীতে সেবা করে চলেছেন। শ্রীল প্রভুপাদের সেবার প্রতি আপনার এই অবিচল ও দৃঢ় নিষ্ঠা স্বয়ং মৃত্যুকে পর্যন্ত হার মানিয়েছে; আর তা কেবল একবার নয়, বারবার। তাই আপনার নিকট আপনার ব্যাসপূজা মহামহোৎসবের এই মহামহিমান্বিত দিবসে আপনার এই অযোগ্যা কন্যার এই প্রার্থনা, শ্রীল প্রভুপাদের প্রতি আপনার সাগরসম ঐকান্তিকতা আর নিষ্ঠার কণামাত্রও যদি আপনার করুণায় লাভ করতে পারি, আমার এই জীবন সার্থক হবে। কৃপা করে এই আশীর্বাদ করুন যে, শ্রীল প্রভুপাদের সেবায় আপনাকে সহায়তা করার যে প্রতিজ্ঞা দীক্ষাকালে গ্রহণ করেছি, আপনার কৃপায় সেই প্রতিজ্ঞা পালন করায় যেন এখন থেকে সচেষ্ট হতে পারি। আলস্য আর অবহেলায় জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছি। এখন অন্ততঃ বাকি সময়টুকু যেন আপনার অধীনে শ্রীল প্রভুপাদের সেবায় অতিবাহিত করতে পারি সেই প্রার্থনা করছি।

 

 

হে গৌরভাবনাময় গুরু মহারাজ, 

 

শ্রীল প্রভুপাদ একদা বলেছিলেন, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য পার্ষদ। আপনার সদা সর্বদা গৌরভাবনাময় থাকা যেন তারই উজ্জ্বল পরিচায়ক। যেকোন সাধারণ জড় বস্তুকেও কীভাবে কৃষ্ণভাবনামৃত বা গৌরভাবনামৃতের দৃষ্টিভঙ্গিতে দেখা যায় তার প্রত্যক্ষ দৃষ্টান্ত হলেন আপনি। আপনার সংস্পর্শে আসা বিভিন্ন ভক্তদের দ্বারা বর্ণিত আপনার বিভিন্ন লীলা শ্রবণের মাধ্যমে এটি আমরা অতি সহজেই উপলব্ধি করতে পারি যে, আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর নিজজন, গৌর-ধন-জন, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা ব্যতিরেকে একটি মুহূর্তও অতিবাহিত করেন না। আপনার শ্রীমুখ থেকে বর্ণিত গৌরলীলা আমার পাষাণসদৃশ হৃদয়েও আনন্দের সঞ্চার করে, সেই অমৃতময় প্রাঞ্জল গৌরকথা আমাদের সকলকে গৌরাঙ্গ মহাপ্রভুর করুণালাভের আকাঙ্ক্ষী করে।

 

 

হে অধম জনার বন্ধু গুরু মহারাজ, 

 

আমার মতো অধঃপতিত জীবকে করুণা করে আপনার শ্রীপাদপদ্মে আশ্রয় প্রদান করেছেন। কিন্তু আমি এতটাই অধঃপতিত আর নিকৃষ্ট যে, আপনার কৃপা ব্যতিরেকে আমার ভজন-সাধন সুষ্ঠুভাবে সম্পাদন করার শক্তিটুকুও আমার নেই। আপনি সর্বদা আমাদের জন্য কৃষ্ণের নিকট প্রার্থনা করে থাকেন, তাই আমরা আপনার প্রার্থনার শক্তিতেই যৎকিঞ্চিৎ ভজন-সাধন করার প্রয়াস করছি। কৃপাপূর্বক নিরন্তর আমাদের জন্য কৃষ্ণের নিকট প্রার্থনা করার মাধ্যমে তাঁর কৃপার প্রবাহ আমাদের নিকট সুলভ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আপনার সুস্বাস্থ্যের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রার্থনা করছি যেন কৃষ্ণের সুমধুর ইচ্ছায় আপনি আরও বহু বছর এই ধরাধামে থেকে আপনার কৃপাবারি বর্ষণ করে আরও অগণিত আত্মাকে কৃষ্ণের নিকটে আনয়ন করেন এবং আমাদের সকলকে আপনার অমৃতোপম সঙ্গসুধা লাভের অপ্রাকৃত আনন্দ প্রদান করেন।         

 

নিরন্তর আপনার সেবা অভিলাষী,

আপনার অতি নগণ্য কন্যা,

বৈজয়ন্তী ললিতা দেবী দাসী (দীক্ষা শিষ্যা, নারায়ণগঞ্জ, বাংলাদেশ)